আবেগের কবিতা || আমি বাঁচতে চেয়েছিলাম || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে সত্যিটা হলো শারীরিক ভাবে ভালো নেই। গতকাল হতে বেশ সমস্যায় আছি। ইঞ্জিন ঠিক মতো কাজ করছে না, ফলাফল বাথরুমের সাথে ভালোবাসার সম্পর্কটা একটু বেশী গতিশীল হয়েছে, হি হি হি। সত্যি বলতে অনাকাংখিত পরিস্থিতির জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না বা থাকতে পারি না, তাই অনাকাংখিত পরিস্থিতির সাথে নানা উপায়ে আমাদের মানিয়ে নেয়ার চেষ্টা করতে হয়। কিন্তু বাস্তবতা হলো, আমরা সেটা সব সময় মানিয়ে নিতে পারি না, পারি না পরিস্থিতির সাথে আপোষ করে জীবনকে গতিশীল করার।

এই মুহুর্তে কলকাতায় বেশ উত্তাল পরিবেশ বিড়াজ করছে, অনাকাংখিত এক ঘটনায়। আমি পুরুষ কিন্তু তবুও এই রকম পৈচাশিক-জঘন্যতম বিষয়গুলোকে ঘৃনা করে আসছি। কারন আমি পুরুষ তখনই সুখী, সফল এবং বিজয়ী। যখনই আমার পাশে থাকে আমার সহধর্মিণী। আমি তখনই গতিশীল যখনই আমার পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন আমার মা, যখন আমার পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন আমার বোন। তাহলে আমি তো শুধু পুরুষ নই, কারো স্বামী-ভালোবাসার মানুষ, কারো সন্তান মমতার ধন, কারো ভাই স্নেহের ছায়া। তাহলে কিভাবে আমি এমন পৈচাশিক কিছু করতে পারি? প্রশ্ন আজ সভ্য সমাজের প্রতি, প্রশ্ন আজ বিবেকের প্রতি, প্রশ্ন আজ ঘুনে ধরা সমাজিক এই ব্যবস্থার প্রতি। এই বিষয়ে হৃদয়ের অনুভূতি নিয়ে আমার আজকের কবিতা-

woman-2666433_1280.jpg

সময়ের সাথে সাথে স্বপ্নরা সাজে
জীবনের মমতায় রঙিন হাওয়ায় ভাসে,
আপন-পর সম্প্রীতির সম্পর্কে
অনুভূতির চঞ্চলতায় হৃদয় হাসে,
শিক্ষার আলোয় মানবতার সেবায়
নতুন ব্রতে গতিশীল হলাম মানসিকতায়।

নিয়তির এই নিষ্ঠুর খেলায়
আমি নীরব নিস্তব্ধ হলাম,
কত আপন ভাবতাম এই চেহারাগুলো
কত আড্ডা গল্পে মেতেছিলাম,
প্রতিবাদের দ্রোহের আগুন জ্বলছে হৃদয়ে
কেন আজ তাদের লালসার শিকার হলাম?

মুখোশের আড়ালে লোলুপ দৃষ্টি
কখনো ভাবিনি এমন সৃষ্টি,
ভরসার জায়গা মৃত্যু ফাঁদ হবে
জীবনের নিঃশ্বাস আটকে যাবে,
সেবার মানসিকতার আড়ালে এরা পৈশাচিক
কেন আজ সভ্য সমাজের সবাই বাক্যহীন?

আমি তো বাঁচতে চেয়েছিলাম
সেবার মানসিকতায় গতিশীল হয়েছিলাম,
একটু বিশ্রাম চেয়েছিলাম
একটু বিশ্বাস করেছিলাম,
নারী আমি, এটাই আমার আজন্ম অপরাধ
পুরুষ শাসিত, বিকৃত রুচির সভ্য দুনিয়ায়!

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ইঞ্জিন খারাপ হলে তো বাথরুমের সাথে ভালোবাসা বাড়বেই ভাই 😂। বাথরুমের সাথে আপনার ভালোবাসা আরও মজবুত হোক, থুক্কু আপনার ইঞ্জিন তাড়াতাড়ি ভালো হোক সেই কামনা করছি। যাইহোক কলকাতার এই নিন্দাজনক ঘটনা নিয়ে আসলেই কিছু বলার নেই। যারা মৌমিতা নামের এই মেয়েটিকে নির্যাতন করেছে,তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। যাইহোক কবিতার লাইনগুলো দারুণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

হা হা হা, কিন্তু দুঃকের কথা হচ্ছে ভালোবাসায় ছেদ পড়ে গেছে এন্টিবায়োটিক চলছে বলে।

 3 months ago 

আপনার আর বাথরুমের ভালোবাসার মধ্যে এন্টিবায়োটিক নামক তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবো না আমরা। এটা নিয়ে আন্দোলন করবো আজকেই 😂।

 3 months ago 

বাঁচতে চাইলেও বাঁচার অধিকার যেনো নেই নারীদের।পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিত হয়ে এসেছে চিরকাল। আজও একই আছে।অবস্থার উন্নতি নেই।অথচ মাথা উঁচু করে নারীদের ও বাঁচার অধিকার আছে।কবিতাটি খুব সুন্দর ভাবে নারীদের চাওয়া-পাওয়াকে ফুটিয়ে তোলা হয়েছে। ভালো লাগলো আবৃত্তি করে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 months ago 

এটা সত্যি দুঃখজনক এবং অপ্রত্যাশিত, সবাই সম্মানের সাথে নিজেদের অধিকার পাক, সেটাই সময়ের দাবী।

 3 months ago 

মুখোশের আড়ালে লুকানো মানুষগুলোর চেহারা দেখে বোঝা যায় না তাদের ভেতরটা এতটা নোংরা। আসলে কিছু কিছু ঘটনা যখন সামনে চলে আসে তখন সত্যিই অনেক খারাপ লাগে। ভাইয়া আপনার লেখা কবিতার মাধ্যমে আপনি অনেক সুন্দর করে কথাগুলো উপস্থাপন করেছেন।

 2 months ago 

সত্যি, শুধু মুখোশ না এরা আজকাল মেকাপ করে নিজের কদাকার চেহারাটা ঢেকে রাখছেন। অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68208.41
ETH 2447.71
USDT 1.00
SBD 2.57