স্বরচিত কবিতা: "হারানো সবুজ"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার


কেমন আছেন বন্ধুরা? গরমে ভালো থাকাটা খুবই কঠিন, তারপরও আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20240423_191115.jpg

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি প্রকৃতির কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তবিক কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে সবুজ প্রকৃতির বিলুপ্তির কথা বলা হয়েছে।অর্থাৎ সবুজ রঙের প্রকৃতি হারিয়ে লাল রঙের ইট-বালির প্রাধান্য এর কথা বলা হয়েছে।সবুজ হারিয়ে যাচ্ছে আর জীবনের একটি বড় রং হারিয়ে ফেলছি আমরা।যে রং আমাদের সতেজতায় স্নিগ্ধ করে।তো আমার ভাবনাগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

হারানো সবুজ


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমরা হারিয়ে ফেলছি একটি রং কে
যে রং আমাদের সতেজতায় ভরায়,
ক্লান্তি আর অবসাদকে ভুলায়-
স্নিগ্ধ আর সতেজতায় ভরা সেই সবুজ রং
নাম লিখেছে বিলুপ্তির খাতায়।
প্রতিনিয়ত সেই রং এর ঘটছে মৃত্যু
আর লাল রং ফিরে পাচ্ছে নতুন জীবন
ধুলো উড়ানো ইট-বালির গভীরে।
কারা-ই বা দায়ী এই রং এর বিলুপ্তে?
উজ্জ্বল হলুদ আর নীল রংয়ে মিশে আছে সবুজ
জীবনের তিনটি রং এর সীমানা সাজিয়ে।
মানুষের অমানবিকতার পরিচয়ে--
আজ শীতল ছায়াও নেই তরুতলে,
মরুভূমির বিশাল বাঁধ পেরিয়ে
ধূসর অট্টালিকা সুদূর ছাড়িয়ে।
আমি তার-ই এক প্রতিচ্ছবি
অনাবৃষ্টির ফলে ধুঁকছে পৃথিবী,
সবুজে প্রাণ দিতে হবে--
সবটুকু ভালোবাসা উজাড় করে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Thanks.

 last year 

আপনার কবিতাটির মধ্যে অনেক হারানো জিনিসকে আজকে খুজে পেলাম আপু। সত্যি আমরা আস্তে আস্তে সবুজ প্রকৃতিকে হারিয়ে ইট পাথরের শহরের মধ্যে ঢুকে যাচ্ছি। যেখান একবার ঢুকে পড়লে বেরিয়ে আসাই মুশকিল। আপনার আজকের কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই এই বেড়াজালকে উপেক্ষা করেও আমাদের সবুজের সন্ধানে বের হতে হবে।ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতার মাঝে সতেজতা সবুজকে খুঁজে পেলাম । আসলেই আমরা ইট বালির ও শহর বানাতে ব্যস্ত সবাই এতে করে আমাদের সবুজ প্রকৃতি হারিয়ে ফেলছি। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনার সাবলীল মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

হারানো সবুজ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার নামও আমার ভালো লেগেছে, আর কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। এত সুন্দর একটি কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

 last year 

বাহ আপু আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।হারানো সবুজ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি। ইট পাথরে হয়ে যাচ্ছে পরিবেশ অন্যরকম। সত্যি আপনার কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপু। আপনার লেখা কবিতাটা বেশ ভালো লেগেছে আমার। যত দিন যাচ্ছে তত আমার আর সবুজ কে হারিয়ে ফেলতেছি। সবুজ অরণ্যে ভরা আমাদের এই জন্মভূমি যেন দিনদিন পাথরের মধ্যে ধূলিসাথ হয়ে যাচ্ছে। তবে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।

 last year 

আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

যত বেশি দিন যাচ্ছে, ততই আমাদের কাছে থেকে সবুজ প্রকৃতি বিদায় নিচ্ছে।এর ফলে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।এটার জন্য মূলত আমরাই দায়ী। আমরা সবুজ প্রকৃতি বিলুপ্ত করে ইট পাথরের নগর তৈরি করছি। আসলে ইট পাথরের নগরের থেকে সবুজ প্রকৃতি একটু বেশি প্রয়োজন আমাদের জন্য।

 last year 

আসলেই মানুষ তার স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে প্রকৃতিতে দূরে সরিয়ে আরো ভুল পথ বাছাই করছে।ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much💝.

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.33
JST 0.032
BTC 114545.00
ETH 3912.56
USDT 1.00
SBD 0.75