এসো নিজে করি--"বিভিন্ন ফল ও সবজির বীজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।ভালো থাকাটাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে যেন।তার উপরে কয়েকদিন ধরে আমার ফোনে বেশ সমস্যা দেখা দিয়েছে,অনেক কষ্টে পোষ্ট করতে হচ্ছে।হঠাৎ করেই ফোনটি বারেবারে হ্যাং হয়ে যাচ্ছে,তাই আবার আমার সামনে ফাইনাল এক্সাম।তাই বাড়তি একটা চাপও রয়েছে মাথায়।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি diy পোষ্ট শেয়ার করতে।

এসো নিজে করি--বিভিন্ন ফল ও সবজির বীজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি:

IMG_20240605_080136.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি diy পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের সবজি ও ফলের বীজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি করেছি।আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই আমার নিজের মনের সম্পূর্ণ ভাবনাকে প্রাধান্য দিতে।সেজন্য কয়েকদিন আগে প্রতিযোগিতার জন্য যখন বিভিন্ন ফল নিয়ে আসা হয়েছিল তখন আঙুর ফলে বেশ বীজ ছিল।মজার বিষয় হচ্ছে, আঙুর বীজগুলো দেখতে কিছুটা উইপোকার মতো লাগছিলো।তাই লেবু,আপেলসহ সব ফলের বীজ রাখলাম।এছাড়া ধান ও উচ্ছের বীজ নিয়ে নিয়েছি।এরপর বিভিন্ন বীজ সাজিয়ে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করে তারপর ফুলসহ গাছের প্রতিচ্ছবি তৈরি করেছি।উপরে ভ্রমরের দৃশ্যও তুলে ধরার চেষ্টা করেছি।যাইহোক এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে diy টি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240605_080159.jpg

উপকরণসমূহ:

1.বিভিন্ন ফলের বীজ (আঙুর, আপেল ও মৌসুম্বী লেবু)
2.উচ্ছের বীজ
3.ধানের বীজ
4.সাদা কাগজ
5.আঠা ও
6.কেচি

IMG_20240605_075157.jpg

পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240605_075217.jpg
প্রথমে আমি একটি সাদা রঙের পুরু কাগজ কেচি দিয়ে কেটে নিলাম।এরপর আঠা দিয়ে উচ্ছের বীজ ও তার চারিপাশে আঙুর বীজ সাজিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240605_075233.jpg
এবারে আঙুর বীজগুলো এভাবে সাজিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240605_075246.jpg
এরপর আঙুর বীজ সাজানোর মাঝ দিয়ে ধানের বীজ সাজিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240605_075259.jpg
এখন ধানের বীজ সাজানোর মাঝ দিয়ে আঠা দিয়ে দিলাম।

ধাপঃ 5

IMG_20240605_075314.jpg
এখন ধানের বীজ সাজানোর মাঝ দিয়ে উচ্ছের বীজগুলি সাজিয়ে নিলাম এক এক করে।

ধাপঃ 6

IMG_20240605_075329.jpg
আবারো পুনরায় উচ্ছের বীজ সাজানোর মধ্য দিয়ে আঙুর বীজগুলি সাজিয়ে নিলাম এক এক করে।

ধাপঃ 7

IMG_20240605_075341.jpg
এভাবে প্রতিটি বীজ আঠা দিয়ে আটকে নিয়ে ধান বীজ দিয়ে ফুলের গাছ তৈরি করে নিলাম।

ধাপঃ 8

IMG_20240605_075355.jpg
এরপর ফুলের গাছের পাশে দুটি আঙুর ফলের বীজ সাজিয়ে পাতা তৈরি করে নিলাম।

ধাপঃ 9

IMG_20240605_075410.jpg
একইভাবে বড় ফুলের পাশে উচ্ছের বীজ ও তার চারিপাশে আঙুর বীজ সাজিয়ে নিলাম পুনরায়।

ধাপঃ 10

IMG_20240605_075424.jpg
এবারে ধান ও উচ্ছের বীজ দিয়ে আরেকটি ফুলের ডিজাইন তৈরি করে নিলাম।

ধাপঃ 11

IMG_20240605_075441.jpg
এখন পুনরায় উচ্ছের বীজ সাজানোর মধ্য দিয়ে আঙুর বীজগুলি সাজিয়ে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240605_075510.jpg
সবশেষে মৌসুম্বী লেবু ও আপেলের বীজ দিয়ে দুটি ভ্রমর তৈরি করে নিলাম ফুলের উপরে।

ছবি উপস্থাপন:

IMG_20240605_080217.jpg

IMG_20240605_080136.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "বিভিন্ন ফল ও সবজির বীজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি"।এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

বেশ দারুণ হয়েছে আপনার এই সবজি ও ফলের বীজ এর সমন্বয়ে সুন্দর ফুল তৈরি করা। অনেক সুন্দর ভাবে আপনি সাদা কাগজের উপর আঠা দিয়ে লাগিয়েছেন তাই ফুলটা দেখতে বেশি দারুন হয়েছে।

 last year 

দিদি আপনার এই আইডিয়াটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। বিভিন্ন ফলের বিচি ও সবজির বিচি দিয়ে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। হঠাৎ করে দেখলে একদমই বোঝা যায় না এগুলো বিচি দিয়ে তৈরি। আমার কাছে আপনার তৈরি ফুল অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

এই ধরনের ইউনিক চিন্তাভাবনা গুলো কাজে লাগিয়ে যেকোনো কিছু তৈরি করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। আজকে আপনি বিভিন্ন ফল এবং সবজির বীজ দিয়ে খুব সুন্দর করে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখতে দারুন লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। অনেক ভালো লাগলো দেখে।

 last year 

বেশ ক্রিয়েটিভ একটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করলেন। বিভিন্ন ফল দিয়ে দারুন একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আপনার ক্রিয়েটিভিটি আছে বলতেই হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last year 

বিভিন্ন ফল এবং সবজির বীজ দিয়ে দারুন একটি ফুলের ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুব সুন্দর লাগছে দেখতে। পর্যায়ক্রমে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার পোষ্টের মাধ্যমে আজকে বেশ দারুন একটি ক্রিয়েটিভ জিনিস দেখতে পেলাম । বিভিন্ন রকম সবজির বীজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই ধরনের জিনিস সচরাচর তেমন একটা দেখা যায় না ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য।

 last year 

বিভিন্ন ফল ও সবজির বিজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন আপনি।দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

আপনার আইডিয়া তো বেশ চমৎকার। আপনি বিভিন্ন ধরনের ফল ও সবজির বীজ দিয়ে খুব চমৎকার ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। তবে আপনার ফুলের ডিজাইন তৈরি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার ফুলের ডিজাইন থেকে আমি চোখ ফেরাতে পারতেছি না। চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ফল এবং বিভিন্ন ধরনের সবজির বীজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 109720.28
ETH 4024.11
USDT 1.00
SBD 0.80