হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকতে হলে হৃদয়ের ভালো অনুভূতি ধরে রাখতে হবে। কারন ভালো অনুভূতি ছাড়া যেমন ভালো কিছু কল্পনা করা যায় না ঠিক তেমনি খারাপ অনুভূতি নিয়েও হৃদয়কে চঞ্চল রাখা যায় না। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর একটা বিখ্যাত উক্তির কথা মনে পড়ছে, যদিও উক্তিটি কিছুটা প্রাসঙ্গিক তাই বলে দিলাম। সেটা ছিলো এই রকম, রাগ করে বিছানায় শোয়া যেতে পারে কিন্তু ঘুমানো যায় না। এটা যেমন নির্মম সত্য এবং অস্বীকার করার কোন উপায় নেই, ঠিক তেমনি সেটাও সত্য যে, খারাপ অনুভুতি নিয়ে ভালো কিছুর কল্পনা কখনো করা যায় না।
কারন আপনার মন যখন ভালো থাকবে না, অথবা যখন খারাপ থাকবে তখন যত ধরনের খারাপ বিষয় আছে কিংবা খারাপ কল্পনা আছে সব আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবে, আপনার ভালো ইচ্ছা শক্তিগুলোকে দূরে ছুড়ে ফেলবে এবং খারাপ বিষয়গুলোকে আপনার সম্মুখে নিয়ে আসবে এবং সেগুলোর মাঝ হতেই আপনাকে খারাপ কোন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করবে। তবে হ্যা, ঐ যে বিছানায় শোতে পারবেন এবং ঘুমের অভিনয় করে যেতে পারবেন, ঠিক তেমনি হয়তো উপর দিয়ে ভালো কিছুর অভিনয় করে যেতে পারবেন, কিন্তু ভেতরটায় ঠিক খারাপ কিছুর কল্পনা জাগ্রত থাকবে।
যাইহোক, ভালো থাকার চেষ্টা করতে হবে, ভালো অনুভুতি ধরে রাখতে হবে এটাই বড় কথা। ছোট কথা বলে কোন লাভ নেই, কারন আপনারা সেগুলো মনে রাখবেন না, পোষ্ট পড়া শেষ হলেও সবটা ভুলে যাবেন। তাই সেদিকে না গিয়ে বরং কবিতার দিকে যাই সেটাই ভালো হবে। হ্যা, আজকে সুন্দর ও মিষ্টি একটা কবিতা শেয়ার করবো, আর আমার মিষ্টি কবিতা মানেই হলো তার কল্পনায় নিজেকে রাঙিয়ে তোলা এবং তার কল্পনায় নিজেকে আরো বেশী চঞ্চল রাখা। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-
আমার হৃদয়ে আছে
তোমার দুষ্ট ছায়া
দিনে-রাতে খেলা করে
যায় না তাকে ছোঁয়া।
আলো আঁধারে ভাসে
তোমার প্রিয় মুখ
হৃদয়ের আকাশে চঞ্চল
তোমার প্রিয় রূপ।
তুমি হৃদয়ের চাঁদ
নিঝুম রাতের তারা
তুমি মনের মেঘ
রঙিন রংধনুর মেলা।
তুমি বাগানের ফুল
স্নিগ্ধ ছড়ানো গন্ধ
তুমি হৃদয়ের রাণী
মুগ্ধ ছাড়ানো মন্ত্র।
তোমার মায়াবী সূরে
ঝড় তোলে হৃদয়ে
তোমার আবেগী আমন্ত্রণ
বিদ্রোহী করে মন।
আমি কল্পনার জলে
ভাসি তোমার আলিঙ্গনে
আমি ভালোবাসার জোয়ারে
বিপ্লবী তোমার পরশে।
তোমার কল্পনা-তোমার ছায়া
হৃদয়ে বাড়ায় কম্পন
তোমার কামনা-তোমার মায়া
হৃদয়ে ভালোবাসার স্পন্দন।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এই ধরনের ভাবনা কয়জন করে আসলেই রাগ করে বিছানায় শুয়ে থাকা যায় কিন্তু ঘুমানো যায় না। জীবনের খারাপ অনুভূতিগুলো খারাপ মুহূর্ত আঁকড়ে ধরে তবুও নিজের সচেষ্টায় এই খারাপ মুহূর্তগুলো দূর করতে হবে। কবিতার অনুভূতিগুলো দারুন ছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসার কবিতা পড়তে খুবই ভাললাগে। হৃদয়ের এই অনুভূতি থেকে ভালবাসার জন্ম। তাই ভালোবাসার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আপনার হৃদয় স্পন্দন কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়ে সত্যি আমি মুগ্ধ। ভালোবাসার ছন্দপতন নিয়ে আপনি অসাধারণ কবিতা লিখেছেন। ঠিক বলেছেন ভাই ভালোবাসার মানুষ তো হৃদয়ের রানী হবেই। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
বাহ!!!!বেশ সুন্দর কবিতা লিখেছেন ৷ প্রতিটি লাইন ছিল প্রিয় মানুষটির ভালোব্সার নিয়ে ৷ অনেক ভালো লাগলো কবিতা টি ৷
ভালোবাসার আবেগী কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে।রোমান্টিক কবিতা, গান সবারই ভালো লাগে, তাই না! তবে আমার একটু বেশীই ভালো লাগে।তবে বিরহের কবিতা ও আরো বেশী ভালো লাগে লিখতে।আপনার আজকের কবিতাটি খুব আবেগ মেশানো।প্রতিটি লাইন ছিল আবেগময়।ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর করে একটি কবিতা লিখে ফেললেন ভাইয়া।দারুন হয়েছে। আপনাকে ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
ভাইয়া, আপনার লেখা আবেগের কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আজকে আপনার লেখা "ভালোবাসার স্পন্দন" কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার প্রিয় মানুষটি সব সময় ফুলের মত পবিত্র মনে হয়। আবার ভালবাসার প্রিয় মানুষটিকে মনের রাজ্যে রানী বানিয়ে তাকে আরো বেশি ভালবাসতে মন চায়। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি কিন্তু ভাই বেশ গান প্রেমিক। অনেক সময় চলে গেছে জীবনের সারা রাত জেগে গান শুনতে শুনতে। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে হয়ে গেলাম কবিতা প্রেমিকা। আর তা যদি হয় ভালোবাসার কবিতা তাহলে তো আর কথাই নেই। বেশ সুন্দর করে আবেগ আর অনুভূতি দিয়ে হৃদয়ের স্পন্দন কবিতাটি লেখেছেন আপনি। আমার কিন্তু হৃদয়ে যেয়ে বিধঁলো আজকের কবিতাটি।