এসো নিজে করি- "চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

এসো নিজে করি- চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি:

IMG_20240602_134039.jpg

IMG_20240602_134140.jpg

অনেকদিন হলো কোনো ভাজি রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ ভাবলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি।এই রেসিপিটি খুবই কম উপকরণে তৈরি করা যেমন সম্ভব তেমনি মুখে রুচি এনে দিতে সাহায্য করে।আর গরমের সময় হালকা টক জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে।সব খাবার খাওয়ার শেষে এই হালকা টক জাতীয় খাবারটি খেলেই মনে হয় পরিপূর্ণতা পেয়েছে।আসলে চিংড়ি মাছের ভূতি ভাজলে কেমন খচখচে ভাব লাগে খেতে,তাই আমি কাঁচা অবস্থায় চিংড়ির ভূতি শীল-পাটায় নিজ হাতে বেঁটে নিয়েছি।আর সেই বাটা দিয়ে আম ভাজিটি করেছি,এতে কোনো জল ব্যবহার না করেই।রেসিপিটির কালার যেমন দারুণ হয়েছিল তেমনি খেতেও অনেক মজাদার ও সুস্বাদু লেগেছিল।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20240602_134103.jpg

উপকরনসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240602_114005.jpg

IMG_20240602_120606.jpg

উপকরণপরিমাণ
কাঁচা আম1 টি
চিংড়ি মাছের ভূতি100 গ্রাম
কাঁচা মরিচ4 টি
পেঁয়াজ4 টি
চিনি1 টেবিল চামচ
লবণ1.5 টেবিল চামচ
হলুদ1 টেবিল চামচ
গোটা সরিষা1 টেবিল চামচ
শুকনো মরিচ গুঁড়া1/2 টেবিল চামচ
পাঁচফোড়ন1/3 টেবিল চামচ
সরিষার তেল4 টেবিল চামচ

প্রস্তুতপ্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240602_114020.jpg
প্রথমে আমি কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে পিচ পিচ করে কেটে নিলাম।একইসঙ্গে ঝাল ও পেঁয়াজ কুচি করে নিলাম জল দিয়ে ধুয়ে নিয়ে।

ধাপঃ 2

IMG_20240602_114102.jpg
এখন শীল-পাটায় চিংড়ি মাছের ভূতি নিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240602_114230.jpg
এবারে মিহি করে বেঁটে নিলাম চিংড়ি মাছের ভূতিগুলি।

ধাপঃ 4

IMG_20240602_114253.jpg
এখন একটি পাত্রে তুলে নিলাম ভূতি বাটাগুলি।

ধাপঃ 5

IMG_20240602_114814.jpg
এবারে একটি পরিষ্কার কড়াই মিডিয়াম চুলার আঁচে বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিলাম।তারপর পাঁচফোড়ন, গোটা সরিষা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20240602_114844.jpg
এরপর পেঁয়াজ হালকা ভেজে নিয়ে লবণ, হলুদ ও ঝাল দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20240602_114903.jpg
এখন বাকি উপকরণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম কয়েক মিনিট ধরে।

ধাপঃ 8

IMG_20240602_114938.jpg
এবারে কেটে ধুয়ে রাখা আমের পিচগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 9

IMG_20240602_115108.jpg
এরপর হালকা চিনি দিয়ে মিশিয়ে নেড়েচেড়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20240602_115143.jpg
এখন চিংড়ির ভূতি পেস্ট দিয়ে দিলাম আম ভাজির মধ্যে।

ধাপঃ 11

IMG_20240602_115212.jpg
এরপর চিংড়ির ভূতি পেস্ট আমের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20240602_115232.jpg
সবশেষে আম ভাজিটি লাল রঙের করে ভেজে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240602_132836.jpg
এখন একটি পাত্রে তুলে নিলাম আম ভাজিটি।তো তৈরি করা হয়ে গেল আমার "চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি"

পরিবেশন:

IMG_20240602_132913.jpg

IMG_20240602_133032.jpg

IMG_20240602_133113.jpg

IMG_20240602_134545.jpg

IMG_20240602_134608.jpg
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

 2 months ago 

আপনার রেসিপিটা অনেক বেশি ইউনিক লেগেছে। এভাবে কখনো আম ভাজি করে খাওয়া হয়নি। তাও দেখছি এর মধ্যে আবার চিংড়ি বাটা দিয়েছেন। আসলে এভাবে কখনো খাওয়া হয়নি। এজন্য দেখে মনে হচ্ছে অনেক মজা লাগবে খেতে। এত ইউনিক রেসিপি করেছেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

হ্যাঁ, আপু চেষ্টা করলাম ইউনিক রেসিপি তৈরি করার।ধন্যবাদ আপু।

 2 months ago 

রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। তবে এই রেসিপি কখনো খাওয়া হয়নি। আজকে রেসিপিটা নতুন দেখলাম। যেহেতো এখন আমের সিজন চলতেছে,তাই আম দিয়ে নতুন নতুন রেসিপি দেখতেছি। ধন্যবাদ।

 2 months ago 

ঠিক বলেছেন আপু,সিজনে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এসো নিজের করে প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগছে। চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি টা দেখতে খুব সুন্দর হয়েছে। এটি হয়তো খেতেও অনেক মজা হয়েছিল। হালকা টক টক ঝাল ঝাল একটা টেস্ট। খুব সুন্দরভাবে উপকরণ গুলো এবং ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার রেসিপিটা অনেক বেশি ইউনিক লেগেছে। এভাবে কখনো আম ভাজি করে খাওয়া হয়নি। তাও দেখছি এর মধ্যে আবার চিংড়ি বাটা দিয়েছেন। আসলে এভাবে কখনো খাওয়া হয়নি। এজন্য দেখে মনে হচ্ছে অনেক মজা লাগবে খেতে। এত ইউনিক রেসিপি করেছেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

আপু আপনার পোস্ট থেকে আজকে আম দিয়ে তৈরি করা নতুন একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম। বর্তমান সময়ে আম আমাদের এলাকায় অ্যাভেলেবেল রয়েছে তবে এরকমভাবে আম দিয়ে যে চিংড়ি মাছের সাথে সুন্দর করে রেসিপি তৈরি করা যায় এটা জানতাম না। আপনার পোস্ট বিবরণ দেখে মনে হচ্ছে আমি নিজেও এখন এই রেসিপি তৈরি করতে পারব। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের শিখিয়ে দেওয়ার জন্য। আপনার রেসিপি পোস্ট আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনার পরবর্তী রেসিপি পোস্ট দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 months ago 

গরমের সময় টক জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে। আর আমি টক খাবার খেতে খুবই ভালো লাগে। তবে চিংড়ি মাছের এই অংশগুলো এভাবে কখনো খাওয়া হয়নি। আজকে আপনার কাছে নতুন রেসিপি শিখলাম আপু। চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি দুর্দান্ত হয়েছে।

 2 months ago 

সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপির সাথে পরিচিত হলাম আপনার মাধ্যমে আজ।
চিংড়ি মাছ দিয়ে আমের রেসিপি ফটোগ্রাফি এবং বর্ণনা করে বোঝাই যাচ্ছে খেতে খুব মজা হয়েছিল।
সেই সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

চিংড়ি মাছের ভূতি বাটা দিয়ে আম ভাজি রেসিপি, এটি আমার লাইফের ফার্স্ট দেখা। যাই হোক আপনার রেসিপিটি বিস্তারিত পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি নিজে এটি তৈরি করব। ধন্যবাদ এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67002.47
ETH 3459.18
USDT 1.00
SBD 2.65