"এলোমেলো কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"এলোমেলো কিছু ফটোগ্রাফি"।

শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেলেও তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনের গ্যালারিতে।যদিও একটি পোষ্টের মাধ্যমে সব চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই আজ চলে আসলাম সম্পূর্ণ ভিন্নধর্মী কিছু নানান স্মৃতিকে কেন্দ্র করে কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি নিয়ে।[বর্ধমান শহরের পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গা পূজামন্ডপ থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত **সহজ পাঠ** বা প্রথম সংস্করণের এর আদলে তুলে ধরা হয়েছে।প্রতিবছর এখানে প্যান্ডেলে বিভিন্ন ধরনের আর্টকে কেন্দ্র করে করা হয়।ভিন্ন ভিন্ন বিষয় দিয়ে কাগজ কিংবা কাপড়ের উপর আর্ট করে সাজানো হয় প্যান্ডেলটি।]আশা করি জলরঙে করা ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

এলোমেলো কিছু ফটোগ্রাফি:

IMG_20240327_233438.jpg

এটি একটি নাম না জানা সাদা রঙের ফুল।আসলে ফুলটি দেখতে কিছুটা মিনি সূর্যমুখী ফুলের মতোই কিন্তু এর নাম আলাদা।তাছাড়া এই ছোট ফুলগুলি একটি লম্বা ডাটির উপর ভর করে দাঁড়িয়ে থাকে।যেটা দেখতে খুবই ভালো লাগে।

IMG_20240327_234931.jpg

এই ছবিটি একজন মা তার বাচ্চাকে কিছু দেখানোর ইঙ্গিত দিচ্ছেন।অর্থাৎ গাছে ধরে থাকা আপেল দেখিয়ে বাচ্চাদের আনন্দদানের চেষ্টা করছেন।যেমনটি শৈশবে আমাদের মা-বাবা আমাদেরকে নানান কিছু দেখিয়ে শান্ত করে শেখানোর চেষ্টা করেন।

IMG_20240327_233723.jpg

ছবির টাইটেল পড়েই বুঝতে পারছেন এটি ছুটি গল্পের প্রতিচ্ছবি।আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই হৃদয় নাড়ানো ছোট্ট গল্পটি খুবই করুণ।বিশেষ করে ফটিকের শেষ অবস্থা সবার মনকে ব্যথিত করে।

IMG_20240327_235329.jpg

এটি একটি শৈশবের অতীব সুন্দর চিত্র।যেখানে আমাদের সকলের শৈশবকে স্মরণ করিয়ে দেয়।স্মরণ করিয়ে দেয় মালা-খোলা খেলার সেই মুহূর্তকে ।

IMG_20240327_233550.jpg

এটি একটি যুদ্ধের জন্য সুসজ্জিত ঘোড়ার দৃশ্য।এই ছবিতে ঘোড়া এবং একইসঙ্গে চক্র, তীর ইত্যাদি দেখানো হয়েছে।

IMG_20240327_233415.jpg

এই ছবিটি খুবই শিক্ষণীয়।আসলে কথায় বলে --দশে মিলে করি কাজ ,হারি জিতি নাহি লাশ।সেইরকম-ই একটি বড় আরশোলাকে ঘিরে অনেক পিঁপড়ের আনাগোনা।পিঁপড়ে সবসময় পরিশ্রমী তাই সবাই মিলে বিরক্তিকর আরশোলার উপর হামলা করে দেয়।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thank you.

 2 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো এর মাধ্যমে শৈশবের বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। বিশেষ করে ছুটি গল্পের প্রতিচ্ছবি। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য, ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার পেইন্টিং গুলোর ফটোগ্রাফি দারুণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

দুর্গাপূজায় ঘোরাঘুরি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি এবং সেগুলো আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আসলে দুর্গাপূজায় তৈরি করা কাপড়ের উপর বিভিন্ন রকমের চিত্রগুলো শৈশবের বেশ কিছু স্মৃতি মনে করিয়ে দিল এবং এখানে বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে। এরকম সুন্দর কিছু দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার সাবলীল মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলেই সাধারণের ফুলটি যেন মিনি সূর্যমুখী ফুল। ফুলের পাপড়ি আর মাঝের হলুদ অংশ যেন সূর্যমুখী ফুলের মতই সৌন্দর্য ফুটিয়ে তোলে। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলেই ভাইয়া, সূর্যমুখী ফুলের মতোই মনে হচ্ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর হয়েছে আপনার তোলা এলোমেলো এই আলোচিত্রগুলো। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সাদা কালারের এই ফুল টা দেখতে তো আরো বেশি ভালো লেগেছে। দূর্গা পূজা শেষ হলে ও আপনার তলা বেশ কিছু ফটোগ্রাফি ছিল দেখতে সত্যি খুব দারুণ ছিল। আপনার এই পোষ্টের মাধ্যমে আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেয়ে আমার কাছে ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, এগুলোর প্রশংসা করতে হচ্ছে।

 2 months ago 

আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হাহাহা! শেষের আরশোলাকে ঘায়েল করার বিষয়টি কিন্তু খুবই ভালো ছিল দিদি। দশেমিলে করি কাজ, হারিজিতি নাহি লাজ। একদম তাই করেছে পিপড়ার দল। প্রথম ফুলের ফটোগ্রাফি টাও ভালো ছিল। 🌼

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া,আরশোলা জব্দ হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দিদি আপনার ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও কিন্তু বেশ দারুন ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে।তবে মা ও বাচ্চার ফটোগ্রাফি এবং ছুটির ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 2 months ago 

বাহ আপনি তো খুব সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আসলে ফটোগ্রাফি করতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলোকে চমৎকার হয়েছে। সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলেই ফটোগ্রাফি করা ধৈর্য্যের ব্যাপার,ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 69831.92
ETH 3744.43
USDT 1.00
SBD 3.77