আবেগের কবিতা || ভালোবাসার স্মৃতির পার্ক || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

park-g79bf4bc85_1920.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকার প্রচেষ্টায় এ্যাকটিভ আছেন। যাইহোক কিংবা আমাদের সাথে যাই ঘটুক সেটাকে মেনে নেয়ার মানসিকতা ধরে রাখতে হবে। কারন হয়তো এটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না তাই সেই বিষয়টি আপনার সাথে ঘটেছে যাতে আপনি নিজেকে আরো বেশী প্রস্তুত করতে পারেন। হয়তো ভবিষ্যতে এর চেয়ে বড় আঘাত আসতে পারে, তাই ছোট আঘাতে ঘাবড়ে না গিয়ে বরং নিজেকে নতুনভাবে প্রস্তুত করার চেষ্টাই হয়তো আমাদের সামনের বড় কোন অঘটন হতে রক্ষা করতে পারে।

যদিও আমরা কিংবা আমাদের মানসিকতা এটা মেনে নিতে পারে না, বরং সব সময় নিজের যোগ্যতার তুলনায় অধীক কিছু প্রত্যাশা করে। যার কারনে সেটার প্রাপ্তি না ঘটলেই সঠিক বিষয়টিকে আর সঠিক মনে হয় না, বরং সেটা অনাকাংখিত মনে হয় নিজেদের কাছে। আসলে আমরা যদি মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখতে পারি এবং এই রকম অপ্রত্যাশিত বিষয়গুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি, তাহলে হয়তো সেটা আমাদের জন্য আলো কিছুর কারন হয়ে উঠবে। এটা সত্য, যে বিষয়টি আমরা বেশ ভালোই বুঝি কিন্তু ঐ যে মানসিকতার কারনে সেটাকে মেনে নিতে কিংবা স্বীকার করতে প্রস্তুত থাকি না। অনেক ক্ষেত্রে আমরা বুঝি বিষয়টি ঠিক আছে আমার জন্য কিন্তু তবুও সেটাকে মানতে নারাজ থাকি শুধুমাত্র নিজের ইগোকে ধরে রাখার জন্য, যা নিতান্তই দুঃখজনক।

যাইহোক, আজকে ভিন্নভাবে হৃদয়ের কল্পনার কোন স্মৃতিকে কবিতার আড়ালে প্রকাশ করতে চাই। কবি আর কবিতা, এই দুইয়ের মাঝে যেটা লুকিয়ে থাকে সেটা হলো কল্পনা। কল্পনার রং কবিতাকে যেমন রঙিন করে তোলে ঠিক তেমনি কল্পনার রং কবিতাকে আরো বেশী আবেগময় করে তোলে। তেমনি কোন একটা বিষয়কে উপলক্ষ করে নতুন কবিতার আবেগকে ফুটিয়ে তোলা হয়। আশা করছি আজকের কবিতা এবং কবিতার আবেগটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

tree-g5ee404ff1_1920.jpg

তোমায় দেখে রোজ অপলক তাকিয়ে থাকি
কেউ হয়তো বুঝতে পারে না
তোমার চোখ, মুখ এবং পারফিউম
আমার সাথে কথা বলে।
কেউ হয়তো বুঝতে চায় না
কারো মুখ খোলা লাগে না
কোন শব্দ বের হওয়া লাগে না
শুধুমাত্র ছবিই কথা বলতে পারে।

আমি রোজ সেই বেঞ্চের সামনে দাঁড়াই
যেখানে তুমি বসে প্রকৃতির সৌন্দর্য দেখো
আমি, না প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য না
আমি তোমার ঘ্রান শুকতে যাই
মিষ্টি আবহে হৃদয় শীতল করতে যাই
কারন প্রকৃতির চেয়ে তুমি বেশী কিছু
সজীবতার আড়ালে তুমি শ্রেষ্ঠ কিছু
তাই বার বার নিজেকে হারিয়ে খুঁজতে চাই।

মনে পড়ে কোন এক বিকেলে
হঠাৎ আকাশ চিড়ে বৃষ্টি নামে?
তুমি প্রস্তুত হয়েছিলে বেশ বৃষ্টির পরশে
আমি মুগ্ধ হয়েছিলাম ঠিক সেই মুহুর্তে
না, তোমায় দেখে না প্রকৃতির কারনে
বৃষ্টির কারনে ভালোবাসার শিহরণে
হয়তো আমি কখনো বুঝতে পারতাম না
অপ্রস্তুত হলে তোমায় কতটা ভালো লাগে।

আসলে আজকাল সবই রুপের মেলা
মেকআপের আড়ালে যাদুর খেলা
প্রকৃতির মাঝে প্রকৃত রূপ মেলা দায়
তুমি ছিলো সেখানে নতুন অধ্যায়
আমিও সেদিন ভিজেছিলাম বেশ বৃষ্টিতে
সুখের উল্লাসে নেচেছিলাম বেশ হৃদয়ে
তাইতো সেই পার্ক আর বেঞ্চটি আজও স্মৃতিতে
তোমায় ভালোবাসার মিষ্টি অনুভূতিতে।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঠিকই বলেছেন আমাদের সাথে যাই ঘটুক না কেন তা মেনে নেওয়ার মানসিকতা ধরে রাখতে হবে। হয়তো পরে আমাদের সাথে আরো বড় কিছু হতে চলেছে। যদি আমরা মানসিকতা ধরে রাখতে পারি তখন হয়তো আমরা সেই বিপদ থেকে রক্ষা পাব। আপনি আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখলেন। আপনার কবিতা গুলো পড়তে সত্যি অনেক ভালো লাগে। সব সময় বিভিন্ন রকম টপিক তুলে ধরে কবিতা লিখেন। আজকের কবিতাটি পড়ে মনটা একেবারে ভরে গেল। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা লাইন তুলে ধরেছেন। এরকম কবিতা বলো আশা করছি পরবর্তীতে ও আমরা উপহার হিসেবে পাব।

 last year 

প্রিয় ভাইয়া, আপনার লেখা প্রত্যেকটি আবেগের কবিতা আমার খুবই ভালো লাগে। ঠিক তেমনি আপনার আজকের লেখা "ভালোবাসার স্মৃতির পার্ক" কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রিয় ভাইয়া, আপনার কবিতার নিচের এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

আসলে আজকাল সবই রুপের মেলা
মেকআপের আড়ালে যাদুর খেলা
প্রকৃতির মাঝে প্রকৃত রূপ মেলা দায়
তুমি ছিলো সেখানে নতুন অধ্যায়
আমিও সেদিন ভিজেছিলাম বেশ বৃষ্টিতে
সুখের উল্লাসে নেচেছিলাম বেশ হৃদয়ে
তাইতো সেই পার্ক আর বেঞ্চটি আজও স্মৃতিতে
তোমায় ভালোবাসার মিষ্টি অনুভূতিতে।

 last year 

ঠিক বলেছেন ভাই ছোট ছোট আঘাতের মাধ্যমে মানুষ বড় আঘাতের জন্য প্রস্তুত হয়। যারা জীবনে একবার প্রেমে পড়েছে তারা আপনার কবিতাটার সম্পূর্ণ মজা নিতে পারবে। প্রতিটা লাইনে প্রিয় মানুষের পছন্দ তার মুগ্ধতা তার প্রতি আপনার ভালোবাসা এবং দাবি উঠে এসেছে। চমৎকার লেগেছে কবিতা টা।

 last year 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া, কবি এবং কবিতার মাঝে যেটা লুকিয়ে থাকে সেটা হলো কল্পনা। একজন কবির দ্বারাই সম্ভব তার কল্পনা শক্তিকে জাগ্রত করে কবিতায় তার রূপ দেওয়া।

আসলে আজকাল সবই রুপের মেলা
মেকআপের আড়ালে যাদুর খেলা
প্রকৃতির মাঝে প্রকৃত রূপ মেলা দায়
তুমি ছিলো সেখানে নতুন অধ্যায়

কবিতাটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

জি ভাইয়া আপনাদের কথাই সত্য যে আমাদের কে ছোট ছোট আঘাত গুলো কে মেনে নিতে হবে। যাতে আমরা বড় আঘাত গুলো সইতে পারবো। বেশ ভালোই কবিতা লেখেন আপনি ভাইয়া। কবিতার প্রতিটি লাইন বেশ সুন্দর। তবে নিচের লাইন গুলো যেন অসাধারন।

তোমায় দেখে রোজ অপলক তাকিয়ে থাকি
কেউ হয়তো বুঝতে পারে না
তোমার চোখ, মুখ এবং পারফিউম
আমার সাথে কথা বলে।
কেউ হয়তো বুঝতে চায় না
কারো মুখ খোলা লাগে না
কোন শব্দ বের হওয়া লাগে না
শুধুমাত্র ছবিই কথা বলতে পারে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55885.64
ETH 2358.26
USDT 1.00
SBD 2.31