স্বরচিত কবিতা: "উন্মুক্ত একটি ফুল"

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

free-photo-of-mirror-among-roses-and-reflection-of-woman-hand-holding-flowers.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতায় মানুষের ক্ষণস্থায়ী জীবনের কথা তুলে ধরা হয়েছে।যেখানে একটি নিষ্পাপ ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের সমগ্র জীবনকে।ফুলের মতোই ধীরে ধীরে বেড়ে ওঠা এই জীবনে কত ভালো মানুষ ও খারাপ মানুষের দেখা মেলে।কেউ কাজে আসে আবার কেউবা আগাছার মতোই হারিয়ে যায়।একসময় মানুষের জীবন মাটিতে মিশে যায় কিন্তু তার কর্মের সুগন্ধ বহুদূর ছড়িয়ে যায়।তো আমি এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

উন্মুক্ত একটি ফুল


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

জীবন! সেতো ছোট্ট একটি ফুল
ক্ষনিকের রঙ্গমঞ্চে কতই না তার মাধুর্য,
সেই ছোট্ট ফুল কুঁড়ি হয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে
শৈশব,কৈশোর ,যৌবনের উদ্যম ছাড়িয়ে।
তারপর ফুলের সুগন্ধ হাওয়ায় গিয়ে মেশে
সেখানে কত প্রজাপতি আর কত ভ্রমরের আনাগোনা,
কোনো অজানা পোকার আক্রমনে কুড়ে কুড়ে খায়
মনের পাপড়িগুলো সব আঘাতপ্রাপ্ত হয়।
কিছু আগাছা আবার আঁকড়ে ধরে অ-যথায়
প্রতিটি ধাপ পেরিয়ে তারপর উন্মুক্ত একটি ফুল,
ঠিক যেমন মানুষের এই ছোট্ট জীবন
স্বাধীন-পরাধীনতার শিকলে বাঁধা আন্দোলন।


ফুলের সৌন্দর্য্য ছুঁয়ে যায় বহুদূর
নিশিরাতের চঞ্চলতায় সুগন্ধ ভরপুর,
মানুষ যেন সেটাই মনে রাখে
কখনো আবার ঢাকা পড়ে জঞ্জালের নীচে।
একসময় নুয়ে পড়ে সুন্দর ফুলটি
বার্ধক্যের ভারে ভরাক্রান্ত হয়ে,
কুচকানো বাকলের মতো পাপড়িগুলি
ঝরে পড়ে মিশে যায় মাটিতে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

Thanks.

 4 months ago 

ফুল অনেক সুন্দর এবং পবিত্র একটি জিনিস। আপু আপনি আজকে জীবনকে ফুল বানিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। মানুষ ও ফুলের মতই ঠিক ছোট থেকে বড় হয় আবার একদিন ঠিকই ঝরে পড়ে। খুবই ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে ধন্যবাদ।

 4 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে অসাধারণ কবিতা লিখে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার লেখা কবিতাগুলো সব সময় বেশি দারুন হয়। ঠিক তেমনি আজকের কবিতাটা ছিল। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন আমাদের মাঝে।

 4 months ago 

অবশ্যই চেষ্টা করবো আপনাদের উৎসাহে ভাইয়া, নতুন নতুন কবিতা শেয়ার করার।

 4 months ago 

প্রকৃতির সুন্দর্য সবাইকে মুগ্ধ করে।ফুল সুন্দর্যের প্রতীক।ফুল নিয়ে বেশ দারুন একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলো বরাবরই অসাধারণ হয়। কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 4 months ago 

আপু,সৌন্দর্য্য বানানগুলি ভুল রয়েছে।যাইহোক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি খুবই ছন্দময় এবং ভাব মাধুর্যমা ছিল। আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37