প্রকৃতির সাথে প্রয়োজনের তাগিদে || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। শীতের সিজন ভালো থাকার সকল উপকরণের যথেষ্ট উপস্থিতি রয়েছে, সেটা কিন্তু কেউ অস্বীকা রকরতে পারবেন না। হ্যা, রাজনৈতিক পরিবেশ বেশ শংকাময় এবং উত্তপ্তময় সেটা ঠিক আছে কিন্তু তবুও আমাদের জীবনকে গতিশীল রাখার জন্য যা যা প্রয়োজন তার কিন্তু কোন কমতি নেই। কারন শীতকালের দারুণ স্বাদের সকল সবজির বেশ ভালো উপস্থিতি থাকে।

এই মুহুর্তে যদিও রাজনৈতিক অস্থিরতার কারনে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম কিছুই উর্ধ্বমুখী রয়েছে কিন্তু সেটা খুব বেশী সময় থাকবে না। কারন শীতের সবজির উপস্থিতি যখন বাড়তে থাকবে দাম আস্তে আস্তে পড়ে যেতে বাধ্য হবে। কারন এগুলো খুব বেশী সময়ের জন্য মজুত করে রাখতে পারবে না। সুতরাং শীতের সবজির দাম হাতের নাগালেই থাকবে। আজকেও আমি বাজারে গিয়েছিলাম, অনেক সবজির দাম বেশ কমে এসেছে।

IMG_20231125_110656.jpg

IMG_20231125_110658.jpg

বিশেষ করে আজ দেখলাম ভালো কোয়ালিটির মুলোর দাম এখন বিশ টাকা কেজি। দাম শুনে চিন্তা করতে লাগলাম কি কি নতুন রেসিপি করা যায় এবার। কারন মুলোর স্বাদ এবং দামের সুযোগ কোনটাই নষ্ট করা যাবে না। যেহেতু এখন বাজারে নতুন মুলো রয়েছে সেহেতু খেতেও দারুণ স্বাদ পাওয়া যাবে। যদিও শীতের শেষের দিকের মুলো গুলোতে অতো বেশী স্বাদ থাকে না এখন যতটা আছে। যাইহোক, মুলো নিয়ে খুব বেশী কথা বলবো না আজ বরং প্রকৃতির সুন্দর অনুভূতি শেয়ার করবো।

IMG_20231125_110708.jpg

IMG_20231125_110711.jpg

আসলে ডাক্তার বলেছেন সকালের দিকে বেশ কিছুটা সময় রোদের মাঝে থাকতে এবং রোদ উপভোগ করতে, যাতে ফ্রি ভিটামিট ডি সংগ্রহ করতে পারি হি হি হি। আসলে শহরের মানুষদের এই একটা সমস্যা ব্যাপক হারে দেখা দিচ্ছে। সেটা হলো ভিটামিট ডি’র স্বল্পতা। কারন রোদে যাওয়ার কিংবা বসে উপভোগ করার সুযোগ একদমই থাকে না। মাঝে মাঝে তো রোদই খুঁজে পাওয়া যায় না, উপভোগ করবে কিভাবে।

IMG_20231125_110713.jpg

IMG_20231125_110717.jpg

রোদের উজ্জ্বল পরিবেশ, সবুজ ও সুন্দর প্রকৃতির মাঝে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম সেদিন। কারণ অবশ্য অন্য একটা ছিলো, সারাদিন বাড়িতে নেট ছিলো না। তাই আমিও সুযোগ পেয়ে কিছুটা সময় সুন্দর প্রকৃতির মাঝে রোদকে উপভোগ করার চেষ্টা করেছি এবং তারপর ফেরার পথে বেশ কিছু সুন্দর দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করেছি। যা আজকের অনুভূতির সাথে ভাগ করে নিলাম। আশা করছি সবাই দৃশ্যগুলো উপভোগ করেছেন।

IMG_20231125_110700.jpg

IMG_20231125_110723.jpg

তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 10 months ago 

রাজনৈতিক পরিবেশ বেশ সংখ্যাময় এবং আমাদের এসব দিকে না তাকিয়ে। আমাদের নিজেদের জীবনকে গতিশীল রাখতে হবে। যাক অনেক সবজির দাম কমে এসেছে আলহামদুলিল্লাহ। আপনার তো মুলা অনেক বেশি প্রিয়।প্রকৃতির সৌন্দর্য আপনি চলে অত্যন্ত দারুণভাবে। শহরের মানুষকে খুব রোদে কম বের হয়।সারাদিন রুমের মধ্যে তাদের দিন কেটে যায় তাই তাদের মধ্যে ভিটামিন ডি এর স্বল্পতা বেশি। কিন্তু গ্রামীণ পরিবেশে ঘর থেকে বের হলে রোদের ছায়া পাওয়া যায়। সব সময় রোদের মধ্যে থাকা হয় আমাদের । আপনি বেশ দারুণ পরিবেশে সময় কাটিয়েছেন এবং আমাদের উচিত সবসময় প্রাকৃতিক পরিবেশ ও সতেজ পরিবেশের মধ্যে থাকা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

হ্যাঁ ভাই শীতের মৌসুমে শীতকালীন সবজি প্রচুর পাওয়া যায়। যেটার দাম অনেক কম আপনি তো আবার মুলার জুস খেতে খুবই পছন্দ করেন।🤩 এখন দেখতে পারবো আপনার মুলার বিভিন্ন ধরনের রেসিপি শীতকালীন সময়ে মূলার সবজি ভালই সুস্বাদু লাগে খেতে। প্রকৃতির সান্নিধ্যের ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ফ্রি তে পেলে বাঙালি নাকি কিছুই ছাড়ে না। তো আমরা কেন ছেড়ে দিব সকালের রোদের ফ্রি ভিটামিন হা হা। শেষ বাজারে গিয়েছিলাম মাসখানেক আগে। তখন মূলার দাম ছিল প্রায় ৭০-৮০ টাকা এখন দেখছি অনেক টাই কমে গিয়েছে দাম। নেট না থাকার সুবাদে প্রকৃতি টাকে বেশ দারুণ উপভোগ করেছেন ভাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রকৃতিতে পুরোপুরি শীত এসে গেলে সবজির দাম এমনিতেই অনেক কমে যাবে ঠিক বলেছেন আপনি ভাইয়া।শহরে যারা থাকেন তাদের একটু সমস্যায় পড়তে হয় বলা যায় কেননা রোদ এর দেখা পাওয়া খুব কষ্টকর তাদের জন্য।আর ভিটামিন ডি পেতে হলে ত রোদে যেতেই হবে।ফটোগ্রাফি গুলো সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাইয়া আগেই বলে নেই, আপনার মতো এমন সুন্দর প্রকৃতি যদি আমার পাশে থাকতো তবে আমাকে ডাক্তারকে বলতে হতো না, আমি নিজেই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম প্রতিদিন।ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে। আর শীত পরতে শুরু করাতে সবজির দাম এখন অনেকটাই কম।আপনি ইচ্ছে মতো মূলার রেসিপি শেয়ার করতে পারবেন।তবে আমার সন্দেহ আছে কজনাই বা সেই রেসিপি ট্রাই করবে।😂 অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে সবুজ প্রকৃতির দৃশ্যগুলো যেন আমার আরো বেশি ভালো লাগে। তবে মূলোর দাম এখন ২০ টাকা কেজি। আপনি মূলা নিয়ে অনেক চিন্তা করলেন এবং আশা করছি এই মূলা নিয়ে খুবই সুস্বাদু মজাদার ভিন্ন রেসিপি আপনার কাছ থেকে পাব সে আশায় রইলাম ভাইয়া।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 10 months ago 

আসলেই শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ ভাই সবজির দাম কমতে শুরু করেছে এবং সামনে আরো কমবে। আমি ২ দিন আগে বিভিন্ন ধরনের সবজি কিনেছিলাম। যাইহোক ভালো কোয়ালিটির মুলা যেহেতু মাত্র ২০ টাকা কেজি, তাহলে তো ভাই আপনার কাছ থেকে মুলার বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পাবো। এবার মনে হয় আমাদের ভাবি মুলার রেসিপি খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে যাবে😂। শীতের সকালে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে দারুণ লাগে। ভিটামিন ডি তো ভালোই সংগ্রহ করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলছেন ভাইয়া বাজারে যখন নতুন সবজি আসবে তখন দাম একটু করে কমতে থাকবে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সবজির দাম কিছুটা কমে এসেছে। যে কোন সবজি যখন নতুন বাজার আসে খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে আপনার মত আমার কাছেও মুলা যখন বাজারে নতুন আসে খেতে খুব ভালো লাগে। তবে বিভিন্ন মাছের সাথে কিংবা ভাজি করে খেতে খুবই মজার হয়। চমৎকার কিছু অনুভূতি শেয়ার করলেন আপনি অনেক ভালো লাগলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60857.34
ETH 2383.21
USDT 1.00
SBD 2.68