আবেগের কবিতা || কবিতা সাজাই || Original Poetry by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

circus-653851_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি জীবনের বাস্তবতায় মাঝে মাঝে চ্যাপ্টা হচ্ছি আবার কখনো কখনো দৌড়ের আগে অবিরাম ছুটে চলছি। সত্যি মাঝে মাঝে জীবনটা খুব আনন্দময় মনে হয় আবার বাস্তবতার আঘাতে কখনো কখনো সেটাকে একদম নিরস মনে। মানুষ হিসেবে আমরা যেমন বড্ড বেশী বিচিত্র, ঠিক তেমনি বাস্তবতার কষাঘাতে বড্ড বেশী অভিমানী। তাইতো ছোট ছোট বিষয়গুলো নিয়ে যেমন হতাশায় ডুবে যাই ঠিক তেমনি আবার বড় বড় ইস্যু নিয়ে সাহসে বুক ফুলাই। বুঝতেই পারি না কখন কোনটা উচিত আর কোন হওয়া উচিত না।

এই যেমন ধরেন, কবি না হয়েও বেশ কবির ভাব নিয়ে থাকছি, আবার আবেগের ছন্দ মালায় নিত্য নতুন কবিতা সাজাচ্ছি। অর্থ কিংবা ভাবের কোন মিল না থাকলেও মনের জোরে আবোল তাবোল অনেক কবিতাই প্রকাশ করছি। অবুঝ থেকে আমি যেমন আন্দাজে কল্পনার রং মাখিয়ে কবিতা লিখছি, আপনারাও খুশি হয়ে বাহ বাহ দিয়ে কবির ডংটা দ্বিগুন করে দিচ্ছেন। আমরা পারি কারন আমরা বড্ড বেশী আবেগি, না দেখেও কাউকে যেমন ভালোবাসতে পারি আবার না ছুঁয়েও কারো জন্য জীবন উৎসর্গ করতে পারি, এক অদ্ভুত মায়ায় আমরা নাচি আবার চঞ্চলতায় কবিতার সমুদ্রে সাঁতারও কাটি, হা হা হা। বড্ড বেশী আবেগি- যার প্রভাবে বাড়ছে কবিতার সাথে কবির সারি। সত্যের আড়ালে এসব আবেগের অনুভূতি নিয়ে সাজিয়েছি আজকের কবিতাটি- চলুন একটু পড়ে মুচকি হাসি।

wig-3128515_1280.jpg

আমি কবি নই মোটেও
লিখছি কবিতা তবুও,
হৃদয়ের চঞ্চলতায় হারিয়ে
তাকে প্রকাশ করি আনন্দে।

আমি কবি নই মোটেও
নিত্য ছন্দ সাজাই তবুও,
কল্পনার আকাশে তার উপস্থিতি
হৃদয়ের সীমানায় থাকে নিবানিশি।

আমি কবি নই মোটেও
আবেগে নিজেকে হারাই তবুও,
উষ্ণতার পরশ মাখিয়ে ছুটি
ছন্দতার তালে তালে নৃত্য করি।

কি আজব আমরা তাই না
কবি না হয়েও লিখি কবিতা!
তাকে না দেখে, না ছুঁয়েও
কল্পনায় ভাসি ভিন্ন কামনায়!

কি অদ্ভুত কাব্য তাই না
না বুঝেই ভাসাই ছন্দমালা!
আবেগের ছায়ায় সুখ খুঁজি
বাক্যের খেলায় তৃপ্ত থাকি।

সত্যি বলতে,
আবেগ থাকলে ছন্দ আসে
পদ্যের আড়ালে হৃদয় নাচে,
হৃদয়ের কামনায় স্বপ্ন সাজে
ছন্দের মমতায় কবি বাড়ে।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Nice ,how can I get ur precious votes

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

কথাগুলো কিন্তু দারুন ছিল ভাইয়া। আমিও কিন্তু মাঝে মাঝে বুঝতে পারিনা যে কোন টা হওয়া উচিত আর কোনটা হওয়া ‍উচিত নয়। দারুন লিখেন আপনি। আপনার লেখাগুলো পড়ে বাস্তবতায় হারিয়ে যাই। সেই সাথে যদি থাকে সুন্দর একটি আবেগের কবিতা তাহলে তো কথাই নেই। আজকের কবিতাটিও কিন্তু দারুন ছিল মনটা ভরে গেল একদম। দারুন ছিল নিচের কথাগুলো-

কি আজব আমরা তাই না
কবি না হয়েও লিখি কবিতা!
তাকে না দেখে, না ছুঁয়েও
কল্পনায় ভাসি ভিন্ন কামনায়!

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু, আমি কিন্তু প্রায় নিজের কবিতা নিয়ে সন্দেহে ভাসি, তারপর দোটানায় পড়ে যাই এবং এরপর সাহস নিয়ে প্রকাশ করে ফেলি, হি হি হি।

 10 months ago 

না ভাইয়া সত্যি আপনার কবিতা গুলো বেশ সুন্দর হয়।

 10 months ago 

ভাই আপনি নিজেকে কবি মনে করেন না তাই এতো সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন। যদি নিজের ভেতরে কবি মনে করার মতো অহংকার থাকতো তাহলে হয়তো এত সুন্দর সুন্দর কবিতা আপনার থেকে পেতাম না। আপনার স্বরচিত কবিতার প্রতিটি লাইন। প্রতি সপ্তাহে আমাদের সাথে সুন্দর ।সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনি ভাইয়া বরাবরের মতো আজও খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আমার কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটি ও খুবই সুন্দর হয়েছে।কবি না হয়েও কবিতার সুন্দর ছন্দ সাজান,দারুন ছিল।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন ভাইয়া। আপনার কবিতাগুলো সত্যি আমাকে উৎসাহ প্রদান করে থাকে কবিতা লেখার জন্য, যেখানে আপনি অনেক আবেগ অনুভূতি দিয়ে সুন্দর ভাবে ভালোলাগার কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকেন প্রত্যেকটা লাইনে। যেগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। মাঝেমধ্যে অনেকটা ভাবিয়ে তুলে আপনার কবিতার লাইনে।

 10 months ago 

সত্যি ভাইয়া বাস্তবতার আঘাতে আমরা বড় অভিমানী। মাঝে মাঝে কি করব সেটাও আর বুঝে উঠতে পারি না। ভাইয়া আপনার লেখা কবিতা গুলো যখন পড়ি তখন মন ভালো হয়ে যায়। দারুন কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।

 10 months ago 

বাঙালি বরাবরই আবেগপ্রবণ বেশি! এজন্য এই আবেগের কাছে অনেক কিছুই বিসর্জন দিয়ে দেয় সহজে। যার ফলে ভালো কিছু হয় তা নয়, মাঝে মাঝে বাশঁ খেয়ে বসে, হাহা। যাক, কবিতা সাজাই কবিতাটি ভালো ছিল ভাইয়া 🦋

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39