আবেগের কবিতা || তোমায় নিয়ে যত ভাবনা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ6 days ago

sunset-1637376_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। যদিও আগের তুলনায় ব্যস্ততা অনেক কম, তাই একটু বিতৃষ্ণা লাগছে। সত্যি বলতে ব্যস্ততায় ডুবে থাকা মানুষগুলো যদি খুব বেশী সময়ের জন্য অলস থাকে তাহলে একটা একগুঁয়েমি চলে আসে জীবনে, খুব একটা স্বস্তিকর মনে হয় না তখন আর। বিশ্বাস করেন, ব্যস্ত সময়ে একটু স্বস্তি খোঁজতাম অবসর সময়ের মাঝে তখন চিন্তা করতাম অবসরের এই সময়টা একটু বড় হয় না কেন? কিন্তু এখন যখন অনেক বেশী সময় পেয়েছি তখন মনে হচ্ছে সময় ফুরায় না কেন? কি আজব একটা সমীকরণ!

এটাই হয়তো জীবন, ব্যস্ততার মাঝে অবসর খোঁজে আর অবসরের মাঝে খোঁজে ব্যস্ততা! এপাড়ে থেকে ভাবে ওপাড়ে অনেক বেশী সুখ আর ওপাড়ে থেকে ভাবে এপাড়ে অধীক সুখ! সত্যি মাঝে মাঝে বিষয়টি আমাকেও বিষণভাবে ভোগায়, যেমন এখন ভোগাচ্ছে। যাইহোক, জীবনের এই অভিজ্ঞতা কিংবা যন্ত্রণা হয়তো গতিশীল থাকবে ভিন্ন ভিন্নভাবে এবং ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আর আমাদের সেগুলোর মাঝেই শান্তি বা স্বস্তি খোঁজে নিতে হবে। আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, অনেক অলস সময় পাওয়ার পরও খুব একটা কবিতা লেখা হয় নাই, সেদিন একটু চেষ্টা করলাম একটা কবিতা লেখার, চলুন তাহলে পড়ে দেখি-

flowers-8718879_1280.jpg

তুমি ছন্দ হয়ে থেকো
আবেগের সাথে কবিতার মাঝে,
তুমি রঙিন হয়ে থেকো
কল্পনার মাঝে নির্ঘুম নিশীথে।

তুমি আলো হয়ে থেকো
অন্ধকারে হারানো হৃদয়ে,
তুমি আশা হয়ে থেকো
দিশেহারা বাউন্ডুলে জীবনে।

তুমি চাঁদ হয়ে থেকো
ভালোবাসার নির্মল আকাশে,
তুমি জোসনা হয়ে থেকো
হৃদয়ের বিস্তৃত সীমানাজুড়ে।

তুমি আমার হয়ে থেকো
সুখের স্পন্দনের সাথে মিশে,
তুমি হৃদয়ের মাঝে থেকো
সম্পর্কের মিষ্টি বন্ধনের সাথে।

তুমি স্পন্দন হয়ে থেকো
নির্জীব হওয়া নিস্তেজ হৃদয়ে,
তুমি প্রত্যয় হয়ে থেকো
বিদ্রোহী হওয়া সংগ্রামী জীবনে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

এই নামহীন 'তুমি'র প্রতি লেখা কবিতাটি বেশ উপভোগ্য। 'তুমি'র প্রতি আন্তরিক নির্ভরশীলতা প্রকাশ পায়। খুব ভালো লেগেছে এই আবেগের কবিতাটি।

সত্যিই তো ব্যস্ততার মানুষগুলো যদি স্থির হয়ে যায় হঠাৎ করে জীবনটাই যেন থেমে যায়। তখন অদ্ভুত রকমের বিষন্নতা এসে ভিড় করে। মেজাজ খিটখিটে হয়ে যায়। আমি আশা করব আপনার পুরনো ব্যস্ততা আবার দ্রুতই ফিরে আসবে আপনার জীবনও আনন্দে হই হই করে ব্যস্ততার মধ্যে কাটবে৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60611.05
ETH 2703.38
USDT 1.00
SBD 2.45