স্বরচিত কবিতা: "রাতগুলি অন্ধের ছোঁয়া"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি একটু ভালোবাসার ভিন্নরকম অনুভূতিকে নিয়ে লেখা হয়েছে।যেখানে ভালোবাসা ও কল্পনাকে তুলে ধরা হয়েছে।মানুষ যাকে ভালোবাসে তাকে কখনোই ছাড়তে চায় না।বরং নানা স্বপ্ন সাজানোর মাঝ দিয়ে অবাস্তব কল্পনার সাগরেও ভাসিয়ে নিয়ে যায়।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
রাতগুলি অন্ধের ছোঁয়া
ভালোবাসার পূর্নতাঘেরা মনের স্বাক্ষরে,
অন্য কারো পদচারনা হবে না
তুমি বিনা রাতগুলি অন্ধের ছোঁয়া।
চাই শুধু বাক্যহীন হয়ে তোমাকে পেতে
আর তুমি থাকো অস্থিরতা ঘিরে,
তুমি ভালোবাসার অগ্নি হয়ে ঝড়ে পড়ো
হৃদয়ের সব সীমানা অতিক্রম করে।
বাইরের সৌন্দর্য্য আমাদের আশাহত করে না
শুন্যতায় ঘেরা মনের দরজাগুলি,
কল্পনার প্রেমিক পুরুষ হয়ে ধরা দেয়
আবেগগুলো ঠিকরে পড়ে বালুচরের মতো।
আমার একটা নিষ্পাপ মন চাই
যা ছন্দের জাদুতে বাঁধা থাকবে,
আত্মবিশ্বাস দিয়ে পরিপূর্ণ থাকবে
আর ভালোবাসার কিনারা ছাপিয়ে উপচে পড়বে ঢেউ।
নীল তিমি এসে সেখানে বাঁধা দেবে না
গোলাপের পাপড়িরা মাথা নুয়াবে না,
রাতের তারাগুলো নেমে আসবে স্বাগত জানাতে
আর বৃষ্টি হয়ে ঝরে পড়বে ভালোবাসার রংগুলি।
মনের ক্ষতগুলি স্পর্শ দিয়েই সারতে চায়
হৃদয়ের সব নীরবতায় দাঁড়িয়েও,
আমাকে কেউ বোঝে না তরুতলের মতো
সবাই আশ্রয় নিয়েও শুদ্ধতার জাল বুনে না।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আসলে ভালোবাসার অনুভূতিটা সবার কাছে একরকম নয় ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভালোবাসার অনুভূতিটা ভিন্ন রকম হয়। কবিতার ভাষায় চমৎকার লিখেছেন দিদি প্রতিটা লাইন ভালো লেগেছে আপনার চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
চমৎকার মন্তব্য উপস্থাপন করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলেছেন আপু কবিতা মনের অনুভূতিরই ফসল বটে। কবিতার মাধ্যমে মনের সব অনুভূতি সুন্দর প্রকাশ করা যায়। ভালোবাসা আর কল্পনাতো একটির সঙ্গে আরেকটি জড়িত। ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার লাইন গুলো খুব ভালো লেগেছে আমার কাছে।
আপনার কাছে আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমার ও,ধন্যবাদ আপু।
পূর্ব দিনগুলোর মত খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা সুন্দর এই কবিতা পড়ে মুগ্ধ হলাম। চমৎকার লিখেছেন কবিতাটা। কবিতার প্রতিটা লাইন বেশ দারুন মিল ও সুন্দর শব্দ দিয়ে লেখা।
সবসময়ের মতো দারুণ মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
অনুভূতির ফসল থেকে আজ দারুন একটি ফসলের ফুল ফুটেছে। যেমন এই কবিতাটি।
আশা রাখছি আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।
হি হি,মজা পেলাম আবার অনুপ্রাণিত হলাম।ধন্যবাদ আপনাকে আপু।
আপনার কবি প্রতিভার কোন জবাব নেই৷ আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন৷ যেভাবে আপনি এই সুন্দর কবিতা এখানে তৈরি করেছেন তার পড়ে খুবই ভালো লাগছে৷ এখানে একটির পর এক লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷
ছন্দ মিলিয়ে অর্থবহ কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।
বরাবরই আপনার কবিতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে।আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। এত সুন্দর কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য আপু।