"জাবোরান্দি হেয়ার অয়েল এবং আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার কেনার অনুভূতি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুভূতি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে আমার আজকের পোষ্টটি।তো চলুন শুরু করা যাক---

জাবোরান্দি হেয়ার অয়েল এবং আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার কেনার অনুভূতি:

IMG_20240711_140852.jpg

বন্ধুরা, আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক।আর এই মস্তিষ্ককে নানাভাবে সুরক্ষা প্রদান করতে ও শীতল রাখতে চুলের গুরুত্ব অপরিসীম।মানুষের সৌন্দর্য্যের একটি বড় রহস্য হচ্ছে এই চুল।তো আমার যেহেতু হালকা কোঁকড়া চুল,তার উপরে কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম চুল বেশ রুক্ষ হয়ে গিয়েছে সঙ্গে চুল ভেঙে যাচ্ছে।দিন দিন চুলের পুষ্টি হারিয়ে যাচ্ছে তাই শ্যাম্পু ও তেল পরিবর্তন করার চেষ্টা করলাম।ইউটিউব ঘাটাঘাটি করে হোমিওপ্যাথি তেলের সন্ধান করলাম।তখনই একজন চিকিৎসকের ভিডিও থেকে জাবোরান্দি হেয়ার অয়েল এবং আর্নিকা মন্টানা শ্যাম্পুর কথা জানতে পারলাম।তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাহলে এগুলো সম্পর্কে রিভিউও দেওয়া হয়ে যাবে।

আসলে আমাদের বর্ধমানে হোমিওপ্যাথি ঔষুধের অনেক বড় বড় দোকান রয়েছে।যেখানে অরিজিনাল জার্মানি ঔষুধও পাওয়া যায়, তবে খুবই দাম সেইসব ঔষুধের।অরিজিনাল ঔষুধের দাম বেশি হওয়াটাই স্বাভাবিক, তো মাঝে মাঝেই ব্যথাজনিত কিংবা ছোট ছোট প্রব্লেমের জন্য ওইসব দোকান থেকে জার্মানি ঔষুধ নিয়ে আসা হয়।সেভাবেই ইউটিউবের মাধ্যমে তেল ও শ্যাম্পুর উপকারীতা সম্পর্কে জেনে তারপর চলে গেলাম বর্ধমানের একটি বড় হোমিওপ্যাথি দোকানে।

IMG_20240711_140830.jpg

IMG_20240711_163635.jpg

হোমিওপ্যাথি দোকানে গিয়ে জাবোরান্দি হেয়ার অয়েল সহজেই পেয়ে গেলাম SBL কোম্পানির।যেটার দাম 270 টাকা লেখা থাকলেও আমার কাছ থেকে নিয়েছিলো 230 টাকা।আর ইচ্ছে ছিল আর্নিকা মন্টানা কন্ডিশনার কেনার।কিন্তু দোকানদার পরামর্শ দিলেন আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার কেনার।আর এটা নাকি তাদের খুবই বিক্রিও হয়।যেটাতে শ্যাম্পু এবং কন্ডিশনার একসঙ্গে রয়েছে।তাই আমিও আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে যুক্ত কন্ডিশনার কিনে নিলাম।যেটার দাম 180 টাকা থাকলেও 160 টাকা নিয়েছিলো আমার কাছ থেকে।

উপকারীতা:এখন বলি ,এগুলোর উপকারীতা সম্পর্কে।জাবোরান্দি হেয়ার অয়েল হচ্ছে বিভিন্ন ভেষজ ফুল ও উদ্ভিদ দিয়ে তৈরি করা হয়ে থাকে।এই তেল চুলের গোড়াকে মজবুত করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।চুল গজাতে সাহায্য করে।এছাড়া চুলের খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।মাথায় চুলকানির সমস্যা সমাধানে এই তেল কার্যকরী ভূমিকা পালন করে।।

আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার SBL এর ভেষজ চুলের যত্নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই শ্যাম্পু চুলের গোড়াকে পুষ্ট করে, চুল পড়া কমায় এবং চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।চুলকে মসৃণ, সিল্কি,এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

IMG_20240711_140930.jpg

IMG_20240711_140912.jpg

ব্যবহারের নিয়ম: আসলে এটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল অর্থাৎ বিভিন্ন গাছের জরিবুটি দিয়ে তৈরি।তাই এই তেলের কালার নারিকেল তেলের থেকে একটু আলাদা হয়ে থাকে।আর গন্ধটাও একটু তেতো জাতীয় সেটা বেশ অনুভব করা যায়।তো এটি সারারাতের জন্য মাথার ত্বকে মেখে রেখে দিতে হয়।পরের দিন চুল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আর্নিকা মন্টানা শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হয়।যেটার কালার হচ্ছে এমন টিয়ে রঙের।যদিও এটাতে বেশি ফেনা হয় না চুলে তারপরও দুইবারও ব্যবহার করা যায়।তবে এটা যেহেতু কন্ডিশনারের সঙ্গে যুক্ত তাই এটা 2-3 মিনিট চুলে দিয়ে দেরি করে তারপর ধুয়ে ফেলতে হয়।ভালো ফলাফলের জন্য রোজ ব্যবহার করাও যেতে পারে।আমি এটা এখন থেকে ব্যবহার করছি,আশা করি ভালো ফলাফল পাবো।

এই আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার এটা খুবই সুগন্ধযুক্ত।যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।চাইলে আপনারা এই হেয়ার অয়েল বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন।যাদের মাথার ত্বকে কিংবা চুলের নানা সমস্যা রয়েছে তাদের জন্য এটি খুবই ভালো কাজ দেয়।এটি বিভিন্ন অনলাইন মাধ্যম কিংবা হোমিওপ্যাথি ঔষুধের দোকান থেকে খুব সহজেই কিনতে পাওয়া যায়।।


আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Thanks.

 last month 

আপু আপনি আপনার চুলের সুরক্ষার কথা চিন্তা করে ইউটিউব দেখে যাচাই-বাছাই করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি শ্যাম্পু এবং একটি তেল কিনেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলে চুল পড়া একটি বড় সমস্যা এই সমস্যাগুলো হয় চুলের সঠিক যত্ন না নিতে পারলে বা চুলের খাবার সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে যাই হোক আপনি আপনার কেনা তেল এবং শ্যাম্পু ব্যবহার করে অবশ্যই রিভিউ দিবেন এবং ভালো লাগলে আমরাও কিনবো ইনশাল্লাহ।

 last month 

চুলের সঠিক যত্ন নিলেও খাবারের ভেজালের জন্য এইসমস্ত এখন বেশি হচ্ছে ভাইয়া,ধন্যবাদ ও স্বাগতম আপনাকে সুন্দর মতামতের জন্য।

 last month 

একটি মানুষের সবচেয়ে সুন্দর্যের বড় ভূমিকা পালন করে চুল।চুলের যত্নের কথা চিন্তা করে ইউটিউব থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শ্যাম্পু ও তেল কিনে নিয়েছেন। চুলপড়া চুলের রুক্ষতা এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের।আর এজন্য দরকার আমাদের চুলের যত্ন এবং চুলের খাদ্য। আপনি শ্যাম্পু ও তেল ব্যবহার করে উপকৃত হলে আমরাও চেষ্টা করব কেনার জন্য। ধন্যবাদ আপু দারুন একটা পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 last month 

আসলেই চুল একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরের।আপনার মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last month 

জাবোরান্দি হেয়ার অয়েল এবং আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার কেনার অনুভূতি বেশ ভালো লাগলো।আসলে আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞরা সব কিছু ক্লিয়ার করে থাকে আয়ুর্বেদিক তেল,শ্যাম্পুর উপকারী তা সম্পর্কে। আর এসব জড়িবুটি তেল চুলের গোড়া শক্তও মজমুত করে থাকে চুলের রুক্ষ তা দূর করে চুলকে করে মলিন ও কোমল। ধন্যবাদ আপনাকে চমৎকার জাবোরান্দি হেয়ার অয়েল এবং আর্নিকা মন্টানা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার কেনার সুন্দর অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

অনেক সুন্দর ব্যাখা দিয়েছেন দিদি আয়ুর্বেদিক সম্পর্কে, ধন্যবাদ আপনাকে ও।

 29 days ago 

ইন্ডিয়ান কসমেটিকস গুলো বেশ ভালো হয়।আপনাদের ওদিকে আপু বেশ ভালো কসমেটিকস সেল করে যেগুলো স্কিনের জন্য উপকারী।টাকা একটু বেশি দিলেই ভালো কিছু পাওয়া সম্ভব।কিন্তু আমাদের এখানে সেটা না
আপনি শ্যাম্পু আর তেল নিয়েছেন দুইটাই খুব উপকারী পোস্টটি পড়ে বুঝলাম।আমারও চুল বেশ পড়তে শুরু করেছে এভাবে পড়লে কি যে হবে আগামীতে সেটাই ভাবছি। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 25 days ago 

আপু,আপনিও অর্ডার দিতে পারেন অনলাইনে এটি আর সঙ্গে এই সম্পর্কে ভিডিও দেখে নিতে পারেন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58300.22
ETH 2638.09
USDT 1.00
SBD 2.44