এসো নিজে করি----"সবজি বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী"

in আমার বাংলা ব্লগlast month (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সকলেই ভালো আছেন।যদিও আমি এখন বেশ ব্যস্ত সময় পার করছি।তারপরও আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি diy পোষ্ট শেয়ার করতে।

এসো নিজে করি----"সবজি বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী"

IMG_20240715_141345.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।এখন যেহেতু diy সপ্তাহ চলছে,তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি diy পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে "সবজি বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী" শেয়ার করেছি।আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই সম্পন্ন নতুন কিছু তুলে ধরার জন্য।তাছাড়া বর্তমানে একটি সমসাময়িক ঘটনা খুবই চোখে পড়ছে।সেটা হচ্ছে রাসেল ভাইপার, আর এর উত্তেজনা এবং মাতামাতি বাংলাদেশের ফেসবুকের দুনিয়া জুড়েই।যদিও আমাদের দেশের মানুষ অতটা উৎসুক নয় রাসেল ভাইপারকে নিয়ে।তারপরও আমাদের কমিউনিটির জেনারেল চ্যাটিংয়ে ও ভালোই চোখে পড়ে এই রাসেল ভাইপারকে নিয়ে জমে ওঠা আলাপচারিতাগুলি।তাই আমি করলা ও পাকা কাকরোলের বীজ দিয়ে দুটি সাপ তৈরি করলাম। এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে diy টি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240715_141207.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.সবজি বীজ
2.কালো বলপেন ও
3.আঠা

IMG_20240715_140347.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240715_140405.jpg
প্রথমে আমি সবজির সাদা ও কালো রঙের বীজগুলি আলাদা করে নিলাম।

ধাপঃ 2

IMG_20240715_140418.jpg
এরপর আঠা দিয়ে একটি সাপের আকৃতি তৈরি করে নিলাম।

ধাপঃ 3

IMG_20240715_140443.jpg
এবারে আঠার উপর দিয়ে ছোট বড় পাকা কাকরোলের বীজ সাজিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240715_140513.jpg
তো এভাবে আমি সমস্ত আঠার উপর বীজগুলি একটি একটি করে সাজিয়ে নিয়েছি ,এখন মুখ তৈরি করে নেব রাসেল ভাইপারের।

ধাপঃ 5

IMG_20240715_140528.jpg
এখানে রাসেল ভাইপারের দেহের গঠন সম্পন্ন করে নেওয়া হয়ে গিয়েছে।

ধাপঃ 6

IMG_20240715_140553.jpg
এখন আরো তিনটি বীজ সাজিয়ে নিয়ে তৈরি করে নিলাম এবং সাদা রঙের বীজ কেটে দুটি সরু ফনা তৈরি করে বসিয়ে দিলাম আঠা দিয়ে।

ধাপঃ 7

IMG_20240715_140610.jpg
এরপর সাদা রঙের বীজ থেকে টুকরো নিয়ে রাসেল ভাইপারের চোখ তৈরি করে নিলাম।

ধাপঃ 8

IMG_20240715_140625.jpg
এবারে একইভাবে রাসেল ভাইপারের পাশে তার সঙ্গী তৈরি করে নিলাম সাদা রঙের সবজির বীজ দিয়ে।

ধাপঃ 9

IMG_20240715_140658.jpg
এরপর সাদা রঙের সাপের মুখ তৈরি করে নিলাম আরো তিনটি বীজ সাজিয়ে।

ধাপঃ 10

IMG_20240715_140821.jpg
এখন কালো রঙের বলপেন দিয়ে রাসেল ভাইপারের সঙ্গীর মুখের ফনা একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240715_140938.jpg
সবশেষে কালো রঙের সবজি বীজ টুকরো করে কেটে নিয়ে চোখ তৈরি করে নিলাম সাদা রঙের সাপটির।

ছবি উপস্থাপন:

IMG_20240715_140953.jpg

IMG_20240715_141317.jpg

IMG_20240715_141302.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "সবজি বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী"।এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।


আশা করি আমার আজকের diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 last month 

আপু আপনার পোস্টগুলো যতই দেখি ততই ভালো লাগে আমার কাছ থেকে। এ ধরনের পোস্ট করতে হলে আসলেই সৃজনশীল দক্ষতার প্রয়োজন।সবজি বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী, প্রতিটি ধাপ বেশ চমৎকার লেগেছে আমার কাছ থেকে শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 24 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমি কাজের প্রতি উৎসাহ পাই ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 24 days ago 

Thanks.

 last month 

কি ভয়ংকর দিদি সাপ দুটো। আপনি বাংলাদেশেদী বাংলা ব্লগ বন্ধুদেরকে ভয় দেখাতে বানিয়েছেন নাকি এই রাসেল ভাইপার দুটো হাহাহা। চমৎকার সুন্দর হয়েছে কিন্তুু।ধাপে ধাপে সবজি বীজ দিয়ে চমৎকার সুন্দর করে বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন নিয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 24 days ago 

একদমই না দিদি,আমি তো ভয় না দেখিয়ে মজার ছলে বানালাম।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 last month 

শেষ পর্যন্ত রাসেল ভাইপার তৈরি করে ফেলেছেন আপু দেখে কিন্তু খুবই ভালো লাগলো। সবজির বীজ কাজে লাগিয়ে কোন কিছু তৈরি করার আইডিটা খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে এই পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 24 days ago 

আমার আইডিয়াটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 last month 

চলমান সময় সবথেকেও আলোচিত রাসেল ভাইপার। আর এটি আপনি সবজির বীজ দিয়ে তৈরি করে দেখিয়েছেন খুবই চমৎকার লাগছে দেখতে। বলতেই হয় একেবারে ইউনিক একটি পোস্ট করেছেন আপনি। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 24 days ago 

চেষ্টা করেছি ইউনিকভাবে তুলে ধরার জন্য, আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে উৎসাহ পেলাম।ধন্যবাদ ভাইয়া।

Hi, @green015,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

 last month 

Thank you.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last month 

Thank you so much💝.

 last month 

সবজি বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী অসাধারণ হয়েছে সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। রাসেল ভাইবার যেন আলোড়ন সৃষ্টি করেছে সেই সাথে আপনার দক্ষতার সাথে তৈরি করা দেখতে পেয়ে ভালো লাগলো।

 24 days ago 

আলোড়ন সৃষ্টি করছে বলেই তো এভাবে তৈরি করলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last month 

আইডিয়াটা অনেক চমৎকার ছিল দিদি। সবজির বীজ দিয়ে রাসেল ভাইপার ও তার সঙ্গী আমাদের মাঝে বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।বেশ দক্ষতার সাথে দারুণভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে ।

 24 days ago 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমিও খুশি আপু,ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ আইডিয়াটি বেশি দারুন ছিল আপনার। সবজির বীজ দিয়ে তৈরি রাসেল ভাইপার ও তার সঙ্গী এটা পড়ে হাসতে হাসতে শেষ। যাই হোক খুব ভালো লাগলো আপনার ডাই পোস্টটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করছি।

 24 days ago 

আমি আপনাকে একটু হলেও হাসাতে পেরেছি,এটাই ভালো লাগছে।ধন্যবাদ আপু,আপনারাও ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.07
ETH 2731.78
USDT 1.00
SBD 2.45