স্বরচিত কবিতা: "অতৃপ্ত ভালোবাসা"

in আমার বাংলা ব্লগlast month (edited)

নমস্কার


কেমন আছেন বন্ধুরা? গরমে ভালো থাকাটা খুবই কঠিন, তারপরও আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।কিন্তু আমি বেশ কিছুটা অসুস্থ।কারন গতকাল রাত থেকেই মাথা,চোখ ও শরীরে হঠাৎ প্রচন্ড ব্যথা অনুভব করছি।সেইসঙ্গে শরীরে এতটাই যন্ত্রনা হচ্ছিলো যে, আজ সারাদিন ছটফটানিতে সময় কেটে গেছে।আর মাথা ও চোখ ব্যথা করার ফলে ফোনের স্ক্রিনে তাকাতেই পারছিলাম না।অনেক কষ্টে তবুও পোস্টটি লিখতে বসেছি রাত্রে।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20240428_235416.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে অতৃপ্ত ভালোবাসার কথা বলা হয়েছে।অর্থাৎ ভালোবাসা রঙিন না হলেও অপেক্ষারা তার সঙ্গী এই কথা বলা হয়েছে।ভালোবাসার জন্য প্রতীক্ষা করতে করতে জীবনের একটি বড় সময় হারিয়ে যায়।যে প্রতীক্ষা আমাদের বেঁচে থাকার রসদ।তো আমার ভাবনাগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অতৃপ্ত ভালোবাসা


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

হঠাৎ সন্ধ্যায় অতৃপ্ত ভালোবাসাগুলি হয় মুক্ত
স্বাধীনতার প্রাণ খুঁজে মাথাচাড়া দিয়ে ওঠে,
আমি প্রতীক্ষায় দিন কাটাই
প্রথম ভোরের স্বতঃস্ফূর্ত মায়ায়।
তুমি ফিরে আসবে বলে
সবটুকু ভালোবাসার মুহূর্ত জড়ো করে,
রংহীন ভালোবাসার মিছিলে
অপেক্ষারাই হয়েছে একমাত্র সঙ্গী।
কিছু ভালোবাসা থেকে যায় গোপনে
ফিকে রঙের সাগরে,
কিছু ব্যথা থেকে যায় অনুভবে
কিছু আহ্বান অতি সংগোপনে।
নীরবতার বাঁধ পেরিয়ে
আমি হেরে যায় যন্ত্রণার কাছে,
তোমার স্পষ্ট অনুভবে ফিরে আসে সতেজতা
স্মৃতিগুলো রহস্যময়ভাবে নাম লেখায়---
জীবন্ত খাতায় অন্ধকারের সন্নিবেশে
আমার অতৃপ্ত ভালোবাসাগুলি পুনরায় গন্তব্যে ফেরে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Thanks.

 last month 

এটা সত্যি বলেছেন দিদি কবিতা হল অনুভূতির ফসল। অনুভূতি ছারা কবিতা লেখা কখনোই সম্ভব নয়। যখন ভালোবাসা গোপনে থেকে যায় তখন সেই ভালোবাসা অতৃপ্ত রয়ে যায়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 last month 

যখন ভালোবাসা গোপনে থেকে যায় তখন সেই ভালোবাসা অতৃপ্ত রয়ে যায়।

অনেক সুন্দর একটি কথা বলেছেন, ধন্যবাদ দাদা।

 last month 

আসলে আপনি অসুস্থতা নিয়েও এত কষ্টের মাঝে সুন্দর একটি কবিতা লিখেছেন। আর মাথা ব্যাথা ও চোখে তুলতে না পারলে খুবই খারাপ লাগে। তারপরেও ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা লিখলেন, কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 last month 

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

দারুন কবিতা লিখেছেন দিদি লাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া ভালোবাসা কেন্দ্রিক কবিতাগুলো পড়ার প্রতি আমার আগ্রহ বেশি থাকে। যাইহোক সুন্দর কবিতা লিখে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

সত্যিই দিদি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার প্রতীক্ষায় জীবনের একটি সময় পার হয়ে যায়। তারপরও সেই প্রিয়জনের কথা গুলো হৃদয় থেকে যায়। আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থতা নিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ দিদি আপনাকে।

 last month 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপু।

 last month 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, আসলে ভালোবাসার অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো যেন বেড় হতেই থাকে মনের ভিতর থেকে। আসে প্রিয়জনকে না পাওয়ার ভালোবাসার মুহূর্ত গুলো যেন কবিকার মাধ্যমে প্রকাশ করতে ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে তাই ভালো লাগলো।

 last month 

পাওয়া না পাওয়ার মিশেলেই যেন কবিতার জন্ম হয়, ধন্যবাদ ভাইয়া।

 last month 

বাহ আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অতৃপ্ত ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসা হচ্ছে একটা প্রতিজ্ঞা। এই ভালোবাসার জন্য মানুষের অনেক সময় হারিয়ে যায়। তবে আবার ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর। তবে আপনার কবিতাগুলো এমনিতে বেশ চমৎকার হয়। এর আগেও আমি আপনার অনেক কবিতা পড়েছি। সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আবার ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর।

ঠিক বলেছেন আপু,সুন্দর পৃথিবীও ফিকে হয়ে যায় ভালোবাসার কাছে।ধন্যবাদ আপনাকে।

 last month 

ওয়াও অসাধারণ আজকে আপনি অনেক সুন্দর করে অতৃপ্ত ভালোবাসা কবিতাটি লিখেছেন। কিছু কিছু ভালোবাসা আছে অতৃপ্তি থেকে যায়। আর ভালবাসা নিয়ে সবাই অনেক কিছু স্বপ্ন দেখে। তবে আপনার কবিতার মাধ্যমে ভালোবাসা অনুধাবন করা যায়। এবং কবিতাটি খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

ভালোবাসা থেকেই নতুন নতুন স্বপ্নের উৎপত্তি,ধন্যবাদ ভাইয়া।

 last month 

আমি কবিতা লিখতে যেমন অনেক বেশি ভালোবাসি, তেমনি কবিতা পড়তেও আমার কাছে খুবই ভালো লাগে। আর কবিতার মধ্যে যদি সুন্দর ভালোবাসাকে ফুটিয়ে তোলা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগবে। আপনি ভাবনা গুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে, এটা সত্যি দারুণ লেগেছে। দিদি আমার কাছে আপনার আজকে এই কবিতাটা লেখার টপিক সব থেকে বেশি দারুন লেগেছে। আপনার কবিতা সব সময় পড়ার অপেক্ষায় থাকলাম।

 last month 

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দেয়,ধন্যবাদ ভাইয়া।এভাবেই পাশে থাকবেন আশা করি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68518.46
ETH 3760.02
USDT 1.00
SBD 3.66