স্বরচিত কবিতা: "বাগিচা"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি কল্পনার মানুষকে নিয়ে লেখা হয়েছে।যেখানে প্রত্যেকেই তার প্রিয় মানুষকে জায়গা করে দেয় মনের বাগানে।যে বাগানে ভ্রমর গুঞ্জন করে বারেবারে আর এদিকওদিক উড়ে বেড়ায়।। তাই আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
বাগিচা
ফুলের বাগিচায় অনন্য হয়ে,
তুমি রচনা করো কাব্য--
ভাষার জগতে সুস্বাগতম তোমায়।
পৃথিবী গোলকধাঁধার মায়ায় পরিপূর্ণ
এই জগৎ খুবই হিংস্র আর লাজুক বড্ড,
সুরের অগ্নিময় স্ফুলিঙ্গ--
ভাস্কর্যের নিদারুণ মহিমায় বিস্মৃত।
তুমি বিষণ্নতায় ভরপুর
কঠিন মায়ার যন্ত্রণায় দিবানিশি,
অফুরন্ত এই হৃদয়ের জড়ো ভালোবাসাগুলি
আঁকিবুকি আর কাটাকাটির ছন্দময় তুলি।
সাগরের নীল ঢেউয়ে ভেসে চলে
পারমিতাদের সব স্মৃতিগুলো,
তুমি ভ্রমর হয়ে গুঞ্জন তুলো--
প্রতিবাদী আন্দোলনের নেতা হয়ে।
ঠকঠক করা দরজার কাছে
কখনো মলিন হাওয়া বইয়ে চলে,
তুমি অনাবিল থেকো--
আমার মন বাগিচার জন্য।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
প্রথমে আপনার শারীরিক সুস্থতা কামনা করছি। বেশ দারুন একটি কবিতা লিখেছেন আমাদের মাঝে। সত্যিই কবিতা অনুভূতির ফসল।মনের আবেগ অনূভুতি দিয়ে কবিতার মাধ্যমে সকল কথা ব্যক্ত করেন একজন কবি।প্রিয় মানুষকে নিয়ে আমাদের যেন কল্পনার শেষ নেই। ভালোবাসার অন্যরকম অনুভূতি নিয়ে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।
আপনার প্রশংসামূলক মন্তব্য বরাবরই আমাকে অনুপ্রেরণা দেয়,ধন্যবাদ আপু।
প্রিয় মানুষকে নিয়ে কল্পনা করতে ভালোই লাগে। কিভাবে সময় কেটে যায় বোঝা যায় না। আপনি আজকে প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এরকম সহজ ভাষার কবিতা গুলো পড়তে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
চেষ্টা করি আপু,সবসময় সহজভাবে লেখার জন্য।ধন্যবাদ আপনাকে।
আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ এই কবিতাটির লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ যখন আপনার এই কবিতাটি পড়ছিলাম তখন আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগছিল৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
আপনাদের কাছে ভালো লাগলেই লেখার প্রতি উৎসাহ পাই ভাইয়া, ধন্যবাদ আপনাকে।