এসো নিজে করি---"প্রথমবার জলরং দিয়ে জবা ফুল অঙ্কন"

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।তবে এক্সামের জন্য বেশ ব্যস্ত সময় পার করছি।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

এসো নিজে করি---প্রথমবার জলরং দিয়ে জবা ফুল অঙ্কন:

IMG_20240716_153135.jpg

প্রত্যেকটি আর্টের পিছনে যেমন বিষয়বস্তু থাকে তেমনি থাকে মজার গল্প বা অনুভূতি।আসলে আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।তবে কখনো জলরং দিয়ে আর্ট করা হয় নি।স্কুলের মাটির প্রজেক্টের জন্য জলরং কেনা হয়েছিল।কিন্তু ব্যবহার তারপর আর কাগজে কখনো হয়ে ওঠেনি।যতবারই চেষ্টা করেছি রীতিমতো ব্যর্থ হয়েছি।তাই জলরং দিয়ে আর্ট করতেই থমকে যাই রীতিমতো ভয় পাওয়ার মতোই।তবে আজ একটি পুরোনো কাগজের বক্স ঘাটতে ঘাটতেই সেই জলরংগুলি পেলাম।তখন ভাবলাম আরো কয়েকবার চেষ্টা করাই যায় তাই একটি জবা ফুল আকলাম দুপুরবেলা।দেখলাম না!মোটামুটি ভালোই হয়েছে মানে ব্যর্থ প্রচেষ্টা আজ সফলতায় রূপ নিয়েছে আরকি।☺️☺️আপনাদের কাছেও কেমন লেগেছে আমার জীবনের প্রথমবারের মতো অঙ্কন করা জলরং দিয়ে জবা ফুলটি,সেটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।তো চলুন শুরু করা যাক---

IMG_20240716_153025.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.জলরং ও
3.কটনবাড

IMG_20240716_152652.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240716_152703.jpg
প্রথমে আমি একটি কটনবাড দিয়ে লাল জল রং নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240716_152718.jpg
এরপর পুনরায় খয়েরি জলরং এ ডুবিয়ে নিলাম কটনবাডের তুলি।

ধাপঃ 3

IMG_20240716_152729.jpg
এখন সাদা রঙের কাগজের উপর জবা ফুলের পাপড়ি একে নিলাম।

ধাপঃ 4

IMG_20240716_152740.jpg
এরপর আরো দুটি পাপড়ি একে নিলাম একইভাবে।

ধাপঃ 5

IMG_20240716_152750.jpg
এবারে জবা ফুলের গঠনটি পুরোপুরি একে নিলাম।

ধাপঃ 6

IMG_20240716_152800.jpg
এখন কিছুটা দূরত্বে জবা ফুলের কুঁড়ি একে নিলাম।

ধাপঃ 7

IMG_20240716_152816.jpg
এরপর কালো রঙের জলরং নিয়ে দুটি ডাল একে নিলাম।

ধাপঃ 8

IMG_20240716_152829.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 9

IMG_20240716_152843.jpg
এরপর সবুজ রঙের জলরং নিয়ে জবা ফুলের ও কুঁড়ির বৃতি একে নিলাম।

ধাপঃ 10

IMG_20240716_152856.jpg
এখন একটি সবুজ রঙের পাতা একে নিলাম জবা ফুলের গাছে।

ধাপঃ 11

IMG_20240716_152907.jpg
এবারে দুটি সবুজ রঙের পাতা একে নিলাম জবা ফুলের গাছের ডালে একইভাবে।

ধাপঃ 12

IMG_20240716_152922.jpg
এখন জবা ফুলের কুঁড়ি একে নিলাম কালো এবং খয়েরি জলরং দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20240716_152946.jpg
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240716_153006.jpg

IMG_20240716_153106.jpg

IMG_20240716_153135.jpg
তো আর্ট করা হয়ে গেল আমার "প্রথমবার জলরং দিয়ে জবা ফুল"।এটি অঙ্কনের পর দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy--আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

Thanks.

 4 months ago 

আপু আপনি প্রথমবার যে জবা ফুলের আর্ট করেছেন দেখে বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর হয়েছে আপু জবা ফুলের আর্ট। দেখে একদম বাস্তবে ফুলের মত লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে জবা ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ আপু,প্রথমবারের মতো চেষ্টা করলাম।ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 4 months ago 

Thank you so much💝.

 4 months ago 

আপু আপনি সত্যিই সফল হয়েছেন। কারণ আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখতে সত্যিকারের জবা ফুলের মত লাগছে। অসাধারণ ভাবে আপনি জবা ফুল তৈরির ধাপগুলো তুলে ধরেছেন আর প্রথমবার জল রং দিয়ে এই আর্ট করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

তাই ভাইয়া, সত্যিকারের মতো লাগছে এটা শুনেই অনুপ্রেরণা বেড়ে গেল বহুগুণ।ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

একদম ঠিক বলছেন আপু জল রং দিয়ে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। দেখবেন যে প্রথম দিকে বেশ সুন্দরভাবে তৈরি করেছি। কিন্তু শেষের দিকে এসে কোন একটা কান্ড ঘটিয়ে পুরো আর্ট দেখতে বাজে হয়ে যায়। যাক তারপরও আর্ট করার প্র্যাকটিস তো করতে হবে। প্রথমবার যেহেতু করেছেন দেখতে খুবই সুন্দর হয়েছে। আশাকরি আরো সুন্দর সুন্দর আর্ট দেখতে পারবো আপনার কাছ থেকে।

 4 months ago 

একেবারেই ঠিক বলেছেন আপু,প্রথমে উৎসাহ নিয়ে শুরু করলেও শেষে গিয়ে আর্ট নষ্ট হয়ে গেলে মন ভেঙে যায়।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

জল রং দিয়ে প্রথমবার জবা ফুল অংকন করেছেন দেখে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে
জল রং দিয়ে আর্ট করার ব্যাপারে অনেক এক্সপার্ট আপনি । জবাফুল দেখতে অসাধারণ লাগছে।মনে হচ্ছে বাস্তব একটি ফুল। অনেক ধন্যবাদ আপু বেশ দারুন ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য ।

 4 months ago 

আপু, এটা প্রথমবার আকার পর আমি নিজেও অবাক হয়েছিলাম ।ধন্যবাদ, উৎসাহ দেওয়ার জন্য।

 4 months ago 

আপু আপনি দেখতেছি প্রথমবার জল রং দিয়ে খুব চমৎকার জবা ফুল তৈরি করেছেন। আসলে জল রং দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে মনে হচ্ছে তাজা একটি জবা ফুলের ফটোগ্রাফি হবে। ধৈর্য ধরে চমৎকার একটি জবা ফুল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

আসলেই আঁকার পর তাজা মনে হচ্ছিলো ফুলটি ভাইয়া, ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

একটা প্রবাদ রয়েছে,একবার না পারিলে দেখো শতবার। যখন কোনো কাজ বারবার করার চেষ্টা করবেন তখন দেখবেন একবার না একবার স্বার্থক হবেনই। যাই হোক দিদি প্রথমবার জলরং ব্যবহার করে খুব সুন্দর ভাবে জবা ফুল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। জবা ফুলের কালার খুব সুন্দর হয়েছে। আশা করি এখন থেকে মাঝে মাঝেই জলরং দিয়ে আপনার আর্ট দেখতে পাবো।

 4 months ago 

অবশ্যই চেষ্টা করবো আপু,এইবার থেকে নতুন কিছু শেয়ার করার জলরং দিয়ে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67628.32
ETH 2424.36
USDT 1.00
SBD 2.35