রাজহাঁসের মাংস ভুনা রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG20231225130102.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি, হৃদয়ের চঞ্চলতায় নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছি। আসলে ট্যুর এর পরবর্তী সময়ে আমাদের মাঝে দারুণ একটা চঞ্চলতা থাকে, কারন যে কোন ট্যুরই আমাদের কর্ম চঞ্চলতা যেমন বৃদ্ধি করে দেয় ঠিক তেমনি হৃদয়ের সতেজতাকে বাড়িয়ে দেয়। আর এই কারনেই মানুষ যখন খুব বেশী অস্বস্তি কিংবা চাপের ভেতর থাকে তখনই ট্যুর এর প্লান করে এবং সুন্দর কিছু মুহুর্ত ভিন্নভাবে উপভোগ করার মাধ্যমে নিজেকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করেন। টানা কয়েকদিন ছুটি কাটিয়ে আমি এখন তেমনই ব্যস্ততাময় কিছু সময় ব্যয় করছি। বুঝতেই পারছেন অফিসের কাজের চাপের কথা বলছি, হি হি হি।

আজকে পুরনো রেসিপিগুলো চেক করলাম, অনেক রেসিপিই দেখছি এখনো শেয়ার করা বাকি আছে। আসলে মাঝে বেশ গ্যাপ চলে গেছে রেসিপি শেয়ার করার ক্ষেত্রে, হয়তো এই জন্যই বাদ পড়ে গেছে অনেক রেসিপি। সেগুলোর মাঝ হতে আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিবো আর সেটা হলো রাজহাঁসের রেসিপি। যদিও মুলো দিয়ে রাজহাঁসের রেসিপির কথা আপনাদের মনে থাকা উচিত, কারন এটা যেমন ব্যতিক্রম ছিলো ঠিক তেমনি বেশ স্বাদেরও হয়েছিলো। আজকে শেয়ার করবো সেটা হলো টমেটো দিয়ে রাজহাঁসের মাংসের ভুনা। চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20231225120504-.jpg

উপকরণ সমূহঃ

  • রাজহাঁসের মাংস
  • টমেটো
  • পেঁয়াজ
  • তেজপাতা, দারচিনি ও এলাচ
  • আদা রসুনের পেষ্ট
  • জিরা গুড়া
  • ধনিয়া গুড়া
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুতি পর্বঃ

IMG20231225120658.jpg

IMG20231225120712.jpg

IMG20231225121105.jpg

প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে তেল ঢেলে গরম করেছি, তারপর তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20231225121115.jpg

IMG20231225121129.jpg

IMG20231225121154.jpg

তারপর আদা রসুনের পেষ্ট দিয়েছি, এরপর হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুড়া এবং লবনসহ সকল মসলা দিয়ে কষা করে নিয়েছি।

IMG20231225121205.jpg

IMG20231225121250.jpg

IMG20231225121716.jpg

এরপর টমেটো স্লাইস দিয়েছি, তারপর হালকা পানি দিয়েছি এবং পুনরায় কষা করে নিয়েছি।

IMG20231225121728.jpg

IMG20231225121825.jpg

IMG20231225124011.jpg

তারপর রাজহাঁসের মাংসগুলো দিয়েছি, মসলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি এবং কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা সরিয়ে পুনরায় হালকা পানি দিয়েছি ঝোলের জন্য।

IMG20231225125810.jpg

IMG20231225125901.jpg

তারপর কাঁচা মরিচ দিয়েছি এবং ঝোল হ্রাস পেয়ে ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি।

IMG20231225130056.jpg

ব্যস হয়ে গেলো আজকের দারুণ স্বাদের রাজহাঁসের মাংসের ভুনা রেসিপি, সত্যি একটু ঝাল ঝাল হয়েছিলো কিন্তু দারুণ স্বাদের হয়েছিলো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমণ প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 5 months ago 

ঠিক বলছেন যখন কাজের বেশি চাপ পড়ে যায় মাঝে মধ্যে কোথায় ট্যুর দিয়ে আসা ভালো। এরপরে দেখবেন একঘেয়েমি কেটে যায়। কাজের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। আপনি বেশ কিছু জমিয়ে রাখা রেসিপি থেকে আজকে রাজ হাঁসের মাংস রেসিপি শেয়ার করলেন। এত সুস্বাদু রেসিপি আপনি শেয়ার করলেন দেখে তো জিভে জল এসে গেছে। মাঝে মধ্যে খাওয়ার সময় আমাদের কে দাওয়াত দিতে পারেন ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

রাজহাঁসের মাংস ভুনা তৈরি করার অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই রেসিপি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে মশলাগুলো কষিয়ে নেওয়া এবং কষানো মসলাগুলোর সাথে পাকা টমেটো দেওয়ার বিষয়টি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হুম, টমেটো শুরুতে দিলে একদম গলে যেতো তাহলে আর টমেটোর পুরো স্বাদটা পাওয়া যেতো না, ধন্যবাদ।

 5 months ago 

বেশ দারুণ ও ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রাজহাঁসের মাংস কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। রেসিপি তৈরি করার প্রসেসটি আরো বেশি ভালো লেগেছে।
টমেটো এড করাতে যে কোন রেসিপির স্বাদ আরো বেড়ে যায়। অনেক ধন্যবাদ ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আমিও কিন্তু এবার প্রথম খেলাম রান্না করে, অবশ্য স্কুল জীবনের কথা খুব একটা মনে পরছে না। তবে খেতে দারুণ স্বাদের হয়েছিলো এটা সত্য।

 5 months ago 

উফফ! কী দিলেন ভাই আজকে! 😋😋
রাজহাসের কষানো মাংসো ভুনা! ভাতের সাথে এই তরকারি হলে সাথে তো আর কিছু লাগবেই না, বরং হাড়ির ভাত শর্ট পরে যাওয়ার মতো একটা রেসিপি এটা! কালারটা কী সুন্দর এসেছে! তাই দেখেই বোঝা যাচ্ছে খেতেও দারুণ হয়েছে৷ আর এই মাংস আমার কাছে একটু ঝাল ঝাল ই পছন্দের 😋😋 আমার তো দেখেও লোভ লাগছে 😅

Posted using SteemPro Mobile

 5 months ago 

যথার্থ বলেছেন আপনি, আমি নিজেও খুব একটা ঝাল পছন্দ করি না কিন্তু এই রেসিপিটির ক্ষেত্রে ঝাল দিয়েই খেয়েছিলাম, দারুণ স্বাদের হয়েছিলো।

 5 months ago 

হাঁসের মাংস খেতে যেমন স্বাদের তেমনি রাজ হাঁসের মাংস খেতে আরো বেশি স্বাদের হয়।আপনি মুলো দিয়ে রান্না না করলে ও আজ টমেটো দিয়ে রান্না করলেন। যেকোনো মাংস রান্নায় টমেটো দিলে রান্নার কালার যেমন সুন্দর হয় তেমনি খেতেও দারুন হয়।রেসিপিটি খুব স্বাদের হয়েছিল আশাকরি। ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 5 months ago 

শীতকাল মানেই যেনো হাসের মাংসের এক অন্যরকম স্বাদ। আমি মনে করি শীতকালে বেশিরভাগ মানুষ হাঁসের মাংস খেয়ে থাকেন। আমারও ভাই শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে আর হাঁসের মাংসের সাথে চাউলের রুটি হলে তো জমিয়ে খাওয়া যায়। আপনার হয়েছে কি দেখে লোক সামলাতে পারছি না যদিও এটি আমি খেয়েছি। তবে আবারো পোস্টের মাধ্যমে দেখে আবারও খেতে ইচ্ছে করছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

টানা কয়েকদিন ছুটি কাটিয়ে এখন অনেকটা ব্যস্ত সময় পার করছেন ভাইয়া।ট্যুরে গেলে মন ভালো হয়ে যায় এটা ঠিক কথা একদম।ভাইয়া আপনার রেসিপি মানেই বিশেষ কিছু।রাজহাঁসের মাংস ভুনা দেখতেই এতো লোভনীয় লাগছে না জানি খেতে কতো সুস্বাদু ছিল।ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

টানা কয়েকদিন ছুটি কাটিয়ে এখন অনেকটা ব্যস্ত সময় পার করছেন ভাইয়া।ট্যুরে গেলে মন ভালো হয়ে যায় এটা ঠিক কথা একদম।ভাইয়া আপনার রেসিপি মানেই বিশেষ কিছু।রাজহাঁসের মাংস ভুনা দেখতেই এতো লোভনীয় লাগছে না জানি খেতে কতো সুস্বাদু ছিল।ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40