ভালোবাসা হোক চিরন্তর- শষ্যের শেষ হাসি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে এটা আমি সব সময়ই প্রত্যাশা করি, নিজেকে ভালো রাখতে পারি আর নাই পারি অন্যদের ভালো রাখার চেষ্টা সর্বদা করি, আপনাদের ভালো থাকার দোয়াটা সর্বদা করি। কারন একটাই মানুষ হিসেবে অন্তত মানুষের মঙ্গল কামনাটা করার চেষ্টা করি, নিজের অবস্থান হতে নিজেকে সর্বদা স্বচ্ছ রাখার চেষ্টা করি। এখন আপনারা কি মনে করেন কিংবা কি হিসেবে বিবেচনা করেন, সেটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার, সেটা নিয়ে আমি কখনো চিন্তিত নই। ঐ যে একটা কথা সর্বদা বলার চেষ্টা করি, আমি আমার মতো তাই আমার মাঝে আমার বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখার চেষ্টা করি। হয়তো আপনিও সেটা পারেন, হয়তো অনেকেই সেটা পারেন না, কারন সবাই একই রকম না এবং একই ধরনের বৈশিষ্ট্য সকলের মাঝে থাকে না।

দেখুন আমি বাস্তবতা বিশ্বাস করি এবং নিজস্ব মতবাদ সর্বদা নিজের মাঝে লালন করি। যাকে ভালোবাসি তাকে কখনো ঘৃনা করি না, কারন তাহলে আমার ভালোবাসাটা তার নিজস্ব মর্যাদা হারাবে, হয়তো সে ভালো ছিলো না তাই আমার ভালোবাসার মর্যদা দিতে পারে নাই কিন্তু তাই বলে নিজের ভালোবাসাকে নিজে কিভাবে নষ্ট করতে পারি? হ্যা, এটা আমাদের অনেকের মাঝেই রয়েছে আজকে যাকে ভালোবেসে বুকে টেনে নিচ্ছি, কোন একটা কারনে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে তাকে ছুড়ে ফেলতে দ্বিধাবোধ করছি না, তার সমালোচনা এবং তাকে ঘৃনা করতেও দ্বিধাবোধ করছি না। আমি কিন্তু এই বিষয়টিকে কখনোই সমর্থন করি না। আমি মোটেও এই বিষয়টিকে মেনে নিতে পারি না।

IMG_20221111_130556.jpg

IMG_20221111_130542.jpg

IMG_20221111_130552.jpg

যাকে একবার বুকে তুলে নিয়েছি তার সাথে সম্পর্ক নষ্ট হতেই পারে, কারন পারিপার্শ্বিক অবস্থা সর্বদা আমাদের অনুকূলে থাকে না, কোন না কোন কারনে সেই ভেঙ্গে গিয়েছে, মানুষটি হয়তো আমার নিকট হতে বিচ্ছিন্ন হয়ে গেছে অনাকাংখিতভাবে, কিন্তু তাই বলে তার ব্যাপারে ঘৃনা ছড়াবো, এটা অসম্ভব। যাকে একবার ভালোবেসেছি, তাকে হয়তো আগের মতো ভালোবাসতে পারবো না সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারনে কিন্তু তাই বলে তার জন্য ভালোবাসার জায়গায় ঘৃনা জমাতে পারবো না। সম্পর্ক থাকুক কিংবা নাই থাকুক তার জন্য ভালোবাসাটা সর্বদা থাকবে, তার জন্য মঙ্গল কামনাটা সর্বদা থাকবে আর এটাই আমার নীতি। যাকে ভালোবাসা যায়, যাকে কাছে টানা যায় তার মঙ্গল কামনা করা যায় সর্বদা কিন্তু ভুলেও ঘৃনা না।

IMG_20221111_130603.jpg

IMG_20221111_130618.jpg

IMG_20221111_130622.jpg

হয়তো আপনাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, হয়তো আপনাদের মাঝে ভিন্ন যুক্তি থাকতে পারে কিন্তু সেটা একান্তই আপনাদের নিজস্ব আর আমার বিষয়টিও আমার, আমি ভালোবাসা যাকে দিবো তাকে সর্বদা সেটাই দিয়ে যাবো, এখন সে যদি সেটার মূল্যায়ন করতে ব্যর্থ হয়, সেটার দায়ভার তার আমার না। আমিতো আমার মতো, যদি উল্টোটা করতে যাই, তাহলে তার আর আমার মাঝে পার্থক্য রইলো কোথায়? তার কাজ সে করেছে কিন্তু তাই বলে আমিও কি তার মতো কাজ করবো? নাকি আমি আমার স্থান এবং আমার বৈশিষ্ট্য ধরে রাখবো?

IMG_20221111_130606.jpg

IMG_20221111_130608.jpg

IMG_20221111_130612.jpg

আমরা প্রত্যেকে ভিন্ন এবং আমাদের চিন্তা ভাবনার সাথে সাথে বৈশিষ্ট্যগুলোও ভিন্ন। কিন্তু নীতিগত কিছু বিষয়ে আমাদের মাঝে যেমন মিল থাকতে পারে ঠিক তেমনি কিছু কিছু অমিলও থাকতে পারে, এটা স্বাভাবিক এবং মেনেও নিচ্ছি আমি। কিন্তু ভালোবাসার বিষয়টি, যার জন্য বুক পেতে দিলাম তাকে পিঠ কিভাবে প্রদর্শন করি? আর যাকে বুকে টেনে নিলাম তাকে ছুড়ে ফেলি কিভাবে? তার মাঝে দোষ-ত্রুটি থাকতেই পারে, তাই বুকে টানার আগে সেই বিষয়টি আমার মাথায় রাখা উচিত ছিলো কিংবা সেগুলো বিবেচনা না করেই তাকে বুকে টেনে নিয়েছি, তাহলে সেই ভুলটি তার নয় বরং আমার নিজের। আর ভুল করে সেই ভুলের শাস্তি তাকে দেয়াটা মোটেও সমুচিত হবে না। যাকে ভালোবাসবো, তাকে চিরদিনের জন্যই ভালোবাসবো, সে যাই করুক, তার জন্য আমার ভালোবাসা সর্বদা গতিশীল থাকবে।

IMG_20221111_130439.jpg

IMG_20221111_130512.jpg

IMG_20221111_130521.jpg

আশা করছি আজকের সংক্ষিপ্ত কথাগুলোর সাথে, গ্রামের চির সবুজ না থুক্কু চির হলুদ দৃশ্যগুলো উপভোগ করেছেন। গ্রামীন প্রকৃতির সবুজ দৃশ্যগুলো যেমন দৃষ্টি আকর্ষণ করে ঠিক তেমনি কৃষি জমির হলুদ ফসলের দৃশ্যগুলোও সর্বদা দৃষ্টি আকর্ষণ করে থাকে। আমার কাছে ভালো লাগে, আমি দৃশ্যগুলো সর্বদা উপভোগ করি।

IMG_20221111_130631.jpg

IMG_20221111_130635.jpg

IMG_20221111_130640.jpg

তারিখঃ নভেম্বর ১১, ২০২২ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

তার কাজ সে করেছে কিন্তু তাই বলে আমিও কি তার মতো কাজ করবো? নাকি আমি আমার স্থান এবং আমার বৈশিষ্ট্য ধরে রাখবো?

আসলে যার মানসিকতা খারাপ সে কখনোই বদলায় না। হয়তো সময়ের ব্যবধানে মানুষকে চেনা যায়। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন মানুষের আসল রূপ সামনে আসে। সে কষ্ট দিলেও হয়তো আমরা তাদেরকে কষ্ট দিতে পারি না। আমরাও যদি তাদের মত হয়ে যাই তাহলে তাদের মানসিকতা ও আমাদের মানসিকতার মধ্যে কোন পার্থক্য থাকবে না। হয়তো নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও নিজের মানসিকতাকে ধরে রাখতে হবে। ভাইয়া আপনার লেখাগুলো পড়লে সত্যি অনেক ভালো লাগে। আর অনেক কিছুই শিখতে পারি। সেই সাথে ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শিক্ষার কোন বয়স নেই ভাই, আপনার আজকের পোষ্ট থেকে অনেক কিছুই নতুন ভাবে শিখতে পারলাম। তবে কিছু কিছু মানুষ এরা জেনে বুঝে এরকম ভুল করে।

 2 years ago 

ভাইয়া শিক্ষণীয় কিছু কথা উপস্থাপন করেছেন,তবে আমি যেটা জানি যে ভালো জিনিসের উপরে নাকি মানুষের নজর থাকে বেশি,ভালো কাজের দিকেই মানুষের হিংসা থাকে বেশি , আর আমার মনে হয় সেটাই সত্যি, কারণ সবাই তো আর ভালো হতে পারে না। আর ভালো কাজ করার সুযোগ ও পায়না।

 2 years ago 

আসলে ভাইয়া এই লেখাগুলো শুধুমাত্র তাদের ই বোধগম্য হবে,যাদের বোধশক্তি আছে।যাদের নেই,তারাই এই কাজ গুলো করে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আহা!ভাইয়া আপনার ধানের ফটোগ্রাফি গুলো দেখে সেই শৈশব কালের কথা মনে পড়ে গেল।আপনি ঠিক বলেছেন যাকে একবার ভালোবাসবো তাকে চিরদিন ভালবাসতে হবে।আজকে একজনকে ভালো লাগবে আবার কালকে একজনকে ভালো লাগবে এরকম নীতিবাদী মানুষকে একদম ভালো লাগে না।আপনি সব সময় নীতিবাচক কথাগুলো বলেন।খুব ভালো লাগে ভাইয়া কথাগুলো শুনতে।

 2 years ago 

সুন্দর কথার সাথে সুন্দর ছবি। আমিও আপনার মতই ভাই। যাকে একবার ভালোবেসেছি আর যতই হোক তার প্রতি ঘৃনা জন্মায় না কখনো আমার মনে। হতে পারে সে ভালোবাসার মুল্য দিতে পারেনি। তাই বলে কি আমি তার নামে মন্দ কথা ছড়াবো? তবে হ্যা কিছু মানুষ এর ধ্যান ধারনা অন্য রকম। তারা সব কিছু আলাদা ভাবে চিন্তা করে। তাই হয়তো যাকে ভালোবাসে তাকে আবার ঘৃনায় ভরিয়ে দিতে পারে।

 2 years ago 

জীবনে এমন অনেকেই আসে যাদের আমরা অনেক ভালোবাসি।অনেক কারণে তাদের সাথে হয়তো সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
কিন্তু তাই বলে তার সম্পর্কে নিন্দা রটিয়ে বেড়াবো,এটা কখনোই ঠিক না।
যেহেতু আমিও এই নীতিতে বিশ্বাসী তাই আমি আপনার সাথে একমত।
ছবিগুলোও খুব সুন্দর ছিল।শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64103.87
ETH 2762.96
USDT 1.00
SBD 2.65