"মুখে লেগে থাকার মতো স্বাদের ঝিঙে বাটা/ভর্তা রেসিপি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

মুখে লেগে থাকার মতো স্বাদের ঝিঙে বাটা/ভর্তা রেসিপি:

IMG_20240527_181348.jpg

IMG_20240527_181326.jpg

অনেকদিন হলো কোনো ভর্তা রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ ভাবলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো ঝিঙে বাটা/ভর্তা রেসিপি।এই রেসিপিটি খুবই কম উপকরণে তৈরি করা যেমন সম্ভব তেমনি মুখে লেগে থাকার মতো স্বাদের খেতেও হয়।তাছাড়া এই প্রথমবার আমি ঝিঙে ভর্তা রেসিপি তৈরি করলাম।এটি তৈরির পর এতটাই মজার খেতে হয়েছিল যে আমি একথালা ভাত খেয়ে নিয়েছি।ইচ্ছে ছিল একটু অন্যভাবে তৈরি করার জন্য কিন্তু ঝড় হওয়ার জন্য আমি ঝিঙে সেদ্ধ করে নিয়ে শীল-পাটায় নিজ হাতে বেঁটে নিয়েছি।অনেকেই হাতে বাটার ঝামেলা ছাড়াই মিক্সার মেশিনে এটি প্রস্তুত করে নেন,তবে আমার মনে হয় শীল-পাটায় বেঁটে নিলেই বেশি টেস্টি হয়ে থাকে।এই রেসিপিটি খেতে সত্যিই অনেক মজাদার ও সুস্বাদু লেগেছিল।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20240527_181113.jpg

উপকরনসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240527_173729.jpg

উপকরণপরিমাণ
ঝিঙে1 টি
কাঁচা মরিচ3 টি
পেঁয়াজ3 টি
লবণ1/2 টেবিল চামচ
রসুন3 কোয়া
গোটা শুকনো মরিচ2 টি
পাঁচফোড়ন1/3 টেবিল চামচ
সরিষার তেল1.5 টেবিল চামচ

প্রস্তুতপ্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240527_173745.jpg
প্রথমে আমি গোটা পেঁয়াজ,ঝাল ও একটি ঝিঙে মাঝবরাবর কেটে নিয়ে ধুয়ে নেব জল দিয়ে।

ধাপঃ 2

IMG_20240527_173240.jpg
এরপর একটি কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি।

ধাপঃ 3

IMG_20240527_173845.jpg
এবারে মিডিয়াম আঁচে জ্বাল করে ঝিঙে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে।

ধাপঃ 4

IMG_20240527_173909.jpg
তো আমার সেদ্ধ করা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব সবজিগুলো।

ধাপঃ 5

IMG_20240527_173256.jpg
এখন ঝিঙের ভিতরের জল চেপে বের করে ফেলে দিয়ে কিছুটা খোসা ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে।

ধাপঃ 6

IMG_20240527_173957.jpg
এবারে পরিষ্কার শীল-পাটার মাধ্যমে বেঁটে নেব মিহি করে ঝাল,পেঁয়াজ ও ঝিঙে।

ধাপঃ 7

IMG_20240527_174030.jpg
তো আমার বেঁটে নেওয়া হয়ে গেছে ঝিঙে,এখন তুলে নেব একটি পাত্রে।

ধাপঃ 8

IMG_20240527_173818.jpg
এরপর লবণ,শুকনো মরিচসহ ,পেঁয়াজ কুচি, রসুন পাঁচফোড়ন ইত্যাদি উপকরন নিয়ে নিলাম।

ধাপঃ 9

IMG_20240527_173324.jpg
এখন একটি পরিষ্কার কড়াইতে অল্প সরিষার তেল দিয়ে গোটা শুকনো মরিচ ও রসুন দিয়ে হালকা ভেজে নেব।

ধাপঃ 10

IMG_20240527_173337.jpg
এবারে গোটা শুকনো মরিচ ও রসুন হালকা ভেজে নেওয়া হয়ে গেলে পাঁচফোড়ন ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব বাদামি রঙের করে।

ধাপঃ 11

IMG_20240527_173940.jpg
এখন ভেজে নেওয়া উপকরণগুলি তুলে নেব একটি পাত্রে।

ধাপঃ 12

IMG_20240527_173310.jpg
এরপর পুনরায় শীল ও পাটার সাহায্যে আবারো বেঁটে নিলাম ভেজে নেওয়া রসুন ও মরিচগুলি।

ধাপঃ 13

IMG_20240527_174052.jpg
এখন ঝিঙে বাটা,পেঁয়াজ ভাজি ও মরিচ বাটা একটি পাত্রে নিয়ে নিলাম।

ধাপঃ 14

IMG_20240527_174125.jpg
এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম হাত দিয়ে।

ধাপঃ 15

IMG_20240527_174145.jpg
এরপর লবণ ও সরিষার তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী।

শেষ ধাপঃ

IMG_20240527_181209.jpg
সবশেষে সব আবারো মিশিয়ে নিলাম একসঙ্গে।তো আমার তৈরি করা হয়ে গেল "মুখে লেগে থাকার মতো স্বাদের ঝিঙে বাটা/ভর্তা রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20240527_181101.jpg

IMG_20240527_181228.jpg

IMG_20240527_181303.jpg
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Thanks.

 last month 

দারুন একটি রেসিপি পোস্ট উপহার দিলেন। ঝিঙে বাটা ভর্তা রেসিপি খেতে অনেক মজা লাগে। তবে আপনি শীল-পাটায় বেঁটে নিয়েছেন তাই বেশি টেস্টি হয়েছে। গরম ভাতের সঙ্গে ঝিঙে ভর্তা খেতে অনেক ভালো লাগে। এতটাই সুস্বাদু হয়েছিল আপনি একথালা ভাত খেয়ে নিয়েছেন। প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 last month 

সবজি খেতে বরাবরই আমি বেশ পছন্দ করি। ঝিঙে আমার ভীষণ ভালো লাগে। যেকোনো মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু হয়। তবে ঝিঙে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। এই রেসিপি তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

ঝিঙ্গে সবজিটি আমার অনেক ভালো লাগে।আপনি ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই লোভ লেগে গেল। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে অনেক মজা লাগবে।অনেকধন্যবাদ আপু দারুণ একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last month 

ঝিঙে ভর্তা আসলে কখনো খাওয়া হয়নি আমার।আর কাউকে দেখিও নি কখনো খেতে।এই ভর্তা রেসিপিটি একদম আনকমন লাগলো আমার কাছে।একদিন ট্রাই করবো আশাকরি।

 last month 

ভর্তা অনেক খেয়েছি তবে ঝিঙে ভর্তা কখনো খাওয়া হয়নি। আপনার ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছিল। কালারটা সুন্দর এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

এটা আমি কখনো খাই নাই, মুখে লেগে থাকার মত। স্বাদের এই ঝিঙ্গে ভর্তা এটা বেশ দারুন ছিল। আপনি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় উপকরনগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 last month 

এভাবে যে কখনো ঝিঙে ভর্তা করা যায় আমি তো এটাই জানতাম না। আসলে আমি ভর্তা জাতীয় রেসিপি গুলো খুবই পছন্দ করি। কারণ গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু আপনার মাধ্যমে একটা নতুন রেসিপি শিখে নিলাম। পরবর্তীতে কখনো সময় পেলে এ রেসিপিটা তৈরি করবো। রেসিপিটা দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে খেতে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58728.31
ETH 3185.59
USDT 1.00
SBD 2.43