বৃষ্টির শীতলতার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। সত্যি বলতে গরমের অস্থিরতায় যখন হৃদয়ের তৃষ্ণতা বেড়েই যাচ্ছিলো, বৃষ্টির স্পর্শের আকাংখা যখন উর্ধ্বমুখী হচ্ছিলো, কেন জানি চারপাশের মানুষগুলোর কথা শুনতে ভালো লাগছিলো, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কোথায় বৃষ্টি হতে পারে এসব। মোট কথা দেশের কোথায় বৃষ্টি হয়েছে এই কথাটা শোনার জন্যও হৃদয় কেমন জানি উতলা হয়ে উঠেছিলো, আমাদের এখানে না হোক অন্তত দেশের কোন স্থানে বৃষ্টি হয়েছে এটা শুনেও হৃদয় কিছুটা প্রশান্তি লাভ করতে চেয়েছিলো। কারন গরমের তীব্রতা এবং উষ্ণতার সীমানা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছিলো।

হয়তো অপেক্ষা করতে করতে হৃদয় বেশ পরিশান্ত হয়ে গিয়েছিলো, গরমের অস্থিরতায় হয়তো সেটা দ্বিগুন হয়ে গিয়েছিলো, যার কারনে বৃষ্টির আকাংখাটা এমন পর্যার্যে উঠে গিয়েছিলো। প্রতিদিন অফিস শেষে বাড়িতে এসে আকাংখায় থাকি হয়তো আজকে রাতে বৃষ্টি হতে পারে, হয়তো আজকে রাতে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। গরমের কারনে ইতিমধ্যে রাতের ঘুম অর্ধেক কমে গিয়েছিলো, তাছাড়া অফিস যাত্রা পথে গরমের চাপ হ্রাস করার জন্য ভোর সকালে অফিসে যেতে হচ্ছে, এর কারনেও ঘুম কম হচ্ছিলো। মোট কথা সব মিলিয়ে স্বাভাবিক জীবন যাত্রার বারোটা হতে তেরটা বেজে গিয়েছিলো।

water-8622588_1280.png

তবে শেষ পর্যন্ত, অপেক্ষার পালা শেষ হয়েছে। কাংখিত কিছুর মধুর স্পর্শের শীতল অনুভূতি নিয়ে রাতে সেই রকম একটা ঘুম হয়েছিলো। গতকাল হ্যাংআউট শেষ করে প্রথমে বাথরুমে গিয়েছিলাম। যথারীতি প্রতিদিনের মতো একটু গোসল করে শরীরকে ঠান্ডা করার জন্য। গোসল সেরে বাহিরে আসার পরই আকাশ গর্জন করতে শুরু করে, বেশ বাতাস বইতে শুরু করে এবং শান্তভাবে সুযোগের সঠিক ব্যবহার করার জন্য বিদ্যুৎ চলে যায়। অন্ধকার ভেদ করে শুরু হয় ঝড়ের সাথে রিমঝিম শীতল বৃষ্টি, মুহুর্তের মাঝে পুরো পরিবেশটা শীতল হয়ে যায়, মনে হলো আকাশে বিশাল সাইজের এসি অন করে দেয়া হয়েছে।

হৃদয়ের চঞ্চলতা দারুণভাবে বেড়ে যায়, শীতলতায় শীতল হয়ে কিছু মুহুর্ত দাঁড়িয়ে ছিলাম বারান্দায়, বৃষ্টির সাথে সাথে অন্ধকারে চমক দিয়ে আসা গর্জনগুলোকেও যেন খুব বেশী আপন মনে হচ্ছিলো, মনে হচ্ছিলো খুব চেনা পরিবেশটার দীর্ঘ অপেক্ষার কারনে পরিবেশটা আরো বেশী কাংখিত হয়ে গেছে। বেশ কিছুটা সময় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির মধুর শব্দের সাথে শীতলতা গায়ে মাখিয়ে তারপর রুমে প্রবেশ করেছি। তবে শান্ত হৃদয়ে দারুণ একটা ঘুমের পরিবেশ তৈরী হয়েছিলো, মনে হচ্ছিলো এখনই শুয়ে পড়ি এবং হারিয়ে যাই ঘুমের রাজ্যে আপন ঠিকানায়।

কিন্তু সত্যি বলছি তখনও ঘুমাতে যাইনি, আরো কিছুটা সময় রুমে বসে ছিলাম। কতটা সময় বৃষ্টি হয় সেটা দেখার জন্য, খুব বেশী সময় ছিলো অবশ্য বৃষ্টিপাত কিন্তু যতটা সময় হয়েছিলো ততটা যথেষ্ট ছিলো পরিবেশ কিংবা পরিস্থিতি পরিবর্তন করার জন্য। বারান্দার বাহিরের সামনে জায়গায় পানি জমে গিয়েছিলো, তৃষ্ণার্ত জমিনে বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে দারুণ একটা গন্ধ বেরিয়ে আসে, সেটার ঘ্রাণও শান্ত মনে নিয়েছিলাম। বৃষ্টির শীতল জলে শেষ পর্যন্ত মাটিগুলো পরিশান্ত হয়েছে, মুগ্ধতার স্রোতে তারা যখন নির্জীব হয়েছিলো ততক্ষণে আমি কল্পনার রাজ্যে ভাসতে শুরু করেছিলাম, ঘুমে আচ্ছন্ন হৃদয়ে। ভালোবাসা বৃষ্টির প্রতি সেটা যেন শান্ত হৃদয়ে দ্বিগুন হয়ে গেছে। ভালো থাকুক বৃষ্টির শীতলতা, ভালো থাকুক হৃদয়ের সকল কল্পনা।

Image taken from Pixabay Source

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 months ago 

বহুদিন পর ঢাকার মানুষ বৃষ্টি দেখলো আর অনুভব করলো বৃষ্টির শীতলতা। গত রাতের বৃষ্টি যেন মন আর প্রাণ কে শীতলতায় ভরে দিয়েছে। দূর করে দিয়েছে গরমের তীব্রতা। বৃষ্টির ছোঁয়ায় যেন ভরে ছিল মনপ্রাণ। বেশ ভালো লিখেছেন ভাইয়া। বৃষ্টিকে নিয়ে এত সুন্দর করে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

বাহ্ ভাইয়া আপনি তো বহু প্রতিক্ষীত বৃষ্টি কে নিয়ে বহু সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন আমাদের সাথে। তীব্র গরমের মধ্যে বৃষ্টি ছিল আমাদের কাছে অমবস্যার চাঁদ। আর বহু প্রতীক্ষার পর যখন বৃষ্টির দেখা মিলে তখন তো তাকে নিয়ে এমন সুন্দর করে কিছু কথা মনের মধ্যে ভেসেই আসতে পারে। দারুন ছিল আপনার পোস্টটি ভাইয়া।

 3 months ago 

ভাইয়া আপনার ওখানে বৃষ্টির অনুভূতি জানতে পেরে আমারও খুবই ইচ্ছা করছে যদি আপনাদের ওইদিকে থাকতে পারতাম কতই না ভালো হতো। আসলে হ্যাংআউট শেষে আপনি গোসল দিয়ে যখনই বের হলেন এমনিতে ঠান্ডা ঠান্ডা শরীর ছিল গোসলের পরে। তারপরে রিমঝিম বৃষ্টি শীতল হাওয়াতে যেন অনেক বেশি ভালো লেগেছে এবং ঘুমটা হয়েছে অসাধারণ। যাই হোক আপনারদের ওখানে বৃষ্টিতে শীতল মুহূর্তগুলো জানতে পেরে অনেক ভালো লাগলো। জানিনা আমাদের এখানে এই গরমের মাত্রা কমে কবে আবার বৃষ্টি দেখা পাব। তবে বৃষ্টিতে ভিজবো এটাই আমার ইচ্চা এখন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

যাক ভাইয়া শেষমেস প্রশান্তির ছোয়া পেলেন।আমরা এখনো পেলাম না।তবে তাপমাত্রা কিছুটা কুমেছে আমাদের এদিকে। আর ঠিক বলেছেন আশে পাশের মানুষের মুখে এই কথা গুলো শুনতে বেশ ভাল লাহছিলো অনেক সুন্দর উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো ভাইয়া।

 3 months ago 

ভাইয়া আপনাদের ওইখানে বৃষ্টি হয়েছে বিষয়টা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুবই ভালো লাগলো। কি আর বলবো ভাই আপনি জন্য জনজীবন যেন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দিন দিন গরমের যে তীব্র আবহাওয়া বাড়ছে তাতে জীবন বাঁচানোর বড় দায়। আমাদের এই দিকে এক মাসের ঊর্ধ্বে চলে গেছে কোনো বৃষ্টির দেখা নেই। যাক আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে এতে সজীবতা প্রাণ ফিরে পেয়েছে। সেই সাথে সজীবতা এবং শীতল আবহাওয়ায় সবাই হয়তো একটু হলেও শান্তি অনুভূতি করেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে ভাই আপনি তো বৃষ্টির শীতলতা ভালোই অনুভব করতে পেরেছেন। কিন্তু আমাদের এদিকে যে বৃষ্টি হয়েছে তাতে করে মাটিও ভেজেনি। অল্প একটু বৃষ্টির কারণে তাপ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। সত্যি বলতে আমরা যখন বাজার ঘাটে চলাফেরা করি তখন মনে হয় যে জীবন যাত্রার ১২টা থেকে ১৩ টা বেজে যায়।তবে এইবার সবাই বৃষ্টির আকাঙ্ক্ষায় ছিল এবং সবাই ভেবেছিল দুই একদিন বৃষ্টি থাকবে। কিন্তু তা আর হলো কই। বৃষ্টি এসে শুধু রূপটা দেখিয়েই চলে গেল। যাক বারান্দায় থেকে বৃষ্টি ভালই উপভোগ করেছেন এবং শরীর যখন শীতল হয়ে গেল তখন ঘুমাতে চলে গেলেন যেনে ভালো লাগলো ভাই।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

বাহ! ভাই। দীর্ঘ রৌদ্রের দাহনের পর হালকা বৃষ্টির শীতলতার অনুভূতির কি চমৎকার বর্ণনা দিলেন, তার জুড়ি মেলা ভার। আসলে সত্যি বলতে কি বাংলার রূপপ্রকৃতির সৌন্দর্য আর বিভিন্ন মৌসুমের বাঁকবদল ভাবুক মনকে বিভিন্নভাবে ভাবায়।

আর যে গরম বিগত মাসটিতে পড়ছিলো, তার পরের হালকা বৃষ্টির সূত্রপাত খুব নান্দনিকভাবেই সামনের ঠান্ডা আবহাওয়ার ইঙ্গিত দেয়। যদিও সব এলাকায় এখনো বৃষ্টিপড়া শুরু হয় নি, তবে দোয়া করি যাতে করে খুব শীঘ্রই বৃষ্টিধারা নেমে আসবে।

আপনার জন্যও শুভকামনা, 💐👋

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

অবশেষে বৃষ্টির দেখা পেলাম! গতরাতে বলতে গেলে অনেকটা আরামছে ঘুমাতে পারলাম। আসলেই অনেকটা অপেক্ষার পর স্বস্তির বৃষ্টি। আমরা চাই স্বস্তির বৃষ্টির ধারা অব্যাহত থাকুক 🌸।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59388.79
ETH 2578.59
USDT 1.00
SBD 2.47