২০০ স্টিম পাওয়ার আপ || টার্গেট ১০ মাসে ১০,৫০০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ4 months ago

Power Up 200.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে বেশ কিছুটা চাপের মাঝে আছি। আসলে মাঝে মাঝে সব কিছু যেমন খুব সহজ মনে হয় আবার মাঝে মাঝে অনেক কিছুই অনেক বেশী কঠিন মনে হয়। বাস্তবতা হলো পরিস্থিতি মাঝে মাঝে আমাদের যেমন খুব বেশী সাহসী করে তোলে ঠিক তেমনি মাঝে মাঝে আবার খুব বেশী ভীত করে দেয়। এটা সময় এবং পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভর করে থাকে।

যাইহোক, আইসিএবি কর্তৃক অডিটের কারনে বেশ চাপের মাঝে পড়ে গেছি আমি, সুতারাং অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার চাপ কমবে না। বেশী সমস্যা হয়েছে আগামী এক তারিখে আবার অফিসে ইফতার মাহফিল। যেহেতু সবচেয়ে পুরনো কর্মী আমি, সেহেতু সবাইকে আমন্ত্রন জানানোর দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। সবাইকে ফোন করা, উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করা এবং তারপর আয়োজনের বিষয়ে সার্বিক প্রস্তুতি নেয়া। বুঝতেই পারছেন দুটো বিষয়ের সম্মিলিত প্রেসারে আমার অবস্থা বেশ কাহিল।

আজকে অবশ্য পাওয়ার আপ করবো, যদিও আরো একদিন আগে করার কথা ছিলো। যেহেতু একটু চাপের মাঝে রয়েছি সেহেতু সময় বের করতে পারি নাই। আজকে অবশ্য পাওয়ার আপ করার পরিমানটা একটু বৃদ্ধি করেছি। প্রতি সপ্তাহেই চেষ্টা করবো এমাউন্টের পরিমানটা একটু একটু করে বৃদ্ধি করার। তাই আজকে পাওয়ার আপ করেছি দুইশত স্টিম। সক্ষমতা বৃদ্ধি এবং টার্গের পূরণের দিকে এগিয়ে যাওয়ার আরো একটা ধাপ অতিক্রম করলাম আজ। চলুন দেখে নেই ধাপগুলো-

One.png
পাওয়ার আপ করার পূর্বে আমার ছিলো- ২৮,১৩৬ স্টিম পাওয়ার।

two.png
ওয়ালেট থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করেছি।

three.png
পাওয়ার আপ এমাউন্টের জায়গায় ২০০ স্টিম বসিয়েছি।

four.png
এরপর পাসওয়ার্ড বসিয়ে সেটা সম্পন্ন করেছি।

five.png
পাওয়ার আপ করার পর আমার হয়েছে- ২৮,৩৩৬ স্টিম পাওয়ার।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে ২০০ স্টিম পাওয়ার আপ। আপনি ১০ মাসের মধ্যেই ১০৫০০ স্টিম পাওয়ার আপ এর লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়েছেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে স্টিমেট এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

আপনি প্রতি মাসেই দেখছি এক হাজার স্টিম করে সক্ষমতা বৃদ্ধি করার টার্গেট গ্রহণ করেছেন। এমন বড় টার্গেট গ্রহণ করতে পারলে আসলেই অনেক ভালো লাগে। এরই মধ্য দিয়ে আপনি ২৮ হাজার ৩৩৬ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।

 4 months ago 

১০,৫০০ স্টিম পাওয়ার আপ করার লক্ষ্য নিয়ে আজও আপনি ২০০ স্টিম পাওয়ার আপ করে নিলেন। আসলে এই সময়ে পাওয়ার আপ করে নিজের একাউন্ট কে আরও বেশী সমৃদ্ধশালী করতে পারলে আগামীতে আমাদের একাউন্টের শুক্তি অনেক গুন বেড়ে যাবে। শুভ কামনা রইল আপনার জন্য ভাইয়া।

 4 months ago 

আপনার উপরের লেখা গুলো পড়ে বুঝতে পারছি ভাইয়া। আপনি বেশ চাপেই আছেন। প্রথমেই আপনার জন্য শুভ কামনা রইলো। যেনো খুব তাড়াতাড়ি আপনার চাপ কমে যায়। অনেক বড় একটা টার্গেট নিয়েছেন। দোয়া রইল আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন এই কামনাই করি।

 4 months ago 

১০ মাসের টার্গেট নিয়ে আপনি প্রতি সপ্তাহে ২০০ স্টিম করে পাওয়ার আপ করে যাচ্ছেন। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার টার্গেট পূরণ করবেন। আসলে পাওয়ার আপ মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। দোয়া রইলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ইফতার পার্টি আয়োজন করা একটা খুবই ঝামেলা পুর্ণ কাজ। সার্বিক তত্ত্বাবধায়ন তো আরও মাথা ব্যথার কারন। আশা করি আমি সুন্দর মত আঞ্জাম দিতে পারবেন।

স্টিম পাওয়ার আপের জন্যে মোবারকবাদ রইল ভাই।

 4 months ago 

তা ঠিক বলেছেন যে মাঝে মধ্যে পরিস্থিতির কাছে অনেকটা অসহায় বা ভয় কাজ করে ৷ যা হোক অফিসের ইফতার মাহাফিল সবকিছুর দায়িত্ব আপনাকে দিয়েছে ৷ যে কোনো অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনেক কাজ করতে হয় ৷ বলতে গেলে চাপ থাকে ৷ ভালো লাগলো আপনার বড় একটা পাওয়ার আপ দেখে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই ৷

 4 months ago 

যেকোনো কাজের মধ্যে সিনিয়রদের গুরুত্ব সর্বদা বেশি থাকে ভাইয়া। অডিট প্লাস ইফতারের আয়োজন দুটো বিষয় মিলে দেখতেই পাচ্ছি আপনি খুব বেহাল অবস্থায় আছেন। তারপর আমাদের সাথে কমিউনিটিতে সময় দেওয়া বেশ কষ্টসাধ্য সময়ের মধ্যেই দিন পার করছেন রমজান মাসে বোঝা যাচ্ছে ভাইয়া। আজকে আপনি ২০০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে মোট ২৮ হাজার ৩৩৬ স্টিম পাওয়ার আপ করে ফেলেছেন। আশা করি আপনি আপনার লক্ষ্যে এভাবেই পাওয়ার আপ করে একদিন খুব সহজেই পৌঁছাতে পারবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44