এসো নিজে করি---"প্রথমবার জলরং দিয়ে জবা ফুল অঙ্কন"
নমস্কার
এসো নিজে করি---প্রথমবার জলরং দিয়ে জবা ফুল অঙ্কন:
প্রত্যেকটি আর্টের পিছনে যেমন বিষয়বস্তু থাকে তেমনি থাকে মজার গল্প বা অনুভূতি।আসলে আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।তবে কখনো জলরং দিয়ে আর্ট করা হয় নি।স্কুলের মাটির প্রজেক্টের জন্য জলরং কেনা হয়েছিল।কিন্তু ব্যবহার তারপর আর কাগজে কখনো হয়ে ওঠেনি।যতবারই চেষ্টা করেছি রীতিমতো ব্যর্থ হয়েছি।তাই জলরং দিয়ে আর্ট করতেই থমকে যাই রীতিমতো ভয় পাওয়ার মতোই।তবে আজ একটি পুরোনো কাগজের বক্স ঘাটতে ঘাটতেই সেই জলরংগুলি পেলাম।তখন ভাবলাম আরো কয়েকবার চেষ্টা করাই যায় তাই একটি জবা ফুল আকলাম দুপুরবেলা।দেখলাম না!মোটামুটি ভালোই হয়েছে মানে ব্যর্থ প্রচেষ্টা আজ সফলতায় রূপ নিয়েছে আরকি।☺️☺️আপনাদের কাছেও কেমন লেগেছে আমার জীবনের প্রথমবারের মতো অঙ্কন করা জলরং দিয়ে জবা ফুলটি,সেটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.জলরং ও
3.কটনবাড
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কটনবাড দিয়ে লাল জল রং নিয়ে নিলাম।
ধাপঃ 2
এরপর পুনরায় খয়েরি জলরং এ ডুবিয়ে নিলাম কটনবাডের তুলি।
ধাপঃ 3
এখন সাদা রঙের কাগজের উপর জবা ফুলের পাপড়ি একে নিলাম।
ধাপঃ 4
এরপর আরো দুটি পাপড়ি একে নিলাম একইভাবে।
ধাপঃ 5
এবারে জবা ফুলের গঠনটি পুরোপুরি একে নিলাম।
ধাপঃ 6
এখন কিছুটা দূরত্বে জবা ফুলের কুঁড়ি একে নিলাম।
ধাপঃ 7
এরপর কালো রঙের জলরং নিয়ে দুটি ডাল একে নিলাম।
ধাপঃ 8
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 9
এরপর সবুজ রঙের জলরং নিয়ে জবা ফুলের ও কুঁড়ির বৃতি একে নিলাম।
ধাপঃ 10
এখন একটি সবুজ রঙের পাতা একে নিলাম জবা ফুলের গাছে।
ধাপঃ 11
এবারে দুটি সবুজ রঙের পাতা একে নিলাম জবা ফুলের গাছের ডালে একইভাবে।
ধাপঃ 12
এখন জবা ফুলের কুঁড়ি একে নিলাম কালো এবং খয়েরি জলরং দিয়ে।
শেষ ধাপঃ
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো আর্ট করা হয়ে গেল আমার "প্রথমবার জলরং দিয়ে জবা ফুল"।এটি অঙ্কনের পর দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | diy--আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আপু আপনি প্রথমবার যে জবা ফুলের আর্ট করেছেন দেখে বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর হয়েছে আপু জবা ফুলের আর্ট। দেখে একদম বাস্তবে ফুলের মত লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে জবা ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,প্রথমবারের মতো চেষ্টা করলাম।ধন্যবাদ আপু।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much💝.
আপু আপনি সত্যিই সফল হয়েছেন। কারণ আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখতে সত্যিকারের জবা ফুলের মত লাগছে। অসাধারণ ভাবে আপনি জবা ফুল তৈরির ধাপগুলো তুলে ধরেছেন আর প্রথমবার জল রং দিয়ে এই আর্ট করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তাই ভাইয়া, সত্যিকারের মতো লাগছে এটা শুনেই অনুপ্রেরণা বেড়ে গেল বহুগুণ।ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলছেন আপু জল রং দিয়ে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। দেখবেন যে প্রথম দিকে বেশ সুন্দরভাবে তৈরি করেছি। কিন্তু শেষের দিকে এসে কোন একটা কান্ড ঘটিয়ে পুরো আর্ট দেখতে বাজে হয়ে যায়। যাক তারপরও আর্ট করার প্র্যাকটিস তো করতে হবে। প্রথমবার যেহেতু করেছেন দেখতে খুবই সুন্দর হয়েছে। আশাকরি আরো সুন্দর সুন্দর আর্ট দেখতে পারবো আপনার কাছ থেকে।
একেবারেই ঠিক বলেছেন আপু,প্রথমে উৎসাহ নিয়ে শুরু করলেও শেষে গিয়ে আর্ট নষ্ট হয়ে গেলে মন ভেঙে যায়।ধন্যবাদ আপনাকে।
জল রং দিয়ে প্রথমবার জবা ফুল অংকন করেছেন দেখে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে
জল রং দিয়ে আর্ট করার ব্যাপারে অনেক এক্সপার্ট আপনি । জবাফুল দেখতে অসাধারণ লাগছে।মনে হচ্ছে বাস্তব একটি ফুল। অনেক ধন্যবাদ আপু বেশ দারুন ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য ।
আপু, এটা প্রথমবার আকার পর আমি নিজেও অবাক হয়েছিলাম ।ধন্যবাদ, উৎসাহ দেওয়ার জন্য।
আপু আপনি দেখতেছি প্রথমবার জল রং দিয়ে খুব চমৎকার জবা ফুল তৈরি করেছেন। আসলে জল রং দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে মনে হচ্ছে তাজা একটি জবা ফুলের ফটোগ্রাফি হবে। ধৈর্য ধরে চমৎকার একটি জবা ফুল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসলেই আঁকার পর তাজা মনে হচ্ছিলো ফুলটি ভাইয়া, ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে।
একটা প্রবাদ রয়েছে,একবার না পারিলে দেখো শতবার। যখন কোনো কাজ বারবার করার চেষ্টা করবেন তখন দেখবেন একবার না একবার স্বার্থক হবেনই। যাই হোক দিদি প্রথমবার জলরং ব্যবহার করে খুব সুন্দর ভাবে জবা ফুল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। জবা ফুলের কালার খুব সুন্দর হয়েছে। আশা করি এখন থেকে মাঝে মাঝেই জলরং দিয়ে আপনার আর্ট দেখতে পাবো।
অবশ্যই চেষ্টা করবো আপু,এইবার থেকে নতুন কিছু শেয়ার করার জলরং দিয়ে।ধন্যবাদ আপনাকে।