অনুভূতি ও কবিতায়: "শুন্যতার গহ্বরে"
নমস্কার
না না,এই ভালো থাকা কিন্তু একদম-ই সেই ভালো থাকা নয়।🙅অভিনয়ের জগতে বলতে হয়,তাই বলা আরকি!তাছাড়া আমিও এক্সামের জন্য বেশ ব্যস্ত সময় পার করে হলেও চেষ্টা করছি এখানে সময় দেওয়ার।কিন্তু যখন সেই চিরচেনা মুখগুলো আর দেখতে পাচ্ছি না তখন বড্ড খারাপ লাগছে মন থেকে।জেনারেল চ্যাটিংগুলি মরুভূমির মতো পড়ে আছে, যেন খাঁ খাঁ করছে চৈত্র মাসের তীব্র খরার মতোই।আবার নীরব-শুন্যতার শশ্মানভূমিতে পরিণত হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি।পোষ্ট প্রমোশন চ্যানেলগুলিতেও নিজের একার পোষ্ট টানা দিতে দিতে বিরক্ত ধরে গেছে।তাই ক্ষণে ক্ষণে মনে হচ্ছে কবে সেই চেনা মানুষগুলিকে আবার ফিরে পাবো আমাদের মাঝে!
কবেই বা তারা আমাদের বলবে কেমন আছেন?
আর কবেই বা তাদের সুন্দর সুন্দর পোষ্ট আমরা দেখতে পাবো কিংবা তারা আমাদের পোস্টগুলি দেখে সুন্দর মন্তব্যে উৎসাহ দেবে?
এভাবেই প্রতিটি দিন কাটছে আমাদের ইন্ডিয়ান গুটি কয়েক ইউজারের।আমরা কিন্তু সবসময় মনে করছি আপনাদের কথা, আর আমার @rme বড় দাদা তো প্রতিনিয়ত খবর দিয়ে যাচ্ছেন জেনারেল চ্যাটে।সকলের মন বিষণ্নতায় ভরা,আপনাদের অপেক্ষায়---।কারন আমরা ভিন্ন দেশের হলেও একটি পরিবারের মধ্যে যুক্ত।তাই প্রত্যাশা করি সবকিছু স্বাভাবিক হোক আগের মতোই আর আপনারাও ফিরে আসুন আমাদের মাঝে।ফাঁকা মাঠে কার ভালো লাগে বলুন!যাইহোক তাই মন খারাপ নিয়ে দুই এক লাইন লেখার চেষ্টা করলাম---
শুন্যতার গহ্বরে
মনগুলি ভরা উদ্বিগ্ন চঞ্চলতায়,
সবুজ রঙেরা বদলে লাল রঙে ছেয়ে
বিচিত্র সব ঘটনার খেলাঘরে।
আবেগগুলো আজ বড্ড ঘরবন্দি
কোথাও বা আটছে দুর্নীতির চরম ফন্দি,
ফিরে আসুক চিরচেনারা মুক্ত সমাধানে
আমরাও হাঁটছি তাই এক শুন্যতার গহ্বরে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | অনুভূতি ও কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
হঠাৎ করেই এত বড় শূন্যতা কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বোন। সবাইকে অনেক অনেক মিস করছি আমরা। আমাদের কমিউনিটির অধিকাংশ ব্লগারই যেহেতু বাংলাদেশি আর সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে কেউ একটিভ হতে পারছে না। কিন্তু আমাদের মন কিছুতেই মানছে না। তাদের অপেক্ষায় আমরা বসে আছি বিগত কয়েকদিন ধরে। সবাইকে নিয়ে অনেক আনন্দ হয় সবসময় আমাদের এই কমিউনিটিতে। যদিও সেটা এখন আর হচ্ছে না।
এটা একদম মনের কথা বলে দিয়েছো বোন। সবকিছু আগের মতো স্বাভাবিক হোক, এই প্রত্যাশাই করছি।
হুম দাদা,সেটাই প্রত্যাশা করি আবার আগের মতো হয়ে যাক সবকিছু।ধন্যবাদ দাদা,সুন্দর মতামতের জন্য।
বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে দারুন একটা কবিতা লিখেছ বোন । সত্যিই আমরা ইন্ডিয়ান গুটি কয়েক ইউজার আমাদের বাংলাদেশী বন্ধুদের খুবই মিস করছি। আসলে একসাথে থাকতে থাকতে এটা একটা পরিবার হয়ে গেছে। পরিবারের কেউ না থাকলে খারাপ তো লাগবেই। যাইহোক তুমি এক্সামের ব্যস্ততার মধ্যেও সুন্দর একটা কবিতা লিখেছ।
অসংখ্য ধন্যবাদ দিদি,সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।😊