জেনারেল রাইটিং: "স্বার্থবাদী মানুষের কমতি নেই"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী অনুভূতি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

জেনারেল রাইটিং: "স্বার্থবাদী মানুষের কমতি নেই"

free-photo-of-mano-pidiendo-ayuda (1).jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে স্বার্থ সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে আমাদের সমাজে স্বার্থবাদী মানুষের সংখ্যার শেষ নেই।যারা সর্ব স্তরে স্বার্থ খোঁজে।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। আশা করি অনুভূতিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক----

স্বার্থ অর্থাৎ নিজ প্রয়োজন বা নিজ উদ্দেশ্যে কোনো কাজ হাসিল করা।যে সবসময় নিজের কাজকে বেশি প্রাধান্য দেয় এবং সবকিছুতে লোলুপ দৃষ্টি পোষন করে।অন্যের সাহায্য হোক কিংবা না হোক সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথাব্যথা থাকে না, এমনকি আফসোসও থাকে না।এইসমস্ত মানুষ অন্যের কথা খুবই কম চিন্তা করে।এমনকি অন্যের নামে লুফে নিয়ে নিজের কার্য হাসিলে ব্যস্ত হয়ে পড়ে।

আসলে স্বার্থবাদী মানুষ সবসময় একটা সুযোগের অপেক্ষায় থাকে।একটি মানুষ জলাশয়ে বড়শি পেতে যেমন অপেক্ষা করে বড় মাছের টোপ গেলার জন্য।তারপর অনেকটা ধৈর্য্যের পর বড় মাছ বড়শিতে বাঁধে।তেমনি সমাজের স্বার্থবাদী মানুষও কিছুটা ধৈর্য্যশীল হয়ে থাকে।যারা সুযোগ খোঁজে বড় কোনো বিষয়কে কেন্দ্র করে বা সামনে রেখে বড় কোনো দান মারার।এর ফলে অসহায় ও সাধারণ মানুষেরাই ভোগে।এমন অনেক উদাহরণ আমাদের সমাজে মেলে ।এমনকি সমসাময়িক নানা বিষয়ের দিকে লক্ষ্য করলেও এটি খুবই চোখে পড়ে।

আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষের বিবেক ও মনুষ্যত্ব এতটাই লোপ পেয়েছে যে এই দলে অনেকেই বিনা চিন্তাশক্তি দ্বারা নাম লেখায়।তাদের একটিই উদ্দেশ্য অন্যের সম্পদ আত্মসাৎ করা।এদের কোনো পিছুটান থাকে না মনে অনেক লোলুপ দৃষ্টি ও লোলুপ ভয়ংকর হাত নিয়ে এগিয়ে আসে ধীরে ধীরে ভালো মানুষের স্পর্শে।কথা দ্বারা মন ভুলিয়ে খুব সহজেই কাজ হাসিল করে এই ব্যক্তিরা।আরো অবাক করার বিষয় হচ্ছে এরা কোনো একজন কাজে নামে না ,প্রথমে একটি দল গঠন করে তারপর নিজ কার্য উদ্ধারের প্রচেষ্টা করে এই সমস্ত ব্যক্তিরা।

এই মুহূর্তে ছোট্ট একটি উদাহরণ দিই--এখন সম্প্রতি যে বন্যা হয়েছে।মানুষের ঘরবাড়ি সব জলের তলে মিশে একাকার হয়ে গিয়েছে।এতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই বন্যা দূর্গতদের জন্য।কিন্তু আরো একদল লোলুপ ও স্বার্থবাদী মানুষ হাত বাড়িয়ে দিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য।তাদের কাছে এই বন্যা যেন কিছুই নয়,কাজ হাসিলের একটি উপায়মাত্র।তাদের কাছে বন্যাকে সামনে রেখে নিজেদের চেষ্টাকে সুন্দরভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার গল্প যেন।অসহায় মানুষ কিভাবে দিন কাটালো তাতে তাদের বিন্দুমাত্র অনুশোচনা জাগে না।অনেকের কষ্টের জমানো টাকা বর্নাতদের জন্য বিলিয়ে দেওয়া হচ্ছে যাদের হাতে, তারা সেটা সাহায্য না দিয়ে নিজেরাই ভাগাভাগি করে নিচ্ছে।কতটা নিচু মানসিকতার পরিচয় এটি।অর্থাৎ মধ্যস্থ লোকেরা বরাবরই যে লাভবান হয়ে থাকে সেটা আবারো প্রমাণিত।যারা সর্ব স্তরে স্বার্থ খোঁজে এবং এদের সংখ্যাও কম নেই।তাই যাচাই-বাছাই করে সঠিক মানুষদেরকে নির্বাচন করা উচিত।যাদের মধ্যে লোলুপ দৃশ্য থাকবে না,থাকবে না কোনো স্বার্থ।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

|-|-|
|ডিভাইস|poco m2|
|অভিবাদন্তে|@green015|
|লোকেশন|বর্ধমান|

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।"

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

 2 months ago 

প্রত্যেকটা মানুষ শুধু নিজেদের স্বার্থ নিয়েই সব সময় চিন্তা করে। সবকিছুতেই শুধু স্বার্থটা দেখে তারা। স্বার্থবাদী মানুষের সংখ্যা সত্যি অনেক বেশি। আসলে আমাদেরকে সব সময় সঠিক মানুষকেই নির্বাচন করতে হবে। যারা কিনা এরকম হবে না। যাদের কোনো কিছুতেই কোনো রকম স্বার্থ নেই, তাদেরকে নির্বাচন করতে হবে। অনেক সুন্দর লিখেছেন দিদি লেখাটা।

 2 months ago 

আসলেই স্বার্থবাদীর সংখ্যা বেড়ে চলেছে,ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 months ago 

খুব সুন্দর একটি মূল্যবান পোস্ট করেছেন আজকে আপনি। স্বার্থপর মানুষের কমতি নেই এই সমাজের। স্বার্থপর মানুষ সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। এরা সুযোগ বোঝে যে কোন কাজ করে। আর এই ধরনের লোকের কাছে আপন আর পর নেই। চমৎকার পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

একেবারেই ঠিক বলেছেন, এই সমস্ত মানুষের কাছে আপন ও পরের পার্থক্য নেই।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ভাইয়া।

 2 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এখন স্বার্থ ছাড়া মানুষ কোন কিছুই বুঝে না৷ সব সময় তাদের স্বার্থ রক্ষার জন্য তারা বসে থাকে এবং যেকোনো সময় যেকোনো সুযোগ পেলেই তারা সে সুযোগে কাজে লাগিয়ে ফেলে৷ এরকম মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷

 2 months ago 

আসলেই সুযোগের অপেক্ষায় গোটা পৃথিবী তাকিয়ে আছে যেন।ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76387.98
ETH 3047.82
USDT 1.00
SBD 2.62