ঈদ মোবারক - উৎসব হোক সার্বজনীন

in আমার বাংলা ব্লগ4 months ago

EID Mubarak.png

হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক।

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং চিল চিল আছি। মাত্র ঈদগাহ হতে ঈদের নামাজ পড়ে বাসায় আসলাম, তারপর আত্মীয় স্বজন সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম এবং এরপর আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পোষ্ট লিখতে বসলাম। আজ সত্যিই খুশির দিন, তবে সেটা তখনই খুশির দিন হবে যখন আপনি এই খুশিটা সকলের সাথে সুন্দরভাবে ভাগ করে নেয়ার চেষ্টা করবেন। কারন আনন্দ বিষয়টিই এমন, যেটা একা একা উপভোগ করা যায় না কিংবা উদযাপন করা যায় না। আপনি হয়তো একা একা অনেক কিছু ভোগ করতে পারবেন, সুবিধা নিতে পারবেন কিন্তু উৎসবগুলোর আনন্দ কখনোই একা একা উপভোগ করতে পারবেন না।

তাই আমাদের সকলের উচিত উৎসবগুলোকে ভিন্ন ভিন্নভাবে সকলের সাথে মিলেমিশে ভাগাভাগি করে নেয়া এবং সম্পর্কগুলোর সুন্দর সংযোগের মাধ্যমে উৎসবগুলোতে আরো আনন্দময় পরিবেশ তৈরী করা। আমরা একটু চেষ্টা করলে, একটু সঠিক মানসিকতা ধরে রাখতে পারলেই উৎসবগুলো উৎসবমুখর হয়ে উঠতে বাধ্য। যদিও আমরা এখন নিজেদের বলয় হতে বের হয়ে আসতে পারি না, কথা প্রসঙ্গে অনেক কথাই বলে দেই কিন্তু বাস্তবে সেটার ধারে কাছেও যেতে পারি না। তাই আসুন নিজেদের বলয় হতে বের হয়ে এসে, উৎসবকে উৎসবের মতো সকলের সাথে মিলেমিশে উপভোগ করার চেষ্টা করি। ভালোবাসার রংয়ে রঙিন করে তুলি প্রিয় মানুষগুলোর হৃদয়, ভালোবাসা জাগ্রত থাকুক সব সময় আমাদের মাঝে।

আজকের এই বিশেষ দিনে বেশী কথা বলবো না, তবে যথারীতি হৃদয়ের অনুভূতিগুলোকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। কবিতার আলোকে অনুভূতির ছন্দে ভালোবাসা প্রকাশের চেষ্টা করেছি। উৎসবমুখর সুন্দর পরিবেশের সুন্দর দৃশ্যগুলোর উপস্থিতি থাকুক আমার বাংলা জুড়ে, হৃদয়ের অনুভূতিগুলোর সবর উপস্থিতি থাকুক পুরো কমিউনিটি জুড়ে, সম্পর্ক ও সংযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ, আজকের এই বিশেষ দিনে এই প্রত্যাশা করছি। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ে দেখি-

EID Ul Fitr.png

ঈদ মানে খুশি- ঈদ মানে আনন্দ
ছোট-বড় সকলের সাথে,
ধনী কিংবা গরীব নির্বিশেষে
উৎসবের আয়োজনে সন্তুষ্ট।

সাদা-কালো নেই বিভেদ
আলোকিত সেথা মানবত্ব,
মিলে মিশে সকল আয়োজনে
প্রাধান্য পায় শুধু আনন্দ।

হাসি- আনন্দে সদা উল্লাস
সম্পর্কের সংযোগে সংযম,
ভালোবাসায় হৃদয়ের আহ্লাদ
সমস্বরে উচ্চারিত ঈদ মোবারক।

সকল আয়োজনে- উৎসবে
পরস্পরে মোরা সহযাত্রী,
হৃদয়ের সম্পর্কের সেরা উদ্যোগে
আমরা-আমার বাংলা ব্লগবাসী।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ঈদ মোবারক ভাই। পরিবারের সবার সাথে ঈদ উৎযাপন করছেন দেখে ভালো লাগল। ঈদ টা আসেই যেন ধনী গরীব সাদা কালো উচু নিচু সব ভেদাভেদ দূর করে দিতে। সবার মনেই একই অনূভুতি একই আনন্দ। সমাজের সব শ্রেণির মানুষ একসঙ্গে ঈদগাহে এক হয়ে নামাজ আদায় করে গলায় গলা মেলানো। সত্যি দারুণ একটা মূহুর্ত। কবিতা টা চমৎকার ছিল ভাই। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঈদ মানেই উৎসব আর উৎসব মানে সীমানাবিহীন কোন কিছু দারুণভাবে উদযাপন করার সুযোগ। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 4 months ago 

ঈদ মোবারক ভাই। আনন্দ আসলেই কখনো একা একা উপভোগ করা যায় না। আনন্দ সবসময় সবাইকে নিয়েই উপভোগ করতে হয়। তবে এখনকার বেশিরভাগ মানুষদের বন্ডিংটা আগের মতো ততোটা মজবুত নয়। তাইতো দিনদিন আনন্দ অনেকটাই কমে যাচ্ছে। যাইহোক ঈদ উৎসবকে কেন্দ্র করে চমৎকার একটা কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঈদ মোবারক ভাইয়া।ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করবেন এমনটাই আশাকরি। আনন্দ একা একা উপভোগ করা যায় না।আনন্দ উপভোগ করতে হলে সবাইকে নিয়ে করতে হয়।আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন।কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ঈদ মোবারক হাফিজ ভাই ৷ আজকের এই ঈদের দিন বেশ চমৎকার কিছু কথা লিখেছেন ৷ এটা ঠিক বলেছেন ভাই যে আনন্দ কখনো একা ভাগ ভোক করা যায় না ৷ আনন্দ সকলে মিলে করার মাঝে অন্য রকম প্রাশান্তি ভালো লাগা কাজ করে ৷
যা হোক আপনার ঈদ ভালো কাটুক এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷ আর আপনার কবিতা মানে বরাবরই নতুন কিছু ঈদের জন্য অনেক ভালো একটি কবিতা উপস্থাপন করলেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাই

 4 months ago 

সর্বপ্রথম আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা দাদা। আসলে দাদা আমার কাছেও এটাই মনে হয় যে, ঈদের দিনটা তখনই খুশিময় হয়ে উঠবে, যখন আমরা সেই খুশিটা আমাদের আশেপাশের মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে পারব। আর সেই জন্য আমাদের নিজেদের সীমাবদ্ধ বলয় থেকে বের হতে হবে। যাইহোক, দাদা আপনার আজকের লেখা কবিতার এই লাইনগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে-

সাদা-কালো নেই বিভেদ
আলোকিত সেথা মানবত্ব,
মিলে মিশে সকল আয়োজনে
প্রাধান্য পায় শুধু আনন্দ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59426.36
ETH 2654.07
USDT 1.00
SBD 2.43