"শীতে আমার ফুল বাগান"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমি আমার শীতের ফুল বাগানের কয়েকটি ছবি শেয়ার করবো।যাইহোক তো চলুন দেখে নেওয়া যাক-----

শীতে আমার ফুল বাগান:

হলুদ চন্দ্রমল্লিকা ফুল

IMG_20221224_042245.jpg
লোকেশন

বন্ধুরা, শীতে আমার বাগান ফুলে ফুলে পরিপূর্ণ নয়।কারণ আমি এই বছর কোনো ফুলের চারা রোপন করিনি।পুরোনো বছরের কিছু চন্দ্রমল্লিকা ফুল গাছ ছিল সেটাই যত্ন করে বাঁচানোর চেষ্টা করেছি।যদিও সবাই শীতে নতুন নতুন ফুলের চারা বসায়।কারন প্রত্যেক বছরের চন্দ্রমল্লিকা গাছ সেই বছরে গরমের দিকেই মারা যায়।যাইহোক এটি একটি হলুদ চন্দ্রমল্লিকা ফুল।

হলুদ চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি

IMG_20221224_042259.jpg

আমার সবথেকে ভালো লাগে ফুলের কুঁড়ি দেখতে।আর এটি হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি।এটা অর্ধফোটা অবস্থায় রয়েছে।আমার বাগানের চন্দ্রমল্লিকা ফুলগুলি দেশি জাতের।দুই বছর আগে বারাসতের এক দাদাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল।আমার বাগানে অনেক ফুল গাছ ছিল।কিন্তু প্রচন্ড ঘাসের চাপে মারা গেছে।এটা কোনো সাধারণ কোমল ঘাস ছিল না।বেনা গাছ ছিল অর্থাৎ আমরা যাকে ছোট কাশফুল গাছ বলি।এটার শিকড় এতটাই শক্ত ও গভীর যে এটা পরিষ্কার করতে গিয়েই আমার ফুল গাছ অনেক মারা গেছে।

IMG_20221224_042310.jpg
লোকেশন

এখন আমার বাগান ঝকঝকে পরিষ্কার।তবে বাগানে শীতে ফুলের সংখ্যা খুবই কম।মাত্র চার থেকে পাঁচটি,বাকি ফুল গাছ শুন্য।অন্যান্য সিজনের ফুল গাছ রয়েছে বলে ফুল ধরেনি গাছে।আমার গ্রামের বাড়িতে বড়ো জাতের চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে।হলুদ চন্দ্রমল্লিকা ফুলগুলি ছোট ছোট হলেও বেশ সুন্দর দেখতে,কিছুটা গোলাপের মতো।

IMG_20221224_042116.jpg

চন্দ্রমল্লিকা ফুল আমার ছোটবেলা থেকেই খুবই প্রিয়।এই ফুলের অজস্র প্রজাতি ও রং রয়েছে।আমার কাছে বেশি ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুলের রং পরিবর্তনের বিষয়টি।যতই দিন যায় ফুটন্ত ফুলের রং পাল্টাতে থাকে।চন্দ্রমল্লিকা ফুল খুবই আকর্ষণীয়, যা তার পাপড়ি দিয়ে সকলকে মুগ্ধ করে।

সাদা চন্দ্রমল্লিকা ফুল

IMG_20221224_042228.jpg

এবারে আসি সাদা চন্দ্রমল্লিকা ফুলের কথায়।হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল আমার বাগানে কম থাকলেও সাদা রঙের
চন্দ্রমল্লিকা ফুল গাছ অনেক ছিল।যাইহোক এখন অল্প কয়েকটি গাছ রয়েছে তাতেই ফুল ফুটেছে।আর এগুলোই বাঁচানোর চেষ্টা চলছে।

IMG_20221224_042149.jpg
লোকেশন

IMG_20221224_042134.jpg

দেশি চন্দ্রমল্লিকা ফুলের বৈশিষ্ট্য পাপড়িগুলির একটি স্তর থাকে ।কিন্তু হাইব্রিড জাতীয় চন্দ্রমল্লিকা ফুলের অনেকগুলো স্তর থাকে।তাছাড়া দেশি ফুলগুলি অনেকগুলি স্তর থাকলেও বেশ ছোট সাইজের হয়ে থাকে।

IMG_20221224_042211.jpg
লোকেশন

IMG_20221224_042200.jpg

ফুলের গাছগুলো খুবই ছোট সাইজের।তবে ফুলে পরিপূর্ণ হয়ে সেটা অনেক সুন্দর দেখতে লাগছে।বড় জাতের চন্দ্রমল্লিকা ফুলগুলির ডালিয়া ফুলের সঙ্গে অনেকখানি সাদৃশ্য রয়েছে।শুধু পার্থক্য সাইজের, ডালিয়া ফুল অনেকটা বড়ো হয়ে থাকে যাতে অনেক পাপড়ির স্তর থাকে।

হাইব্রিড পাথরকুচি ফুল

IMG_20221224_042356.jpg

এটি হাইব্রিড পাথরকুচি ফুল।অনেকের কাছেই এটি নতুন মনে হতে পারে তাই দেওয়া।এই ফুলগুলি অসম্ভব সুন্দর দেখতে।এটা হাত দিয়ে চাপ দিলে পটকার মতো ফেঁটে যায়।কিন্তু ভিতরের ফুল নষ্ট হয়ে যায়।

IMG_20221224_042408.jpg
লোকেশন

ছোট পাথরকুচি গাছে ফুল ফুটতে দেখা যায় না।এই ফুলগুলিকে দেখে কেউ কেউ মরিচ কিংবা আঙ্গুর ফল ভাবেন।যাইহোক এর ভিতর থেকে লম্বাকৃতির একটি ফুল বের হয়।

IMG_20221224_042420.jpg

হাইব্রিড পাথরকুচি ফুলগুলি অনেক সুন্দর দেখতে।প্রতিবছর আমি দুটি করে গাছ রেখে বাকিগুলো উপড়ে ফেলে দিই।কারন পাথরকুচি ফুল গাছ পাতার মাধ্যমে জন্মায়।তাই বেশি রাখি না।তো এটাই ছিল শীতে আমার ফুল বাগানের দৃশ্য।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸ধন্যবাদ সকলকে🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

শীতকাল আসলেই যেন প্রত্যেকের মনের মধ্যে বাগান করার একটা আগ্রহ চলে আসে। আপনার বাগানের চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলগুলোর আকৃতি একটু ছোট হলেও দেখতে অনেক সুন্দর দেখায়। আপনার বাগানের পাথরকুচি এর ফলগুলো তো দারুন হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতকালে হচ্ছে ফুলের সমারোহ। আপনার ফুল বাগান দেখতে অনেক সুন্দর লাগছে।চন্দমল্লিকা ফুল গুলো দেখতে অনেক সুন্দর। আপনি ঠিক বলেছেন ফুলের রং পরিবর্তন হওয়া সবচেয়ে বেশি ভালো লাগে। পাথর কুঁচি ফুল গুলো আমি কখনো দেখিনি। যাইহোক অনেক সুন্দর লাগছে আপনার ফুল বাগান। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা হাইব্রিড পাথরকুচি ফুল আপু,আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি যখন গ্রামে ছিলাম তখন বাড়ির সামনে অনেক ফুলের গাছ লাগানো হতো। এখন অবশ্য বারান্দায় আছে দু'য়েকটি। আমারও আপনার মতো এবার তেমন লাগানো হয়নি। শীত আসলেই মনে হয় যেন বসন্তের একটু আবাস পাওয়া যায়। কারণ শীতের সময় থেকে কয়েক পদের ফুল ফোটতে শুরু করে আর বসন্ত কালে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। যাই হোক আপনার হলুদ কালার চন্দ্রমল্লিকা ফুল দেখতে দারুণ সুন্দর লাগছে। এই গাছগুলো নার্সারিতে দেখেছি কিন্তু কখনো লাগানো হয়নি। এটা ঠিক বলেছেন দিদি হাইব্রিড পাথরকুচি ফুলগুলি দেখে আমি পাঁকা মরিচ ভেবেছিলাম। এই ফুল কখনো দেখা হয়নি তাই ইউনিক লেগেছে। আপনার বাগানের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই তাই আপু,পাথরকুচি ফুলগুলি দেখতে আসলেই পাঁকা মরিচের মতো।আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই দুঃখজনক কথা যে এবার শীতে আপনি বাগান পরিচর্যা করেননি এবং নতুন কোন ফুলের চারা রোপন করেননি 🤣🤣 শীতকাল মানেই চারিদিকে ফুলের সমারোহ প্রজাপতি এবং মৌমাছির আনাগোনা এবং ফুল থেকে মধু আহরণের দৃশ্য। যদিও আপনি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে এবার বাগানটি সাজিয়ে রেখেছেন মোটামুটি এটাও ভালো।। তবে আমি কিন্তু আমার ফুলের বাগান সব রকমের ফুল দিয়ে একদম জাকজমক করে সাজিয়ে রেখেছি।। এতে করে পুরো শীতের সময় টা খুব ভালোভাবে উপভোগ করতে পারব ফুলে ফুলে।।

 2 years ago 

আসলেই এ বছর সময় হয়ে ওঠেনি ভাইয়া।যাইহোক আপনি ফুলের বাগান সাজিয়েছেন এটা ভালো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লাল ফুল গুলোকে মরিচ ভেবেছিলাম প্রথমে। পরে বুঝতে পারলাম এগুলো ফুল ছিলো। আসলে আপু শীতকাল এমন একটা কাল যেখানে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন প্রকার ফুলের সমারোহ দেখা যায়। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

লাল ফুলগুলোকে মরিচ ভেবেছিলাম প্রথমে।

ওটাই তো মজার আপু,আপনার অনেকদিন পর মন্তব্য পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীতকালে এখন প্রায় সকলের বাগানে অনেক প্রজাতির ফুল দেখা যায় কিন্তু আপনার বাগান প্রায় শূন্য। আসলে আমি মনে করি বাগানের ফুল গাছগুলো যদি যত্ন সহকারে রাখা হয় তাহলে সেটা অবশ্যই বেঁচে থাকে এবং নতুন নতুন ফুল ফোটে। বাগানে গাছগুলোর গোড়ার দিকে যেয়ে ঘাস থাকে সেই ঘাস যদি প্রতিনিয়ত পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আর ঘাস গাছকে চেপে ধরতে পারে না। তবে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি গুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। শেষের দিকের ফটোগ্রাফি দুটো দেখে আমি ভেবেছিলাম সত্যিই এগুলো গোল মরিচ হবে হয়তো পরবর্তীতে অবশ্য ধারণা পাল্টে গিয়েছে।

 2 years ago 

ভাইয়া ,এটা সেই ধরনের ঘাস নয় কিন্তু।এটা ছোট কাশফুল গাছ যেটি পরিষ্কার করা খুবই কঠিন ছিল কারন খুবই গভীরে শিকড় থাকে।ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you💝.

 2 years ago 

আপু সাদা এবং হলুদ চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে ভালই লাগছে। আর সবার শেষে যে হাইব্রিড পাথরকুচি ফুল গুলো দেখলাম সে গুলো মনে হয় আমি আর কখনো দেখি নাই। ফুল গুলো দেখতে অনেকটা মরিচের মত দেখা যায়। ভালই লেগেছে দেখে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কাছে ফুলগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58363.73
ETH 2484.43
USDT 1.00
SBD 2.39