স্বরচিত কবিতা: "উন্মুক্ত একটি ফুল"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতায় মানুষের ক্ষণস্থায়ী জীবনের কথা তুলে ধরা হয়েছে।যেখানে একটি নিষ্পাপ ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের সমগ্র জীবনকে।ফুলের মতোই ধীরে ধীরে বেড়ে ওঠা এই জীবনে কত ভালো মানুষ ও খারাপ মানুষের দেখা মেলে।কেউ কাজে আসে আবার কেউবা আগাছার মতোই হারিয়ে যায়।একসময় মানুষের জীবন মাটিতে মিশে যায় কিন্তু তার কর্মের সুগন্ধ বহুদূর ছড়িয়ে যায়।তো আমি এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
উন্মুক্ত একটি ফুল
ক্ষনিকের রঙ্গমঞ্চে কতই না তার মাধুর্য,
সেই ছোট্ট ফুল কুঁড়ি হয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে
শৈশব,কৈশোর ,যৌবনের উদ্যম ছাড়িয়ে।
তারপর ফুলের সুগন্ধ হাওয়ায় গিয়ে মেশে
সেখানে কত প্রজাপতি আর কত ভ্রমরের আনাগোনা,
কোনো অজানা পোকার আক্রমনে কুড়ে কুড়ে খায়
মনের পাপড়িগুলো সব আঘাতপ্রাপ্ত হয়।
কিছু আগাছা আবার আঁকড়ে ধরে অ-যথায়
প্রতিটি ধাপ পেরিয়ে তারপর উন্মুক্ত একটি ফুল,
ঠিক যেমন মানুষের এই ছোট্ট জীবন
স্বাধীন-পরাধীনতার শিকলে বাঁধা আন্দোলন।
ফুলের সৌন্দর্য্য ছুঁয়ে যায় বহুদূর
নিশিরাতের চঞ্চলতায় সুগন্ধ ভরপুর,
মানুষ যেন সেটাই মনে রাখে
কখনো আবার ঢাকা পড়ে জঞ্জালের নীচে।
একসময় নুয়ে পড়ে সুন্দর ফুলটি
বার্ধক্যের ভারে ভরাক্রান্ত হয়ে,
কুচকানো বাকলের মতো পাপড়িগুলি
ঝরে পড়ে মিশে যায় মাটিতে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
ফুল অনেক সুন্দর এবং পবিত্র একটি জিনিস। আপু আপনি আজকে জীবনকে ফুল বানিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। মানুষ ও ফুলের মতই ঠিক ছোট থেকে বড় হয় আবার একদিন ঠিকই ঝরে পড়ে। খুবই ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে অসাধারণ কবিতা লিখে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার লেখা কবিতাগুলো সব সময় বেশি দারুন হয়। ঠিক তেমনি আজকের কবিতাটা ছিল। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন আমাদের মাঝে।
অবশ্যই চেষ্টা করবো আপনাদের উৎসাহে ভাইয়া, নতুন নতুন কবিতা শেয়ার করার।
প্রকৃতির সুন্দর্য সবাইকে মুগ্ধ করে।ফুল সুন্দর্যের প্রতীক।ফুল নিয়ে বেশ দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলো বরাবরই অসাধারণ হয়। কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।
আপু,সৌন্দর্য্য বানানগুলি ভুল রয়েছে।যাইহোক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি খুবই ছন্দময় এবং ভাব মাধুর্যমা ছিল। আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।