DIY - মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি || @gorllara দ্বারা খাদ্য রেসিপি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
❤️হ্যালো খাদ্যপ্রেমীরা ❤️
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সুজি দিয়ে তৈরি যে কোনো খাবারই আমাদের কমবেশি সবারই খুব পছন্দ। আমার তো খুবই পছন্দ। যদিও সুজি দিয়ে বেশিরভাগ মিষ্টি খাবারই খাওয়া হয়েছে। যেমন- সুজির হালুয়া, সুজির বরফি, সুজির দুধ মালাই, সুজির পিঠা এবং সুজির রস ভরা পিঠা এমন আরো অনেক। সুজি দিয়ে ঝাল খাবার খুব কম খাওয়া হয়েছে। তবে একদিন আমি আমার এক বোনের বাসায় গিয়েছিলাম। সে আমাদের এমন সুজি দিয়ে তৈরি ঝাল কাটলেট খেতে দিয়েছিল। অনেক মজা লাগছিল খেতে। তাই তার কাছ থেকে আমি রেসিপিটি শিখে নিয়েছি। যদিও সে সুজি আলুর সাথে অনেক ধরনের সবজি ব্যবহার করেছে। তবে আমার বাসায় আজকে এত ধরনের সবজি ছিল না, এ কারণে হাতের কাছে যা ছিল তাই দিয়ে তৈরি করে নিয়েছি। তাও অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয়েছে। যারা যারা আমার মত সুজি দিয়ে তৈরি ঝাল খাবার বেশি খান নি। তাদের জন্য তো আজকের এই রেসিপিটি মহামূল্যবান। সন্ধ্যার নাস্তা গরম চায়ের সাথে একদম পারফেক্ট। এই কাটলেট টি মুখে দিলেই এক অন্যরকম স্বাদ পাওয়া যায়।আপনারা অবশ্যই আমার রেসিপি টা অনুসরন করে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ও অসাধারণ লাগবে। আমি আর আমার পরিবার মিলে তো জমিয়ে খাবারটি উপভোগ করেছি। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে এবং আপনারাও আমার এই রেসিপিটি উপভোগ করবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

উপকরণ :
- সুজি
- সিদ্ধ আলু
- গুড়া করা শুকনা মরিচ
- লবণ
- আদা
- ধনিয়া পাতা
- কাঁচা মরিচ
- বিস্কুটের গুড়া
প্রথমে আমি একটি পাত্রে পরিমাণমতো পানি ভালোভাবে গরম করে নিলাম। এরপর ওই পানিতে পরিমাণমতো আদা দিয়ে দিলাম। মনে রাখতে হবে একদম সামান্য পরিমাণ আদা ব্যবহার করতে হবে। এরপর শুকনা মরিচ গুড়া এবং লবন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর ওই গরম পানির মধ্যে পরিমাণমতো সুজি দিয়ে দিলাম। এবং ভালোভাবে নাড়তে লাগলাম। যতক্ষণ না পানি শুকিয়ে সুজি গুলো একদম আঠা আঠা হয়ে আসছে ততক্ষণ নাড়তে হবে। যখন দেখবেন নাড়তে নাড়তে পাত্রের গায়ে আর কোনো সুজি লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে।
![]() | ![]() |
---|
এরপর সুজি তৈরি আটা টি ঠান্ডা হলে এরমধ্যে কুচানো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। এরপর এই সবকিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর সুজির কাটলেট তৈরি করার মাখানো মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল করে নিলাম। এবং প্রত্যেকটি বিস্কুটের গুঁড়ায় ভালভাবে ডুবিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। গরম তেলের মধ্যে বিস্কুটের ডুবিয়ে রাখা সুজির কাটলেট গুলো ভালোভাবে বাদামি করে ভেজে নিলাম।
এভাবেই প্রস্তুত হয়ে গেল আমার আজকের রেসিপি মজাদার এবং সুস্বাদু সুজি ও আলুর কাটলেট।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি :
আশা করি এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। যদি আপনার কারও রেসিপি বুঝতে কোন সমস্যা হয়, দয়া করে আমাকে মন্তব্যগুলিতে জানান। আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 19 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী রেসিপির জন্য আমাকে সমর্থন করবেন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
অসাধারণ আপু। কালারটি খুবই ভালো হয়েছে। খেতেও মনে হচ্ছে খুবই মজার হবে। জিভে জল চলে এলো আপনার খাবারের ছবিগুলো দেখেই। উপস্থাপনা বেস্ট ছিল। সব মিলিয়ে অসাধারণ 💝💝
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সবসময় আপনার অনেক সুন্দর সুন্দর আর্ট ও বিভিন্ন ধরনের রেসিপি দেখি। আজকেও অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। সুজি দিয়ে সম্পুর্ন নতুন একটি রেসিপি শেয়ার করেছেন। দেখতে খুবই লোভনীয় হয়েছে 😋😋
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল ☺️
অসংখ্য ধন্যবাদ আপু। আমার কাছে আপনার প্রতিটি রেসিপি খুব ভালো লাগে। আর আপনি আমার রেসিপি পোস্টে কমেন্ট করেছেন দেখে সত্যিই আমি খুব আনন্দিত। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।
ভাজাভুজি খেতে কার না ভালো লাগে! আলু এবং সুজি দিয়ে করা আপনার আজকের কাটলেটের এই রেসিপিটি সত্যিই অনেক বেশি মুখরোচক আর সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপিটি দেখে সত্যিই অনেক বেশি খুশি হলাম। শুভকামনা রইল আপনার জন্য আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য আমার রেসিপি পোস্টে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ❤️।
খুবই সুন্দর ভাবে মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা এই কাটলেট এর প্রক্রিয়া টা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাটলেট গুলো দেখে মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি কাটলেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল।
এই রেসিপিটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনি ইউনিক একটি খাবার তৈরি করেছেন।সুজি ও আলুর কাটলেট দেখতে খুবই লোভনীয় লাগছে আপু।আপনার উপস্থাপনা ও অনেক সুন্দর হয়েছে। আপনার রেসিপি দেখে আমি বাড়ীতে একদিন তৈরি করবো। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ বৌদি।যার রেসিপি দেখে আমি শিখে বাসায় তৈরি করি,সে আজকে আমার রেসিপি পোস্টে কমেন্ট করেছে। এর থেকে ভালো কিছু আর কি হতে পারে। সত্যিই মন থেকে অনেক ধন্যবাদ বৌদি। এবং অবশ্যই আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছে ও খুব ভালো লাগবে। পরিবার নিয়ে অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন বৌদি।আর এভাবেই আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যান।❤️
মজাদার সুজি আলুর কাটলেট রেসিপি টা দারুন ছিল আপু। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। বেশ মজাদার মনে হচ্ছে
ধন্যবাদ ভাইয়া প্রতিবার সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। সত্যি ভালো লাগে আপনাদের সুন্দর কমেন্ট গুলা পড়তে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
ছবিটা দেখে মনে হচ্ছে ব্রেডক্রাম্ব দেয়া আলুর চপ। আপনার রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে আমার ধারণা খেতেও অনেক মজা হয়েছে। এই ধরনের চপ গুলো খেতে আসলেই অনেক ভালো লাগে। আপনার রেসিপি পোষ্টের একটি জিনিস আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে আপনি চমৎকার করে খাবারটাকে উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
জ্বী আপু ঠিক বলেছেন বিশেষ করে সন্ধ্যার নাস্তা এই ধরনের চপ গুলো খেতে খুব ভালো লাগে। এই কারণে এই মজাদার রেসিপি আমার তৈরি করা এবং আপনাদের সাথে শেয়ার করা। আপনার কমেন্ট গুলো পড়ে মনে হচ্ছে সত্যিই খুব ভালো লেগেছে আপনার কাছে।এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। আপু অসংখ্য ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।
তেলেভাজা জিনিস গুলো খাইতে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সুজি ও আলু দিয়ে কাটলেট তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খাবারটা অনেক মজাদার হয়েছে। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। যদিও বা এরকম রেসিপি এর আগে কখনো খাওয়া হয়নি আজকেই প্রথম দেখা আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আগে যেহেতু কখনো খাননি অবশ্যই এবার আমার রেসিপি ধাপগুলো অনুসরণ করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অসংখ্য শুভকামনা রইল আপনার জন্য।
আপনার রেসিপি পোস্টগুলো আমার খুবই প্রিয়। এখন মনে হচ্ছে আপনার বোন আপনার চাইতেও ভালো রান্না করতে পারেন। সুজি দিয়ে তৈরি এই কাটলেট সত্যিই একটা ইউনিক আইটেম হয়েছে। সময় পেলে একদিন খেয়ে দেখব। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
জি ভাইয়া খুব ভালো রান্না করে আমার বোন। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য। অবশ্যই সময় করে একদিন খেয়ে দেখবেন ভাইয়া। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
একদম নতুন এবং অসাধারণ একটি রেসিপি আজকে দেখলাম আপনার কাছে। সুজি এবং আলু দিয়ে এভাবে যে সুন্দর করে কাটলেট তৈরি করা যায় তা কিন্তু জানতাম না ।আমার কাছে এটি খুব খুব ভালো লেগেছে আপু। আমি নিশ্চয়ই একদিন তৈরি করব ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টের জন্য। অবশ্যই আপু একদিন তৈরি করে পরিবার নিয়ে খেয়ে দেখবেন।আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এরপর সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো মজাদার এবং ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু।
বাহ্! ! আপু আপনার মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি দেখতে ভীষণ ইচ্ছে করছে।এমন মুখরোচক খাবার কার না ভালো লাগে?? এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
♥♥
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের কমেন্ট গুলো পড়লে সত্যিই অনেক অনুপ্রাণিত হই। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।
সত্যি আপু রেসিপি টা অনেক মজাদার। আমার খুব ভালো লেগেছে এবং খেতে ইচ্ছা করছে। আমার জন্য পার্সেল পাঠায় দেন। আপনি দারুণভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে বর্ণনা করেছেন। আসলে রান্না একটি শিল্প যা আপনি ভালভাবে রপ্ত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক সুন্দর করে কমেন্টটি করেছেন আপু। অনেক ভালো লাগলো পড়ে। কি সুন্দর কমেন্ট করার জন্য সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপু এবং অনেক ভালবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।
ধাপ গুলো দেখতে দেখতে তৈরী হয়ে গেলো মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি। যদি কখনো খাওয়া হয় নায় তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই স্বাদের ছিল। তাই একবার হলেও খেতে হবে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে আপু অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে এই ভাবেই সুন্দর রেসিপি গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
দিদি শুরুতে ছবিটা দেখেই জিভ দিয়ে জল পরছে এই ভর দুপুর বেলা। চমৎকার একটি রেসিপি লেগেছে আমার কাছে। আলু সুজি দিয়ে কাটলেট আমি কখনোই তৈরি করিনি।আপনার সুন্দর সুন্দর পোস্টের মাধ্যমে নতুন নতুন অনেক রেসিপি কিন্তু শিখে নিয়েছি। আসলে সবসময় রান্নাবান্না করতে ভালো লাগেনা তাই করা হয়ে উঠছে না। একটু সুযোগ পেলেই করা শুরু করবো। দুর্দান্ত লেগেছে আপনার এই রেসিপিটি। আমি নোট করে রেখেছি।
জি আপু সময় করে মাঝে মাঝে মজাদার রান্না বান্না করে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য।
বাহ আজকে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখছি। মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি দেখে আমি মুগ্ধ হলাম ।এই ধরনের খাবার আগে কখনো খাওয়া হয়নি ।আপনার রেসিপি পোষ্টের মাধ্যমে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো। একসময় এই রকম তৈরি করে স্বাদ নেওয়ার চেষ্টা করবো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের কমেন্ট গুলো সত্যিই আমাকে অনেক উৎসাহিত করে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সম্পূর্ণ ভিন্নধর্মী খাবারের রেসিপি দেখলাম আজ। আমি প্রথমে দেখে মনে করেছি এটি হয়তো আলুর চপের মতো করে বানিয়েছেন। কিন্তু সম্পূর্ণ রেসিপি দেখে বুঝতে পেরেছি এটি সম্পূর্ণ ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে। কাকলেট গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর খুব সুন্দর একটি আনকম রেসিপি দিয়েছেন আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আমি আপনার রেসিপি পোস্ট এর ভক্ত। খুব ভালো লাগে আমার কাছে আপনার রেসিপি পোষ্ট গুলো। আর আপনিই আমার রেসিপি পোস্টে এত সুন্দর কমেন্ট করেছেন।সত্যিই আমি এর জন্য কৃতজ্ঞ। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
আপু আপনার রেসিপিটা একটা ইউনিক রেসিপি ছিল ।সুজি ও আলুর কাটলেট এর রেসিপি টা আমি আগে কখনো দেখিনি ।কিন্তু আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব মজাদার হয়েছিল। পোষ্টের উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ডো তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে একদম ইউনিক লেগেছে। রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 🤗🤗
ধন্যবাদ আপনাকে এত সুন্দর গুছিয়ে কমেন্ট করার জন্য। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আশা করছি সব সময় এমন সুন্দর কমেন্ট নিয়ে পাশে থাকবেন। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।
যে রান্না করতে জানে রান্না তার কাছে হার মানে।
আসলে নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের থেকে আসলে আমরা দেখতে পাই। কেননা এরকম রেসিপি আমাদের বানানো সম্ভব না। শুধু দেখেই যেতে হবে, আর ফ্যামিলিকে বলে হয়তো রিকুয়েস্ট করে বানিয়ে খেতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি সব সময়।
এই পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর একটি কমেন্ট করেছেন ভাইয়া। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি ও চেষ্টা করুন দেখবেন বানাতে পারবেন। ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনিও পরিবার নিয়ে অনেক ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন।
আপনি একদম ঠিক বলেছেন, কাটলেট হালকা নাস্তার জন্য পারফেক্ট। সুজি দিয়ে ও আলু দিয়ে তৈরি কাটলেট দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। এমন রেসিপি দিয়ে নাস্তা করার মজাই আলাদা। আপনার অসাধারণ রেসিপির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য এবং সবসময় ভালো থাকুন ও সুস্থ থাকুন।
আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। সুজি এবং আলুর কাটলেট দেখলে যেমন দেখতে যেমন খুবই মজার খেতেও তেমনি অবশ্যই মজার হবে। এই কাটলেট তৈরি করে কখনো খাওয়া হয়নি, তবে আজ শিখে নিলাম বাসায় ট্রাই করে দেখব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি কমেন্টের জন্য। আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে যে আপনাদের সবার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
https://twitter.com/gorllara/status/1494924020567113730
ওয়াও! খুবই লোভনীয় খাবার দেখে তো একেবারে জিভে পানি চলে আসলো। বিকেলের আড্ডায় এই জাতীয় রেসিপি গুলো জমে ভালো, আমার কাছে আপনার আজকের রেসিপিটি বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
মজাদার সুজি ও আলুর কাটলেট রেসিপি দেখে জিভে পানি চলে আসলো। সুজি দিয়ে আমার কখনো ঝাল ঝাল রেসিপি খাওয়া হয়নি। তবে সুজি ও আলুর কাটলেট গুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি কমেন্টের জন্য। ঠিক ধরতে পেরেছেন সত্যিই সুজি ও আলুর কাটলেট গুলো খেতে অনেক মজাদার ছিল। আপনিও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন।আশা করছি আপনার কাছেও খুব ভালো লাগবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনার তৈরি করা সুজির কাটলেট রেসিপি টা দেখতে সত্যিই অনেক লোভনীয় লাগছে ।এমন রেসিপি খেতে অনেক মজাদার হয়ে থাকে অনেকদিন হলো এমন রেসিপি খাওয়া হয় না। আপনার এই রেসিপিটি দেখে অনেক খেতে ইচ্ছে করতেছে। আমি সময় পেলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে চাই ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া অবশ্যই সময় করে একবার বাসায় বানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অসংখ্য শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও ওয়াও আপ!! দেখেই তো খেতে ইচ্ছে করছে। বিকালের নাস্তায় গরম চায়ের সাথে খেলে মন্দ হবেনা। সুজি দিয়ে কি সুন্দর করে কাটলেট বানিয়ে ফেলেছেন। আপনার রেসিপিটি আমার কাছে ভালো লেগেছে আপু। ধাপে ধাপে কাটলেট বানানোর প্রক্রিয়াটা খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
মন্দ আবার কি ভাইয়া, বলেন যে অসাধারণ লাগবে 😋😁। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।