DIY - জ্বলন্ত মোমবাতির ধোয়াতে কাল্পনিক পাখির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকের আর্টের থিমটা অনেকটাই কাল্পনিক। জলন্ত মোমবাতি আমার কাছে খুবই ভালো লাগে। মোমবাতির চারপাশ থেকে মোম গলে গলে পড়ছে এই ব্যাপারটা তো আমাকে আরো বেশি মুগ্ধ করে। বাসায় বিদ্যুৎ চলে গেলে চার্জার লাইটের থেকে আমার কাছে মোমবাতি জ্বালিয়ে বসে থাকা বেশি ভালো লাগে। আর বিদ্যুৎ চলে আসার সাথে সাথে মোম বাতি নিভিয়ে এর ধোয়া গুলো দেখতে আরো বেশি ভালো লাগে।

অন্যরকম এক সৌন্দর্য কাজ করে তখন ঐ উড়ন্ত ধোয়া গুলোর মধ্যে। ধোয়া গুলো মনে হয় যে একেকবার একেক আকৃতি ধারণ করে। এর এই বিভিন্ন আকৃতি বা রূপ আমাকে অনেক বেশি আকর্ষণ করে। আমি সত্যিই জানি না আপনারা এইভাবে কখনোই ধোয়া গুলো কে লক্ষ্য করেছেন কি না। কিন্তু আমি বহুবার লক্ষ করেছি এবং অনেক বেশি আকর্ষণীয় হয়েছি। আজকে জলন্ত মোমবাতি ও সেই মোমবাতির ধোয়ার আকৃতি নিয়েই আমার চিত্রাংকন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের এই চিত্রাংকন টি। আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্নধর্মী কাজ আপনাদের মাঝে শেয়ার করার। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

279112588_298115125856290_6075634408491005914_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে দিনটি মোমবাতি অংকন করার জন্য, মোমবাতি গুলোর অবয়ব ভালোভাবে অংকন করে নিলাম। এরপর একদম প্রথম মোমবাতিটি জ্বলন্ত এবং চারপাশ থেকে মোম গলে পড়ছে।এমন ভাবে মোমবাতিটি অঙ্কন করে নিলাম।

279093022_1838433709693606_5396622559382324675_n.jpg279108964_1296664480822530_6841222476964790695_n.jpg

ধাপ - 2

এরপর একইভাবে বাকি দুটি মোমবাতি অঙ্কন করে নিলাম। মোমবাতি জলন্ত এবং এর চারপাশ থেকে মোম গলে গলে পড়ছে।


279125284_1043200626291634_928658328484702288_n.jpg


ধাপ - 3

এরপর তৃতীয় মোমবাতিটির ধোয়া থেকে একটি উড়ন্ত পাখির সৃষ্টি হচ্ছে, এমনটা বুঝিয়ে তৃতীয় মোমবাতিটি অঙ্কন করে নিলাম।
এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত অংশটুকু গাঢ় কালো করতে শুরু করলাম।

279184682_299655368866995_9080424309448270129_n.jpg279118469_526220712246084_6329207030104100408_n.jpg

ধাপ - 4

কালো জেল পেন এর সাহায্যে পেন্সিল দ্বারা অঙ্কিত চিত্রাংকন টির অবয়ব ভালোভাবে কালো করে নিলাম।


279102398_4766215536820250_2243314998790755573_n.jpg


ধাপ - 5

এরপর মোমবাতি গুলোর ভিতরে কালো জেল পেন এর সাহায্যে বিভিন্ন হেচ ডিজাইন করে নিলাম।


279101085_2305242126282584_6964252036371240773_n.jpg


ধাপ - 6

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে যে সকল অংশ আরো গাঢ় কালো করা প্রয়োজন ছিল, সেই সকল অংশ আরো গাঢ় করে নিলাম।
মোমবাতি গুলো একটি টেবিলের উপরে রাখা,এমনটা বোঝানোর জন্য একটি টেবিল অঙ্কন করে নিলাম। এবং সেইসাথে ধোঁয়া থেকে উড়ন্ত পাখিটি কালো করে নিলাম। এরপর পেন্সিল এর সাহায্যে বিভিন্ন ধরনের ছায়া সৃষ্টি করে নিলাম।
এবং এভাবেই আমি আমার আজকের এই চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

279105519_532456851616009_3391926164960437266_n.jpg279102060_319080727000645_8075044298888276493_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
279112588_298115125856290_6075634408491005914_n.jpg279096823_386989926652068_7372997265865194490_n.jpg
279191144_688511409027811_2532334913663872065_n.jpg279104004_742299610476398_1604799428394584055_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 30 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ জ্বলন্ত মোমবাতির ধোয়াতে কাল্পনিক পাখির অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি যে একজন সত্তিকারের আর্টিস্ট সেটা আপনার এই অংকন গুলো দেখলেই বোঝা যায়। আপনার অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ হই মাঝে মাঝে কি দারুন অংকন করেন আপনি। পরবর্তীতে আরো এইরকম সুন্দর সুন্দর অঙ্কন আশা করব শুভকামনা রইল।

 3 years ago 

কল্পনা শক্তির প্রখরতা কতটুকু থাকলে চমৎকার অংকনটি করা সম্ভব 🤗
প্রজ্বলিত মোমবাতি এর মধ্যে আবার কল্পিত পাখি। 👌
অসাধারণ আর অনবদ্য 🤗

 3 years ago 

ভালো লাগে সব সময় যখন আপনাদের মত মানুষদের কাছ থেকে এমন ভালো ভালো মন্তব্য পাই। সত্যি এই ধরনের মন্তব্য গুলো অনেক সাহস যোগায় আমাকে। অসংখ্য শুভেচ্ছা রইল ভাই আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

বাহ্ কী চমৎকার হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে জ্বলন্ত মোমবাতির ধোঁয়াতে কাল্পনিক পাখির অঙ্কন অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপু প্রতিনিয়ত আপনার এত সুন্দর সুন্দর আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি আপনার সৃজনশীলতার ব্যবহার ঘটিয়েছেন। এত সুন্দর করে আপনি জ্বলন্ত মোমবাতির ধোয়াতে কাল্পনিক পাখির চিত্রাংকন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্টের সত্যি কোন তুলনা হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।আমাদের মাঝে এত সুন্দর সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার কাছে সৃজনশীলতা অনেক বেশি ভালো লাগে। আমি যখন কোন কিছু চিন্তা করে চিত্রাংকন করি আমার মনে হয় এটাই আমার আনন্দ। আর যখন আপনাদের কাছ থেকে সেই চিত্রাঙ্কনের প্রশংসা পাই তখন তো আমার আনন্দ আরও দ্বিগুন হয়ে যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি শুনেছি যারা গভীর চিন্তার মানুষ তাদের মাথায় আলাদা কিছু চিন্তা আসে, মানে এক কথায় বলা যেতে পারে ইউনিক চিন্তা শক্তি।আপু আপনার মধ্যও তেমন কিছু দেখতে পেলাম। খুবই ভালো একটি অংকন করছেন।ধাপ গুলো খুবই সুন্দর করে আমাদের মাঝে প্রেজেন্ট করছেন এবং সুন্দর বর্ননা দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন। ধন্যবাদ আপু

 3 years ago 

আমি সব সময় যখন চিত্রাংকন করতে বসি তখন আমি আমার কাজ শুরু করার আগে কি ধরনের চিত্রাংকন করা যায় এবং তার মধ্যে ইউনিক কি যুক্ত করা যায় এসকল বিষয় নিয়ে ভাবি। এরপর যখন আমার আইডিয়া আমার নিজের পছন্দ হয় শুধুমাত্র তখন আমি সেই চিত্রাংকন করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কি আর বলব এত সুন্দর একটি চিত্রাংকন দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।পেন্সিল এর সাহায্যে আপনি খুবই সুন্দরভাবে জ্বলন্ত মোমবাতির ধোয়াতে একটি কাল্পনিক পাখি অংকন করেছেন যা দেখে খুবই ভালো লাগছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কাল্পনিক চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ওয়াও আপু! অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন। জ্বলন্ত মোমবাতির উপর কাল্পনিক পাখির চিত্রাংকন দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু আপনার কল্পনা শক্তি খুবই প্রখর তা না হলে এত সুন্দর একটি চিত্র অঙ্কনের আইডিয়া মাথায় আসার কথা না। এছাড়াও মোমবাতিতে মোম গলে যাওয়ার দৃশ্যটি আপনি একদম পারফেক্ট ভাবে অঙ্কন করেছেন। পেন্সিল এবং মার্কার দিয়ে দারুন ভাবে চিত্রটি এঁকেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

সত্যিই আপনি অনেক ক্রিয়েটিভ একজন মানুষ আপনার চিন্তাভাবনা অনেক সুন্দর। আপনার এমন সুন্দর চিন্তা ভাবনার জন্য এত সুন্দর একটি চিত্র অঙ্কন করতে পেরেছেন বলে আমি মনে করছি। আপনি সামনের দিনে আরো ভালো কিছু করবেন এই অপেক্ষায় থাকলাম। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি আপনার দক্ষতা কে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন, আসলে এসমস্ত কাজগুলো যে কেউ করে দেখাতে পারেনা। ধাপের প্রথম থেকে শেষ পর্যন্ত মনমুগ্ধকর ভাবে উপস্থাপন করেছেন আপনি।

 3 years ago 

জ্বলন্ত মোমবাতির ধোয়াতে কাল্পনিক পাখির চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে দেখর সত্যি মুগ্ধ হয়ে গেলাম। চোখ ফেরাতে পারছি না। আসলে আপনার দক্ষতা যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। খুবই সুন্দরভাবে আজকে চিত্রটি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করলেন। সত্যিই অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93785.26
ETH 3367.35
USDT 1.00
SBD 3.26