আবেগের কবিতা || নির্বাচনের হাওয়া || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ6 months ago

election-4114327_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, ভালো বলতে কয়েক দিনের শীতল পরিবেশে রাতের ঘুমটা একটু ভালো হচ্ছে, এই দৃষ্টিকোন হতে ভালো আছি। কিন্তু প্রকৃত সত্যটা গতকালের পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছি। আসলে এটাই আমাদের জীবন আর মানুষ হিসেবে সকল ক্ষেত্রে কিংবা সকল পরিস্থিতিতে মানিয়ে কৌশল আয়ত্ব করতে হয় এবং সবটা মানিয়ে নিয়ে জীবনকে গতিশীল রাখতে হয়। আপনাদের সকলের মন্তব্যগুলো সত্যি দারুণ লেগেছে, পুরো পোষ্ট পড়ে যথাযথভাবে কমেন্ট করেছেন অনেকে। যাইহোক, বাস্তবতা আমাদের নতুন নতুন উপলব্ধির সাথে নতুন নতুন বিষয়ে শিক্ষা দেয়, কিন্তু সমস্যা হলো আমরা সেই উপলব্ধি কিংবা শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারি না অধিকাংশ ক্ষেত্রে।

আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, তবে কবিতা মানে আমার হৃদয়ের অনুভূতির সেই সকল কবিতা না বরং একটা দুষ্ট মিষ্টির কবিতা। যেহেতু বাংলাদেশ এবং ভারত দুই দেশেই এখন নির্বাচন চলছে। ভারতে জাতীয় নির্বাচন হলেও বাংলাদেশে চলছে স্থানীয় নির্বাচন। আর এই দুই দেশের নির্বাচনের ক্ষেত্রে একটা কমন বিষয় সব সময় চোখে পড়ে, সেটা হলো ক্ষমতার দাপট এবং নির্বাচনে কারচুপির একটা চেষ্টা। যাইহোক, আজকে দুষ্ট মিষ্টির কবিতায় আমি প্রেমিকাকে টেনে আনার চেষ্টা করেছি, কবিতার ছন্দে ছন্দে স্থানীয় নির্বাচনে ক্ষমতাপ দাপট কিংবা কারচুরির বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছি। যথারীতি আশা করছি ভিন্নভাবে একটু মজা পাবেন আপনারা আজকের কবিতাটি পড়ে-

election-388312_1280.jpg

চলছে দারুণ নির্বাচনী খেলা
প্রহসনের চমৎকার মঞ্চ সাজিয়ে,
ভোটের মাঠে ভুতুড়ে মেলা
ক্ষমতার দাপটে সবাই সেরা।

আমিও বা কম কিসে
ছুটে গেলাম নির্বাচনের ঘাটে,
ললিতাকে পোষ মানাতে
কবিতা সাজালাম ছন্দে ছন্দে।

তুমি চাইলে নির্বাচনের মাঝে
প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াবো বুক ফুলিয়ে,
তুমি চাইলে জাল ভোটে
বিজয়ের মুকুট আনবো ছিনিয়ে।

তুমি বললে ভোটের মাঠে
চঞ্চলতা ছড়াবো কবিতার ছন্দে,
তুমি বললে বিজয়ের রাতে
জোসনা ছড়াবো নাচে-গানে।

তুমি চাইলে বিরোধী পক্ষকে
থামিয়ে দিবো নানা অপপ্রচারে,
তুমি চাইলে নতুন ছন্দের যাদুতে
বিজয়ী বানাবো ফাঁকা ময়দানে ।

তুমি বললে নেত্রী বানাবো তোমাকে
সকল পক্ষকে অন্ধকারে ভাসিকে,
তুমি বললে শ্লোগানে শ্লোগানে
দেশরাণী বানাবো ভালোবাসার জয়গানে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আসলে নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে। বাংলাদেশ ও ভারতের নির্বাচনের শুরু হয়েছে। বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান পরিষদের নির্বাচন শুরু হয়েছে, গত দুই দিন আগে আমাদের এখানে সিরাজগঞ্জ নির্বাচন হলো। আর এই নির্বাচনে যেন অনেক মারামারি হাতাহাতি কারসাজি হল। আসলেই নির্বাচন মানে এখন বিনোদন আর এ নির্বাচন মানেই যেন নিজের ভোট অটোমেটিক্যালি দেওয়া হয়ে যায়। যারা ভোট দিতে গেছে তাদের বলেছে ভোট হয়ে গেছে।একটা মজার বিষয় হলো এক বৃদ্ধ গিয়েছে ভোট দিতে বলছে আপনারটা হয়েছে আপনার স্ত্রী ভোটও হয়ে গেছে।সে বলছে আমার স্ত্রীর ১০ বছর আগে মারা গেল, তার ভোট কিভাবে হলো।আর আপনি এই নির্বাচন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি অনেক মজার ছিলো।

 6 months ago 

আমাদের বাংলাদেশে এবং ভারতীয় নির্বাচন হচ্ছে আর এই নির্বাচন ঘিরে যেন অনেক আয়োজন। মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে আমাদের এখানে। তবে নির্বাচনে এবার আমি ভোট দিতে পেরেছি। আর এই নির্বাচনে মুহূর্তগুলো অসাধারণ ছিল। আপনি নির্বাচন নিয়ে খুবই মজার একটি কবিতা লিখেছেন। কবিতাটি যেন একদম বাস্তবমুখী ছিলো।

 6 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে সময় পযোগী বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। সামনে নির্বাচন নিয়ে লেখা এত সুন্দর একটি কবিতা পড়ে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। ঠিক বলেছেন ভাই যেভাবেই হোক বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে হবে জাল ভোটের মাধ্যমে হলেও। ভালোবাসায় আবেগ দিয়ে ভরিয়া এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 6 months ago 

ভাইয়া আপনার শেয়ার করা গতকালকের পোস্ট আমি কিছুক্ষণ আগেই পড়লাম। আসলে মানসিকভাবে যদি আমরা ভালো না থাকতে পারি তাহলে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। সবকিছু নিয়েই ভালো থাকার চেষ্টা করতে হয়। যাইহোক ভাইয়া আপনার লেখা কবিতা দারুন হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 6 months ago 

আসলেই ভাই মোটামুটি ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই ঘুম হচ্ছে। যাইহোক দুষ্ট মিষ্টি কবিতাটা কিন্তু দারুণ লেগেছে ভাই। কবিতার মধ্যে আবার ললিতাকে নিয়ে এসেছেন তাহলে 😂। ভাই ললিতাকে নেত্রী বানিয়ে দেন তো🤣। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন। কবিতার লাইনগুলো পড়ে সত্যিই ভিন্ন ধরনের মজা পেলাম। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76394.21
ETH 2959.60
USDT 1.00
SBD 2.65