আবেগের কবিতা || স্বপ্ন || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

hd-wallpaper-gabb0b7879_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন এবং বৃষ্টির শীতলতা দারুণভাবে উপভোগ করছেন। আমি? আমি আমার মতো উপভোগ করছি, যেমন আজ অফিসে আসলাম একদম কাক ভেজা হয়ে, আরে ভাই বৃষ্টির যে তেজ ছাতাও মানে না, বুঝেন তাহলে কি অবস্থা আমার? তবে কাক ভেজার মাঝেও একটা দারুণ অনুভূতি কাজ করে, ছাতা উপেক্ষা করে বৃষ্টি যখন আমাকে ছুয়ে দেয়, আহ কি দারুণ লাগে তখন। থাক থাক এটা আপনারা বুঝবেন না, আর বুঝতে গেলেও একটু বেশী বুঝে যাবেন, পরে আবার আমি প্যাঁচ খেয়ে যাবো। তার চেয়ে ভালো বৃষ্টি উপভোগ করুন নিজের মতো করে নয়তো আমার মতো কাক ভেজা হয়ে হি হি হি।

আজকে সকাল হতেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, অফিসে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিলো না। কার মন চায় বলুন এমন চমৎকার দিনে বাড়ি ছেড়ে অফিস করতে? আহ কি দারুণ হতো আজকে বাড়িতে থাকলে, ইলিশ ভাজা দিয়ে গমর গরম খিচুড়ি, হৃদয়টা একদমই জুড়িয়ে যেতো। আর হলো কই সেটা? প্রাইভেট চাকুরী বলে কথা, ঝড় ঝাপটা যাই থাকুক অফিস করতেই হবে। অবশ্য একটা জরুরী রিপোর্ট আজ ফাইনাল করতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির, তা না হলে সত্যি সত্যি আজ অফিসে আসতাম না। বাড়িতে বসে ইলিশের সাথে খিচুড়ির সম্পর্কটা একদম পাকা পোক্ত করে ফেলতাম, হি হি হি।

সে যাইহোক, আজকে যেহেতু খিচুড়ির খাওয়ার অনুভূতিটা স্বপ্নই রয়ে গেলো। সেহেতু স্বপ্ন নিয়ে একটা কবিতা আপনাদের সাথে ভাগ করে নেই। আর এটা নিশ্চয় বুঝে গেছেন আমি যে কোন বিষয় নিয়েই কবিতা লিখি না কেন? সেখানে তার মিষ্টি একটা অনুভূতি কার্যকর থাকবেই। কারন তার অনুভূতি ছাড়া কবিতাগুলো কবিতা হয় না, যেন ঝড়া পাতার মতো নির্জীব কিছু হয়ে যায়। আর তার অনুভূতি থাকলে কবিতাগুলো যেন ছন্দময় জাগ্রত হৃদয়ের প্রতিচ্ছবি হয়ে উঠে। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ি-

fantasy-gd67965897_1920.jpg

প্রতিদিন রাতে আমি চোখ বুজি
স্বপ্নে তোমায় খুঁজবো বলে,
প্রতিদিন রাতে ঘুমের রাজ্যে
নির্জীব হই তোমায় না পেয়ে।

প্রতিদিন রাত সাজাই নতুনভাবে
তোমার অপেক্ষায় বসে থেকে
প্রতিদিন রাতে স্বপ্নগুলো সাজাই
তুমি ফিরে আসবে বলে।

প্রতিদিন সকালে কষ্ট নিয়ে
ঘুম ভাঙ্গে কাক ডাকা ভোরে
প্রতিদিন সকালে আড়ার করি
স্বপ্ন ভাঙ্গার অনুভূতিগুলোকে।

প্রতিদিন নতুন শান্তনার বানীতে
যন্ত্রণাগুলোকে শীতলতায় ঢাকি
প্রতিদিন সকাল হতে রাতের অপেক্ষায়
নিজেকে গতিশীল রাখি স্বপ্নে আশায়।

রাত আসে তারপর ভোর হয়
কিন্তু স্বপ্নগুলো কেন রঙিন হয় না?
রাত শেষে দিন আসে নতুন আশায়
কিন্তু দিন শেষে রাত কেন পূর্ণতা পায় না?

তোমার অপেক্ষায় রাতগুলো নির্জন
তোমার অপেক্ষায় ভোরগুলো নিশ্চল
তোমার অপেক্ষায় স্বপ্নগুলো নির্জীব
তোমার অপেক্ষায় আকাংখাগুলো স্থির।

রাতের পর রাত অপেক্ষার প্রহর
তুমি আসলেই হবে নির্মল
রাতের আধাঁর হটিয়ে দীপ্তময় স্বপ্ন
তুমি আসলেই হবে হৃদয় তৃপ্ত।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

বৃষ্টিতে ভিজতে কার না ভাল লাগে। কিন্তু আমরা যারা অফিস করি তাদের ভয় হয় কখন না জ্বর চলে আসে। তবে আপনি অনিচ্ছা সত্ত্বেও ভিজেছেন এবং তা উপভোগ করেছেন এটাই বড় বেপার।
সপ্ন সবাই দেখে। তবে সেই সপ্নে কাউকে খুঁজে পেয়ে যদি বাস্তবে তার দেখা না মেলে তখন সেই সপ্নটাই বৃথা হয়ে যায়। আপনার আবেগের কবিতা পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাই সকালবেলায় এত সুন্দর একটা বৃষ্টি ভেজা আবহাওয়ায় কার মন চায় অফিসে যেতে, কিন্তু চাকরি তো চাকরি যত ঝড়ঝাপটাই আসুক না কেন যেতে হবেই। তবে আপনি একদম ঠিক বলেছেন এই পরিবেশটা খিচুড়ি র জন্য উপযুক্ত একটা পরিবেশ খুব ভালোই লাগে আমার কাছে। সব মিলিয়ে স্বপ্নের নামে একটি আবেগের কবিতা খুব চমৎকারভাবে ছন্দের তালে ফুটিয়ে তুলেছেন পড়ে খুব মজা পেলাম ভাই।

আবেগের কবিতা স্বপ্ন সত্যি ভাইয়া আবেগের মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। আর আপনি দেখছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা পোস্ট করছেন দেখে আমার অনেক ভালো লেগেছে কবিতার চরণগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া।বৃষ্টির শীতলতা দারুণভাবে উপভোগ করছি। আপনি ও ঠিক আপনার মতো উপভোগ করছেন,, জেনে ভালো লাগলো। সত্যিই ভাইয়া কাক ভেজার মাঝেও একটা দারুণ অনুভূতি কাজ করে হৃদয় মাঝে।

স্বপ্ন শিরোনামে দারুন একটি কবিতা লিখেছেন। যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। সত্যিই অনবদ্য অসাধারণ হয়েছে আপনার লেখা এই স্বপ্ন কবিতাটি।♥♥

 2 years ago 

আজ দেখছি সব জায়গাতে ই প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে ।বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজি এবং খিচুড়ি পারফেক্ট খাবার। সবাই এই দিনে খিচুড়ি খাবার বেশি পছন্দ করে থাকে। ভাইয়া আপনার স্বপ্নটা পূরণ হলো না সত্যিই একটু কষ্টের বিষয়। অনেক মজাদার খাবার মিস করলেন তবুও দায়িত্ব পালন করতেই হবে। স্মৃতিময় গল্প কবিতার মাধ্যমে প্রকাশ করলেন ভালো লাগলো।

 2 years ago 

কবিতা আর বর্ণ্নার মধ্যে একটা হাহাকার আছে!
মিলে যায় আজকের বৃষ্টি শীতলতায়।সারাদিনেই বৃষ্টি থাকতে পারে তাই রাতেও হতে পারে ইলিশ খিচুরি!!
কবিতা আর বর্ণানা দারুণ হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার জন্য খুব কষ্ট লাগছে , এমন বৃষ্টিময় চমৎকার দিনটিতে কাক ভেজা হয়ে অফিসে যেতে হচ্ছে আপনাকে ৷ যেখানে আপনার ইচ্ছে ইলিশ ভাজা দিয়ে গমর গরম খিচুড়ি খাওয়ার ৷ কপালে নাই ভাইয়া আপনার এমন বৃষ্টিময় রোমান্টিক দিনটি উপভোগ করার ৷ তবে মন খারাপ করিয়েন না ভাই আরো আসবে এমন বৃষ্টিময় চমৎকার দিন ৷যাই হোক কবিতাটাও অনেক সুন্দর লিখেছেন ৷ ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বৃষ্টি ভেজা শরীরে তাহলে অফিস করেছেন। পকেটে টাকা ছিল, নিশ্চয় ভিজে গেছে বৃষ্টির পানিতে 🤭🤭। এমন বৃষ্টিভেজা ওয়েদারে খিচুরি খেলেও মন্দ হয়না। তবে চাকরি প্রেসার আর এমন ওয়েদার উপভোগ করতে দিলো কই 🙂। যায়হোক, কবির মনে যে এরকম ওয়েদারে কাব্যিক ছোঁয়া জাগে। দারুণ কবিতা লিখেছেন 👌

রাত আসে তারপর ভোর হয়
কিন্তু স্বপ্নগুলো কেন রঙিন হয় না?

যার জন্য এতো অপেক্ষা সে আসলেই স্বপ্নগুলো রঙিন হতো। হয়তো আসবে আপনার স্বপ্নগুলো রঙিন করার জন্য 🤗

 2 years ago 

জ্বী না আমি অতো বোকা না যে পকেটে টাকা রাখবো, টাকাতো ছিলো ছাতার ভিতর, হা হা হা হা। হুম তয় চুপে চুপে বলি তারে আসতে দেখতে কাউকে বলিয়েন না কিন্তু না হলে আবার ফেঁসে যাবো হি হি হি।

 2 years ago 

আপনি যে চালাক দেখেই বুঝা যায় 🤭। আপু জানলে তো হার্ট এটাক করবে, এভাবে যে স্বপ্নে অন্য কাউকে খুঁজে বেড়ান 😁

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64029.44
ETH 3157.04
USDT 1.00
SBD 4.02