"প্রকৃতির কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।যাইহোক আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

প্রকৃতির কিছু ফটোগ্রাফি:

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"প্রকৃতির কিছু ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240902_233213.jpg

বৃষ্টিস্নাত রাস্তা

এটা হচ্ছে বৃষ্টিস্নাত রাস্তার দৃশ্য।আমাদের বাড়ি থেকে কিছুটা এসেই শুরু হয় এই রাস্তাটি।আর নিরিবিলি এই রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে রাস্তার রুপও যেন বদলে যায়।এই সময়ে প্রকৃতির বুকে স্নিগ্ধতা ফিরে আসে আর পিচ রাস্তাটি খুবই পিচ্ছিল হয়।

আলোকচিত্র: 2

IMG_20240902_231518.jpg

বুনো ফুল

এটা হচ্ছে বুনো ফুল।বাড়ির মধ্যে কিংবা আশেপাশের ঝোপঝাড়ে এগুলো জন্মায় ।এই বুনো ফুলটি আমাদের পুকুর পাড়ে জন্ম নিয়েছে।হঠাৎ করে চোখে পড়তেই বুনো ফুলের রং আমার কাছে খুবই ভালো লেগেছে।প্রথমত ছবি তুলতে গিয়ে অনেকবার আমাকে অপেক্ষা করতে হয়েছে।কারন কিছুতেই ছবিগুলো স্পষ্ট হচ্ছিল না।

আলোকচিত্র: 3

IMG_20240902_231421.jpg

শাপলাপাতা মাছের বাচ্চা

এগুলো হচ্ছে শাপলাপাতা মাছের দুটি বাচ্চা।এই মাছকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকে থাকি।যেমন---চাকুল,সংকর মাছ ইত্যাদি।আসলে শাপলাপাতা মাছের অনেক প্রজাতির রয়েছে।মজার বিষয় হচ্ছে,,আমি যখন একটি গোটা সংকর মাছ কাটতে বসেছিলাম।তখন ওই সংকর মাছের পেট দিয়ে বের হয় এই দুটি বাচ্চা।যেখানে একটি শাপলাপাতা মাছের ওজন মণ মণ হয়ে থাকে।সেখানে এই বাচ্চাগুলি কতটা ছোট ভাবতেই অবাক লাগে।তেমনি আমি এই বাচ্চা দুটিকে বের করি,যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল।

আলোকচিত্র: 4

IMG_20240902_233131.jpg

সবুজের সমারোহে ফসলের মাঠ

এই ফটোগ্রাফিতে প্রকৃতির সুনিপুণ সৌন্দর্য্য লক্ষ্য করা যায়।এই সমস্ত ছবিগুলো খুবই ভালো লাগার এবং প্রকৃতির খুব কাছাকাছি আসার অনুভব জাগায়।আসলে সবুজের সমারোহে ফসলের মাঠগুলিও কিছুটা ক্ষতির সম্মুখীন হয়।কারন চারিপাশে বড় গাছের ছায়াগুলি ফসলের উপর পড়েছে।তারপরও ধানের বীজগুলি মাথাচাড়া দিয়ে বেড়ে ওঠে।

আলোকচিত্র: 5

IMG_20240902_233304.jpg

মেঘলা আকাশ

এটি হচ্ছে মেঘলা আকাশের দৃশ্য।যেখানে আকাশ মেঘলা আর নীচে সবুজের সমারোহ।তার উপরে মাঝে মাঝেই আকাশ ফেটে যেন ঝংকার শোনা যায়।তবুও প্রকৃতি সবসময় সীমাহীন স্থির, গতিপথ হারানোর মতোই ।

আলোকচিত্র: 6

IMG_20240902_231559.jpg

ছোট্ট বুনো ফুল

এই ছোট্ট বুনো ফুলটি অনেক সুন্দর।সাদা,হলুদ ও বেগুনি কালারের সমন্বয়ে ফুলটি গঠিত হয়েছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 2 months ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া শাপলা পাতা মাছের বাচ্চা দুটিকে দেখতে দারুণ লাগছে। শাপলাপাতা মাছ কখনো খাওয়া হয়নি আমার। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

শাপলা পাতা মাছগুলি খুবই স্বাদের খেতে হয় কিন্তু ভাইয়া,যেটা মাংসের স্বাদকে ভুলিয়ে দেয়।কিন্তু একটু টাটকা কিনতে হবে, ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

 2 months ago 

প্রকৃতির কিছু দৃষ্টিনন্দন ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে আজ শেয়ার করেছেন। খুবই চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

শাপলা পাতা মাছের বাচ্চা এই প্রথম দেখলাম। খুবই চমৎকার লাগছে তো দেখতে। সুন্দর করেছেন ফটোগ্রাফি টা। বৃষ্টিস্নাত রাস্তা এবং প্রকৃতির ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল দিদি। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

আসলেই বেবি শাপলাপাতা মাছের কিউট বাচ্চাগুলোকে আমি সিজার করে বের করলাম,☺️☺️।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

প্রকৃতির খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। শাপলাপাতা মাছের বাচ্চা এর আগে কখনো দেখা হয়নি। মাছগুলোর আকৃতি অনেকটা কচুরিপানার মত হওয়ার কারণেই মনে হয় এগুলোকে শাপলা পাতা মাছ বলা হয়। বনফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ দিদি।

 2 months ago 

শাপলাপাতা মাছের বাচ্চাগুলি আপনার কাছে কচুরিপানার মতো মনে হয় জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

সত্যি আমার বাংলা ব্লগের সকল ইউজারদের ফটোগ্রাফির প্রতি অন্যরকম একটি টান রয়েছে।আমারও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির সুন্দর্য আমাদেরকে মুগ্ধ করে।১,৪,৫ নং ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আমার ফটোগ্রাফিগুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বোন, তোমার শেয়ার করা প্রাকৃতিক সৌন্দর্যের এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আমার। গ্রামে থাকলে সাধারণত এত সুন্দর পরিবেশ দেখার সুযোগ হয়। তবে আমরা শহরবাসীরা এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি না। যাইহোক, তোমার শেয়ার করা এই ফটোগ্রাফি পোস্টে ছোট দুটি শাপলাপাতা মাছের বাচ্চাও দেখতে পেলাম। এটা আমি প্রথমই দেখলাম আজ। বেশ কিউট লাগছিল এই মাছের বাচ্চা গুলো দেখতে।

 2 months ago (edited)

এটা আমি প্রথমই দেখলাম আজ।

আমিও প্রথম দেখলাম দাদা।আসলে বেবি শাপলাপাতা মাছের কিউট বাচ্চাগুলোকে আমিই সিজার করে বের করলাম,☺️☺️হি হি।ধন্যবাদ তোমাকে।

 2 months ago 

শাপলাপাতা মাছের কিউট বাচ্চাগুলোকে আমিই সিজার করে বের করলাম,☺️☺️হি হি

হিহি.. এটা বেশ ভালো কাজ করেছিলে বোন। তুমি মাছের সার্জন হয়ে গেছো যা দেখছি। 🤭🤭

 2 months ago 

প্রথমে বুঝতে পারিনি সরু লেজের মতো কি যেন বের হয়ে ছিল।তারপর টান দিতেই আরেকটি লেজ,আর পেটে ডিমের থলিও ছিল দাদা।মনে হয় এগুলো আলাদা জাতের সংকর মাছ।

 2 months ago 

দিদি আপনি প্রকৃতির বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রকৃতির এমন সুন্দর মন ভোলানো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বৃষ্টি ভেজা রাস্তার দৃশ্য দেখে যেনো গ্ৰামের কথা খুব মনে পড়ে গেলো। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রকৃতির এই সৌন্দর্য যেনো বারবার আমাদের গ্ৰামে নিয়ে যায়। এই সৌন্দর্য যত দেখি ততই আরও বেশি দেখতে ইচ্ছে করে। ধন্যবাদ দিদি এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

গ্রামেই এমন প্রকৃতির দেখা পাওয়া যায়,তাইতো সবাই ছুটে যায়।ঠিক বলেছেন আপু,ধন্যবাদ আপনাকেও।

 2 months ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। রাস্তার ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। এবং আপনার অন্যান্য ফটোগ্রাফি গুলো চমৎকার হলো। তবে আমার কাছে অবাক লাগলো শাপলাপাতা মাছের বাচ্চা ফটোগ্রাফি দেখে। যদিও এই মাছগুলোকে আমরা অন্য নামে ডাকি। এ মাছগুলো আকার অনেক বড় হয়। চমৎকার ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ।।

 2 months ago 

একদম আপু,এই মাছগুলো অনেক বড় হয়।যেটাকে আমরা শাপলাপাতা, সংকর আবার চাকুল মাছও বলি।আপনারা কি বলেন?ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দিদি আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়।সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে।বিশেষ করে বুনো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

বুনো ফুলের ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 78920.03
ETH 3178.67
USDT 1.00
SBD 2.64