প্রতিযোগিতা - ৬১|| "নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি"

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।জানি,এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হতে পারবো না তাই বলে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না।তাছাড়া এই প্রতিযোগিতাটি যেহেতু রেসিপি সংক্রান্ত,তাই আমি @green015 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই ফেললাম।আমার সামান্য দক্ষতা দিয়েও রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে আমার।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @nusuranur আপুসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদেরকে।

প্রতিযোগিতা - ৬১|| "নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি"

IMG_20240818_192918.jpg

IMG_20240818_192810.jpg

বর্ষাকাল মানেই গরম গরম চায়ে এক চুমুক সঙ্গে মজার মজার চপ,পকোড়া কিংবা স্ন্যাকস জাতীয় রেসিপি।উহ, বেশ জমে যায় তাইনা!বৃষ্টির দিনে মন যেন শুধু খাই খাই করে আর বড্ড বেশি খিদে পায় ভাজাপোড়া খেতে,যেন আলাদা একটা তৃপ্তি অনুভূত হয়।যে তৃপ্তি মনে প্রশান্তি এনে দেয় বৃষ্টির ফোটার রিমঝিম শব্দের মতোই।বৃষ্টির দিনে এই রেসিপিগুলি একদম পারফেক্ট।আগের বারের রেসিপিটি আমার আগে থেকে তৈরি করা থাকলেও এইবারের রেসিপিটি কিন্তু আমি প্রতিযোগিতার জন্যই তৈরি করেছি।কারন আগেরবার পরিস্থিতিও ছিল না রেসিপি তৈরি করার মতো সেটার কারন হয়তো অনেকেই জেনে থাকবেন।

যাইহোক এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা আলু দিয়ে তৈরি করেছি।এতে কোনোরকম পেঁয়াজ-রসুনও ব্যবহার করা হয়নি। আলু আমার অনেক প্রিয়।আর কম-বেশি সকলেই আলু খেতে পছন্দ করেন।খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা সম্ভব ,যদিও একটু সময় বেশি লাগে।যাইহোক আলুগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সরুও লম্বা করে কেটে নিয়েছিলাম।তারপর ময়দার কারুকাজ করেই তৈরি করে ফেলেছি।এটি তৈরির পর দেখতে যেমন সুন্দর ও লোভনীয় লাগছিলো তেমনি খেতেও অনেক মুচমুচে হয়েছিল।যাইহোক পরিবারের সবাই মিলে নতুন ধরনের রেসিপির স্বাদ গ্রহণ করতে পারাটা খুবই আনন্দের বিষয়।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের রেসিপিটি।তো চলুন শুরু করা যাক--

IMG_20240818_192942.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240818_185510.jpg

IMG_20240818_192454.jpg

উপকরণপরিমাণ
আলু2 টি
ময়দা300 গ্রাম
লবণ1 টেবিল চামচ
হলুদ1/2 টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া1 টেবিল চামচ
বেকিং পাউডার1/3 টেবিল চামচ
সাদা তেল100 গ্রাম
জল

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240818_192440.jpg
প্রথমে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সরুও লম্বা করে কেটে নিয়েছি।এখন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20240818_192505.jpg
এবারে একটি পাত্রে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো।

ধাপঃ 3

IMG_20240818_192522.jpg
এখন ময়দার মধ্যে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া ও পরিমাণ মতো বেকিং পাউডার মিশিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240818_192531.jpg
এরপর সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন একটি বেটার তৈরি করে নিলাম।

ধাপঃ 5

IMG_20240818_192544.jpg
এখন সরু করে কেটে নেওয়া আলুর টুকরো বেটারের মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20240818_192556.jpg
এবারে একটি চামচের সাহায্যে আলুর টুকরোর গায়ে বেটারের মিশ্রণ লাগিয়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20240818_192607.jpg
এরপর আলাদা একটি পাত্রে কিছুটা পরিমাণ শুকনো ময়দা নিয়ে নিলাম।

ধাপঃ 8

IMG_20240818_192619.jpg
এখন বেটারের মিশ্রণ লাগিয়ে নেওয়া আলুর টুকরোর গায়ে শুকনো ময়দা লাগিয়ে নিলাম ভালোভাবে।

ধাপঃ 9

IMG_20240818_192631.jpg
তো এইভাবে আমি আলুর টুকরোর গায়ে ময়দা লাগিয়ে একটি আকৃতি তৈরি করে নিলাম।

ধাপঃ 10

IMG_20240818_192648.jpg
এরপর আলুর সবগুলো টুকরো একইভাবে বেটারের মিশ্রণ লাগিয়ে নিয়ে শুকনো ময়দায় কোট করে নিতে হবে।

ধাপঃ 11

IMG_20240818_192707.jpg
তো একে একে সবগুলো আলুর টুকরো আমি কোট করে নিলাম।

ধাপঃ 12

IMG_20240818_192718.jpg
এরপর মিডিয়াম আঁচে চুলায় একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব।তারপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নেব।

ধাপঃ 13

IMG_20240818_192735.jpg
এবারে তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আলুর স্ন্যাকসগুলি দিয়ে দিতে হবে।

ধাপঃ 14

IMG_20240818_192745.jpg
এখন স্ন্যাকসগুলি উল্টেপাল্টে ভেজে নেব।

ধাপঃ 15

IMG_20240818_192754.jpg
এবারে হালকা লাল লাল করে ভেজে নেওয়া আলুর স্ন্যাকসগুলি তুলে নিলাম একটি পাত্রে।

শেষ ধাপঃ

IMG_20240818_192832.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি"।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মুচমুচে ও মজাদার হয়েছিল।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png
IMG_20240818_192918.jpg

IMG_20240818_192852.jpg
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে টমেটো সস কিংবা পুদিনা পাতার চাটনি দিয়ে।এছাড়া এটি ডাল কিংবা কোনো সবজির ভাজি দিয়েও পরিবেশন করা সম্ভব।চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা - ৬১"নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস"
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

Thanks.

 3 months ago 

নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। আপনার রেসিপি পরিবেশন আমার ভালো লেগেছে।

 3 months ago 

সুযোগ পেলে অবশ্যই তৈরি করে দেখতে পারেন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে খেতেও মনে হয় খুব সুস্বাদু হয়েছিল। বিকালে চায়ের সঙ্গে নাস্তা হিসেবে এই খাবারটি খেতেও অনেক ভালো লাগবে।ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে।

 3 months ago 

শুধু চায়ের সঙ্গে নয়,ভাজির সঙ্গে খেতেও ভালো লাগে।আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আলু দিয়ে তৈরি করা এই নাস্তাটি খুবই ভালো লেগেছে। বিকেলের নাস্তায় কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। অসাধারণ একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আলু তো কম-বেশি সবারই খুব প্রিয়। আমি নিজেও আলু খেতে অনেক পছন্দ করি। আলু দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করলে অনেক মজাদার হয়। আপনি আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি তৈরি করেছেন দেখে তো দারুন লাগলো। আপু এগুলো দেখেই তো মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এগুলোর সাথে সস থাকলে তো আরো জমিয়ে খাওয়া যাবে। এটা কিন্তু আমার দারুন পছন্দ হয়েছে বিকেলের নাস্তা হিসেবে। বিকেলের নাস্তায় এগুলো থাকলে আর কিছু ই প্রয়োজন হয় না।

 3 months ago 

হ্যাঁ আপু,খুবই সুস্বাদু হয়েছিল খেতে।আর আলু আপনার প্রিয় জেনে ভালো লাগলো, ধন্যবাদ।

 3 months ago 

দিদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিকেন ফ্রাই এর মতো করে আলু ফ্রাই আকারে স্ন্যাকস রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি গরম গরম খেতে দারুণ লাগে। বিকালে বারান্দায় বসে গল্প করতে করতে এই ধরনের ভাজাপোড়া খাবার খেতে খুব ভালো লাগে। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ দিদি মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

আপু,আপনিও বানিয়ে ফেলুন খুব সহজেই।আসলেই চিকেন ফ্রাই এর মতো লাগছিলো দেখতে, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। খুবই চমৎকার হয়েছে। প্রতিযোগিতার জন্য আপনি অনেক পরিশ্রম করে রেসিপিটা তৈরি করেছেন। আশা করছি প্রতিযোগিতায় অনেক ভালো একটি জায়গা অর্জন করবেন। শুভকামনা রইল আপু।

 3 months ago 

আপু,আমি আগের বারে বিজয়ী হয়েছিলাম তাই এবার আর হতে পারবো না।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

নিরামিষ কাঁচা আলুর মুচমুচে স্ন্যাকস রেসিপি চমৎকার হয়েছে দিদি।প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য শুভকামনা রইলো।এই আলুর স্ন্যাকস গুলো খেতে অনেক মজাদার হয়।ধাপে ধাপে স্ন্যাকস তৈরি পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ দিদি।

 3 months ago 

বাহ! দারুণ রেসিপি তো, শর্টকাটে মজার কিছু তৈরী করার দারুণ আইডিয়া এটা। অনেক ধন্যবাদ

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া,শর্টকাটে এটি একটি মজার রেসিপি।ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 97641.56
ETH 3412.65
USDT 1.00
SBD 3.24