প্রকৃতির ফটোগ্রাফি- সজীবতার অনুভূতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। সত্যি বলতে এই সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে যার কারনে চারপাশে অসংখ্য মানুষদের অসুস্থ্য দেখছি। সত্যি বলতে সিজন পরিবর্তন হওয়ার সময়ে এই রকম একটা পরিস্থিতি আমরা সেই ছোটবেলা হতেই দেখে আসছি। মানে এটা আমাদের কাছে নতুন কিছু না বরং পুরাতন একটা বিষয়, কিন্তু তবুও আমরা যখন অসুস্থ্য হয়ে পড়ি তখন সব কিছুই ভুলে যাই। মানে বাস্তবতা আমাদের সব কিছু ভুলিয়ে দেয় এবং অনাকাংখিত পরিস্থিতি তৈরী করে দেয়। আমার মেয়েও কিছুটা অসুস্থ্য, কাল ডাক্তার দেখিয়েছি অবশ্য, দেখা যাক পরবর্তীতে কি হয়।

কিন্তু কথা হলো, আমরা অভিজ্ঞ হওয়ার পরও, এই বিষয়টির সাথে পরিচিত হওয়ার পরও কি কোন পদক্ষেপ নিতে পারছি? আমরা তো জানি অভিজ্ঞতা আমাদের যে কোন পরিস্থিতি মোকাবেলা এবং সে সম্পর্কে আগার প্রস্তুতি নিয়ে সহযোগিতা করে। অনাকাংখিত হলেও এটা সত্য যে আমরা এই কাজটা কোন ক্ষেত্রেই করতে পারি না। কারন হলো আমরা বাস্তবতার আলোকে কোন সিদ্ধান্ত গ্রহণ করি না বরং সব সময় আমরা কল্পনা এবং স্বপ্নের মাঝে বসবাস করি। আমরা চিন্তা করি এটা কোন সমস্যা না, এমনিই চলে যাবে। কিন্তু যখন বাস্তবতা আমাদের সামনে আছে তখন আমরা ভিন্ন কিছু দেখতে পাই। আসলে সত্যটা হলো স্বপ্ন বা কল্পনা করাটা খুবই সহজ কিন্তু বাস্তবতা খুবই কঠিন। আর এই কারনেই আমরা সর্বদা সহজ জিনিষটির পিছনে দৌড়াতে চেষ্টা করি আর কঠিন বিষয়টি হতে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি।

IMG_20221111_155805.jpg

বাস্তবতা এবং স্বপ্ন এই দুটো বিষয়ই আমরা গুলিয়ে ফেলি, আমরা আগে স্বপ্ন দেখতে চাই বাস্তবতাকে এড়িয়ে গিয়ে কিন্তু সত্যটা হলো বাস্তবতাকে আগে স্বীকার করতে হবে তারপর নিজের অবস্থান হতে স্বপ্ন দেখতে বাঁধা নেই। আসলে বাস্তবতার মাঝেই কিন্তু স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের মাঝে কখনো বাস্তবতা থাকে না। স্বপ্ন সর্বদা বাঁধাহীন থাকে যেখানে সীমানা মোটেও কার্যকর থাকে না তাই স্বপ্ন দেখার ক্ষেত্রে বাস্তবতাকে প্রধান্য দেয়া উচিত আমাদের। বাস্তবতাকে স্বীকার করে স্বপ্ন দেখলে সেটা ভঙ্গ হওয়ার সম্ভাবনা যেমন কম থাকবে ঠিক তেমনি বাস্তবতাও আমাদের সামনে বাঁধা হয়ে দাঁড়াবে না। বিষয়টি আমরা যতটা পরিস্কার বুঝতে পারবো, আমাদের জন্য এগিয়ে যাওয়া ততোটা সহজ হবে।

IMG_20221111_155754.jpg

IMG_20221111_155756.jpg

IMG_20221111_155802.jpg

যাইহোক, বাস্তবতা আমাদের প্রতিনিয়ত নতুন শিক্ষা দেয়, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় যাতে আমরা পরিবর্তীতে বাস্তবতার আলোকে নিজেদের সামলে নিতে পারি এবং নিজের লক্ষ্যে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। এই জন্য অতীত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে বাস্তবতাকে স্বীকার করে সুন্দরভাবে মোকাবিলা করা যায়। কিন্তু আমরা যেটা করি, বাস্তবতাকে যেমন এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ঠিক তেমনি অভিজ্ঞতাগুলোকে কাজে না লাগিয়ে অন্যের মুখাপেক্ষী হওয়ার চেষ্টা করি, যা আমাদেরকে আরো দুর্বল করে দেয় এবং অভিজ্ঞতাগুলোকে আড়ালে নিয়ে যায়।

IMG_20221111_155742.jpg

IMG_20221111_155746.jpg

IMG_20221111_155751.jpg

আজকে অবশ্য এই কথাগুলো বলার কোন ইচ্ছা ছিলো না, কারন আজকে পুরনো এ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করার ইচ্ছা ছিলো। কিন্তু ঐ যে প্রসঙ্গ ক্রমে কথা বলতে বলতে অনেক দূর চলে গেছি। প্রকৃতির কাছা কাছি থাকা এবং সতেজনা অনুভব করা দারুণ একটা বিষয়, মানসিক যতই চাপ থাকুক সেটা নিমিষেই হারিয়ে যাবে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার সাথে সাথে। আসলে প্রকৃতির মাঝে দারুণ একটা প্রভাব রয়েছে যা ঈশ্বর কর্তৃক প্রদত্ত। কিন্তু আমরা যেটা করি ঈশ্বর কর্তৃক প্রদত্ত ফ্রি জিনিষগুলোর প্রতি আমাদের আস্থা কেন জানি দিন দিন হ্রাস পাচ্ছে। আর প্রযুক্তি নির্ভর বিষয়গুলোর প্রতি আমাদের আস্থাটা তুলনামূলকভাবে বেশী, যা হয়তো সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘ মেয়াদে অসুস্থ্য করে দেয় আমাদের।

IMG_20221111_155735.jpg

IMG_20221111_155738.jpg

আমাদের শুভ বুদ্ধির উদয় হোক, বাস্তবতাকে অস্বীকার করে নয় বরং বাস্তবতাকে স্বীকার করে প্রকৃতির সান্নিধ্যে থেকে যতটা সম্ভব নিজেদের জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হবে। প্রকৃতির যতটা কাছাকাছি থাকতে আমরা সক্ষম হবো, মানসিকভাবে ততোটা শক্তিশালী হতে পারবো এবং যে কোন অনাকাংখিত পরিস্থিতির মোকাবেলায় আরো বেশী সফল হতে পারবো। প্রকৃতি কখনো আমাদের ক্ষতি করে না বরং নানাভাবে আমাদের উপকার আর উপকার করে থাকে।

IMG_20221111_155401.jpg

IMG_20221111_155405.jpg

তারিখঃ নভেম্বর ১১, ২০২২ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year (edited)

ভাইয়া আপনি ঠিকই বলেছেন সিজন পরিবর্তনের জন্যই মানুষ অসুস্থ হয়ে পড়েছে।স্বপ্নে সীমানা নেই,কিন্তু বাস্তবে সীমানা আছে।আমাদের বাস্তবকে মেনে নিয়ে স্বপ্ন দেখতে হবে।বাস্তবতার মাঝেই স্বপ্ন লুকিয়ে থাকে,স্বপ্নে বাস্তবতা নেই।এটা কিন্তু একদম ঠিক বলেছেন ভাইয়া,প্রকৃতির মাঝে থাকলে মানসিক শান্তি পাওয়া যায়।প্রকৃতি আমাদের মনকে সতেজ রাখতে সাহায্য করে।আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন,এরকম প্রকৃতিতে আশেপাশে থাকলে তার মানসিক শান্তির অভাব হবেনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এটা অবশ্য ঠিক বলেছেন, সবাই এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়াতে প্রকৃতির সান্নিধ্যে এখন সময় কাটাতে তাদের ভালো না! সবকিছু যেন প্রযুক্তিনির্ভর, বিনোদনকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আসলে বাস্তবতা আর স্বপ্ন দুইটা ভিন্ন জিনিস! তবে আমাদের বাস্তবতাকে স্বীকার করেই সামনে এগিয়ে যেতে। এস এম ওয়াজেদ আলী স্যার একটা কথা বলেছিল,
"মানুষ স্বপ্নের সমান"।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলেই সবাই কম বেশি অসুস্থ আমরা মা ছেলে দুইজনকেই সর্দি জ্বরে ধরেছে।যার জন্য ২/৩ যাবত ঠিকভাবে কাজ করতে পারছি না।স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না।তাই বাস্তব অবাস্তব সবই দেখি🤣🤣। যাই হোক কথাগুলো বেশ ভালো লিখেছিন।আসলেই সৃষ্টিকর্তা দেওয়া ফ্রী জিনিসগুলো উপর আস্থা হ্রাস পাচ্ছে আমরা মানুষেরা কৃত্রিম এর উপর বেশি নির্ভরশীল।ছবিগুলো ভালো ছিলো।ধন্যবাদ

 last year 

আসলে ভাই বাস্তবতা অনেক কঠিন। আমরা সকলেই বাস্তবতাকে এড়িয়ে যেতে চাই। বাস্তবতাকে বাদ দিয়ে স্বপ্ন দেখতে চাই। এটা কখনোই সম্ভব না। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো এবং অনেক সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো।

আসলে বাস্তবতার মাঝেই কিন্তু স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের মাঝে কখনো বাস্তবতা থাকে না

এই কথাটা বেশ ভালো বলেছেন হাফিজ ভাই।

আসলে এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। আমি নিজেও বিগত ১৫-২০ দিন ধরে অসুস্থ ছিলাম। যাই হোক আপনার মেয়েকে অবশ্যই আশীর্বাদ করব, সে যেন অতি দ্রুত আবার সুস্থ হয়ে ওঠে।

আসলে আমি ফটোগ্রাফি পোস্ট পড়ছিলাম নাকি মোটিভেশনাল পোস্ট পড়ছিলাম সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক খুব সুন্দর লিখেছেন হাফিজ ভাই। ফটোগ্রাফি তো এমনিতেই সুন্দর হয়েছে, ওটা নিয়ে আর কিছু বলার নেই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে বাস্তবতার মাঝেই কিন্তু স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের মাঝে কখনো বাস্তবতা থাকে না।

আপনার এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে ভাই। কিন্তু আমরা সবসময়ই উল্টো পথে হাঁটতে পছন্দ করি। স্বপ্ন নিয়ে আমাদের লাফালাফি আর মাতামাতি অনেক বেশি। ফলস্রুতিতে বাস্তবতার মুখোমুখি হয়ে কোনঠাসা হয়ে পরি। ভালো লিখনী ছিল ভাই আর ছবিগুলোর মধ্যে গ্রামীণ শীতলতা পেলাম।

 last year 

কথাগুলো একেবারে ঠিক ছিল ভাই। স্বপ্ন দেখতে বা কল্পনা করতে সবাই পারে। কিন্তু সেই স্বপ্ন বা কল্পনাকে বাস্তবে রুপদান করার সাহস অধিকাংশই করে না। কারণ দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। আমি নিজেও কিছুদিন পূর্বে বেশ অসুস্থ‍্য ছিলাম। আশাকরি আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে যাবে। লেখাটা ভালো ছিল ভাই।।

 last year 

প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69450.75
ETH 3678.92
USDT 1.00
SBD 3.81