হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তবে সব মিলিয়ে। আসলে জীবন গতিশীল একটা নদী, তাই এখানে যেমন জোয়ার থাকবে ঠিক তেমনি থাকবে ভাটা, সুতরাং সব সময় জোয়ারের প্রত্যাশা করা বোকামী। তাই জোয়ার-ভাটা উভয়কে মেনে নিয়েই আমাদের গতিশীল জীবনের সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করতে হবে। হ্যা, আমি স্বীকার করছি এটা মোটেও সহজ কিছু না, কিন্তু চেষ্টা করতে দোষের কি? আর চেষ্টা করতে তো কোন খরচাও হবে না, যদি একটু বাড়তি চেষ্টায় জীবনের গতিশীলতা ঠিক রাখা সম্ভব হয়, তাহলে কেন সেটা করবো না?
যাইহোক, মূল প্রসঙ্গে ফিরে আসি, আমি আবার প্রসঙ্গ ছেড়ে প্রসঙ্গের বাহিরে বেশী কথা বলে ফেলি, আসলে বয়স হয়েছেতো তাই বেশী কথা বলার অভ্যেসটা বেড়ে যাচ্ছে, হি হি হি। এই সপ্তাহে একটা বড় সাপোর্ট পেয়েছি তাই ইতিমধ্যে দুটি পোষ্টে শতভাগ পাওয়ার আপ নির্বাচন করা করেছি। তবে আজকে যেহেতু পাওয়ার আপ পোষ্ট করছি টার্গেট পূরণের লক্ষ্য নিয়ে সেহেতু আজকের পোষ্টটিতেও শতভাগ পাওয়ার করার অপশন নির্বাচন করা হবে। দেখুন পাওয়ার আপ করার বিষয়টি সম্পূর্ণ মানসিক, আপনি সাপোর্ট বড় পান কিংবা ছোট পান, যদি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন পাওয়ার আপ করার, তাহলে সেটা দিয়েই চলমান রাখুন। আস্তে আস্তে এগিয়ে যান, একটা নির্দিষ্ট সময়ের পর যখন ভালো একটা এমাউন্টের পাওয়ার আপ হবে, তখন কিন্তু নিজের সক্ষমতা দেখে নিজের কাছেই ভালো লাগবে। যেমন এখন আমার লাগছে, হি হি হি।
আজকেও ৫০ স্টিম পাওয়ার আপ করবো এবং পোষ্টটি শতভাগ পাওয়ার আপ অপশন নির্বাচন করে দিবো। দেখুন অন্তত প্রতি সপ্তাহে একবারের জন্য হলেও কিছু স্টিম পাওয়ার আপ করা জরুরী। এখানে দুটো বিষয় রয়েছে, এক নিজের সক্ষমতা বৃদ্ধি আর দুই অতিরিক্ত টিআরএক্স পাওয়ার সুযোগ। ইতিমধ্যে আমাদের কমিউনিটির হ্যাংআউটে আরিফ ভাই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখন কিন্তু অনেকেই সেই বিষয়টিকে সামনে আনার চেষ্টা করছেন। যেটা আমরা অনেক আগেই শুরু করেছি, এখন সেটা অন্যরাও করার চেষ্টা করছেন। সুতরাং ডাবল লাভ পেতে চাইলে শতভাগ পাওয়ার আপের অপশনটি নির্বাচন করতে হবে।
এখন আমাদের বলা দরকার আমরা বলে যাবো, আপনাদের পথ দেখানো দরকার আমরা সেটাও করে যাবো। কিন্তু নিজের ভালো বিষয়টি অবশ্যই নিজেকে আগে বুঝতে হবে, তা না হলে আমরা যতই কথা বলি এবং সুন্দর পথের সন্ধান দেই তাতে কোন লাভ হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। চলুন তাহলে আজকের পাওয়ার আপ করার দৃশ্যটি দেখি-
পাওয়ার আপ করার পূর্বে আমার মোট পাওয়ার ছিলো- ১৯,৩৯১ স্টিম পাওয়ার
পাওয়ার আপ করার পূর্বে আমার লিকুইড স্টিম ছিলো- ১৮৩ স্টিম।
পাওয়ার আপ করার ধাপসমূহঃ
প্রথমে আমি ওয়ালেট লগ-ইন করেছি তারপর লিকুইড স্টিম এর পাশে ক্লিক করে পাওয়ার আপ অপশন নির্বাচন করেছি। এরপর আমি নির্দিষ্ট এমাউন্ট টাইপ করেছি যত স্টিম পাওয়ার আপ করতে চাই। তারপর এ্যাকটিভ পাসওয়ার্ড দিয়ে ওকে করেছি এবং সাথে সাথে নির্দিষ্ট সংখ্যক স্টিম পাওয়ার আপ হয়েগেছে।
পাওয়ার আপ করার পর আমার মোট পাওয়ার এর পরিমান- ১৯,৪৪১ স্টিম পাওয়ার
পাওয়ার আপ করার পর আমার লিকুইড স্টিম এর পরিমান - ১৩৩ স্টিম।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
আপনি একদম ঠিক কথা বলেছেন। ডাবল লাভ পেতে চাইলে শতভাগ পাওয়ার আপের অপশনটি নির্বাচন করতে হবে। হ্যাংআউট এ আরিফ ভাই আমাদের সবার লাভের জন্য বলেছিলেন।। আমিও মাঝে মধ্যেই এটা করতেছি। ভাইয়া আপনি টার্গেট ডিসেম্বর সিজন-২ কে সামনে রেখে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। এভাবেই প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আমি আশাকরি খুব তাড়াতাড়ি আপনি ২০,০০০ স্টীম পাওয়ার এর মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জি ভাইয়া আপনি জীবন টাকে জোয়ার ভাটার সঙ্গে তুলনা করেছেন ৷ ঠিক ভাই জীবনে ভালো মন্দ সবকিছু মিলেই তো জীবন ৷ এক সময় জীবনে জোয়ার আসবে ৷ আর সেই জোয়ার শুকিয়ে ভাটা হবে ৷ তাই বলে বসে থাকলে হবে না ৷ কারন এরই নাম হয়তো জীবন ৷
আর আজকে থেকে আমিও শত পাওয়ার আপ দিবো ৷ যেটা আপনার লেখা কথা গুলো থেকে বুঝলাম ৷
আপনার ৫০ স্টিম পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগলো ৷
জীবন মানেই জোয়ার ভাটার খেলা। কখনও জোয়ার কখনো ভাটা। তবুও সবকিছু মেনে নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে মানব জীবন। যাইহোক ভাইয়া আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য শতভাগ পাওয়ার আপের অপশনটি নির্বাচন করেছেন জেনে ভালো লাগলো। প্রত্যেকটি ক্ষেত্রে নিজের পাওয়ার যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই প্লাটফর্মে নিজেকে সমৃদ্ধশালী করার জন্য স্টিম পাওয়ার অনেক গুরুত্বপূর্ণ।
আপনার সাথে আমি একমত ভাইয়া সবসময় জোয়ারের আশায় থাকা বোকামি কারণ জীবনে জোয়ার ভাটা আসতেই পারে কখনো সুসময় আবার কখনো দুঃসময় কিন্তু থেমে থাকলে চলবে না। পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রেও একই রুলস ফলো করতে হবে এখন মার্কেট ডাউন তাই আমরা ছোট অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
রোমান্টিক ভাইয়া, আপনি আজ ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে আপনার নির্ধারিত লক্ষ্য বিশ হাজার স্টিম পাওয়ার বৃদ্ধির দ্বারপ্রান্তেই পৌঁছে গেছেন। আমি আশা করি আপনি খুব সাফল্যের সাথেই আপনার নির্ধারিত লক্ষ্যটি পূরণ করতে সক্ষম হবেন।
আসলেই আস্তে আস্তে বড় হতে হয় ৷ একসাথে উপরে উঠা যায় না ৷ প্রতিনিয়ত অল্প অল্প করে পাওয়ার আপ করলে একদিন বেশ ভালোই পাওয়ার হয়ে যাবে ৷ এতে আমিও চেষ্টা করি আমার পোস্ট গুলো শতভাগ পাওয়ার আপ করে পোস্ট করার ৷ আপনার কথা গুলো বেশ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷ আজও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আশা করি খুব শীঘ্রই আপনার লক্ষ্য পুরন হয়ে যাবে ৷
ভাইয়া, আপনাদের দেখানো পথেই আমরা চলবো এবং আপনাদের দেখানো সুন্দর পথে এগিয়ে যাব। আর এই এগিয়ে যাওয়ার পথে পাওয়ার আপ আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। এই প্লাটফর্মে কাজ করতে এসে এটা বুঝেছি যে পাওয়ার আপের বিকল্প কোন কিছু নেই। তাই আপনাদের পরামর্শ এবং আপনাদের দেখিয়ে দেওয়া পথ আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার পাওয়ার আপ পোষ্ট দেখে আবারো নতুন করে অনুপ্রাণিত হলাম পাওয়ার আপের জন্য। আপনি যেন আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন এই কামনা করছি। ধন্যবাদ
হ্যাঁ ভাইয়া আপনি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে পছন্দ করেন এবং ভালোই লাগে আমার কাছে আপনার প্রসঙ্গগুলো। যাইহোক, পাওয়ার বৃদ্ধির যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতা আমিও সবসময় চেষ্টা করি পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে চলমান রাখার বর্তমান এসবিডি না দেওয়া স্টিম দেওয়াতে শতভাগ পাওয়ার অপশনটি সবচেয়ে বেটার। যেটার মাধ্যমে টি আর এক্স এর পরিমাণ বেশি পাওয়া যাবে।
ভাইয়া আপনি বাস্তব কিছু কথা বলেছেন, আমাদের জীবন গতিশীল। এখানে জোয়ার এবং ভাটা দুটিই আছে। কিন্তু গতিটাকে ব্যালেন্স করাটাই অনেক কঠিন। তবে হতাশ হওয়া যাবে না ভাটাকে কিভাবে জোয়ারের দিকে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই আমাদেরকে করে যেতে হবে। আপনি আজকেও অনেক বড় এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনি আজ ৫০ লিকুইড স্টিম পাওয়ার আপ করে আপনার লক্ষ্যের দিকে আরও একটু এগিয়ে গিয়েছেন। আপনি ২০০০০ স্টিম পাওয়ারের খুব কাছাকাছি আছেন। ২০ হাজার হলেই আপনি চতুর্থ ডলফিন উপাধি পেয়ে যাবেন। আপনার পাওয়ার আপ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি আশা করছি আপনি সামনে এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আমিও চেষ্টা করব আপনার কথাগুলো মাথায় রেখে প্রতি সপ্তাহে অন্তত একবার পাওয়ার আপ করে যাওয়ার। ধন্যবাদ ভাইয়া।