"দুর্গাপূজার কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আজ শেয়ার করবো নবমী পূজা দেখার কিছু অনুভূতি ও প্যান্ডেলের ফটোগ্রাফি।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

বর্ধমানের দুর্গাপূজা প্যান্ডেল: "পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটি"

IMG_20240812_235427.jpg

IMG_20240813_001648.jpg
লোকেশন

বর্ধমান একটি ঐতিহাসিক শহর।কলকাতার পরেই তাই বর্ধমান শহরের নাম বলাই যায়।কারন এই বর্ধমান শহরের আলাদা একটা ঐতিহ্যও খ্যাতি যেমন রয়েছে তেমনি বেশ পরিচিতিও রয়েছে।বর্ধমান শহরে আগেকার দিনে অনেক জমিদার ও রাজ -রাজাদের বসবাস ছিল।বর্তমানে সেই জমিদারীত্ত্ব না থাকলেও তাদের কিছু বংশধর রয়েছে,আবার কোনো কোনো রাজা তার সম্পত্তি কলেজ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন।কোনো কোনো জমিদার বাড়ি আবার পরিত্যক্ত অবস্থায় পাখি কিংবা ছোট ছোট প্রাণীর বসবাসের স্থান হয়ে রইয়ে গেছে। যাইহোক আমি নবমীর দিনে বর্ধমান শহরের পূজা দেখতে বের হয়েছিলাম।আর ঘুরে ঘুরে মোট ছয়টি প্যান্ডেলের পূজা দেখেছি।প্রত্যেকটি প্যান্ডেল আলাদা আলাদা থিম ও বিষয়ের উপর ভিত্তি করে তৈরি।তাই সবগুলো প্যান্ডেলের বর্ননা বা ছবি ইতিমধ্যে শেয়ার করা শেষ।শুধুমাত্র এই একটি মাত্র প্যান্ডেল বাকি রয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক---

পদ্মশ্রী ক্লাবের পূজা দেখেই জিডি রোড ধরে হাঁটতে হাঁটতে একটি ছোট্ট মন্দিরের প্রতিমা দর্শন করে আবার চলা শুরু করলাম।তারপর 10 মিনিট হাঁটার পর আমরা পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির পূজা প্যান্ডেলে এসে পৌঁছালাম।

পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গামা দর্শন

◆থিমের নাম:(সহজ পাঠ)

IMG_20240813_001245.jpg

IMG_20240813_001214.jpg

IMG_20240813_001301.jpg

এই দুর্গাপূজা প্যান্ডেলের থিম হচ্ছে সহজ পাঠ।অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় সংস্করণের আদলে করা হয়েছে।এখানে প্রতি বছর কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে পেইন্টিং এর মাধ্যমে প্যান্ডেল সাজানো হয়।আর পুলিশদের উদ্যোগে পূজাটি করা হয়।তাছাড়া এখানে বিভিন্ন কাগজ ও কাপড়ের উপর কালো রঙের পেইন্টিং ও রঙিন পেইন্টিং আকারে বিভিন্ন আর্ট করা হয়।প্রত্যেকটি পেইন্টিংটির মাঝে নতুন ধরনের বিষয় ফুটিয়ে তোলা হয়েছে।

IMG_20240813_001322.jpg

IMG_20240813_001354.jpg

IMG_20240813_001447.jpg

এখানে মায়ের মূর্তি ছিল সাদা রঙের এবং অপূর্ব সুন্দর দেখতে।এছাড়া ঝাড়বাতি আলোকসজ্জার বাহার ছিল অনেক।যেগুলো আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করছি।তবুও এখানে কিছু পেইন্টিং দেওয়ার চেষ্টা করলাম।আমি কিন্তু সারা বছর এই প্যান্ডেলের সুন্দর সুন্দর পেইন্টিং এর আলোকচিত্র আপনাদের সঙ্গে শেয়ার করেছি।এখানে নানা কবির কবিতার আদলে পেইন্টিং করা হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও ছোটগল্পের চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং তা রং-তুলির মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

IMG_20240813_001744.jpg

IMG_20240813_001722.jpg

IMG_20240813_002026.jpg

প্রত্যেক দেওয়ালে অনেকগুলো পেইন্টিং এর সমাহার চোখে পড়ে।যখন আমি এগুলোর ছবি একটি একটি করে এক পাশ থেকে তুলতে তুলতে যাচ্ছিলাম তখন অনেকেই আমার দিকে তাকিয়ে ছিলেন।তাতে কি আসে যায়, আমি যদি না তুলতাম ছবিগুলো তাহলে তো এত সুন্দর সুন্দর ছবি আপনারাও উপভোগ করতে পারতেন না তাইনা!তাছাড়া প্রত্যেকটি পেইন্টিং এর মধ্যে এক একটি গল্প লুকিয়ে রয়েছে যেন।।

IMG_20240813_001600.jpg

IMG_20240813_001624.jpg

IMG_20240813_001417.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61039.43
ETH 2460.28
USDT 1.00
SBD 2.66