আসুন ধাধায় পড়ি(rewarded) @gentleman74

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

image.png
রাজশাহীতে সর্বমোট ১৫০০ টি সাইকেল ও রিক্সা আছে। সর্বমোট চাকার সংখা যদি ৪৮০০ ৩৮০০ হয় তাহলে। রাজশাহীতে কয়টি রিক্সা ও কয়টি সাইকেল আছে?

এই পোস্টের total author reward ($ _.) সঠিক উত্তরদাতা থেকে ৩ জনের মধ্যে ভাগ করে দেয়া হবে।

Upvote করে reward বাড়ান এবং সঠিক উত্তর দিন।

image.png

Sort:  
 3 years ago 

"সব রিক্সাই সাইকেল কিন্তু সব সাইকেলই রিক্সা নয় "... এই ধরনের কোনো একটা প্যাঁচ আছে, কারণ equation 2x + 3(1500-x) = 4800 দিয়ে এটা সল্যুশন করা অসম্ভব , মাইনাস ভ্যালু আসবে । অংকের নিয়মে আসলেই অসম্ভব ১৫০০ কে ৩ দিয়ে গুন্ করলে সর্বোচ্চ ৪৫০০ পাওয়া যায় ।

হা ভাই। আপডেট করেছি। বাংলা কি বোর্ড এখনও অভ্যাসে আসেনি।

 3 years ago 

2x + 3(1500-x) = 3800
=> 2x +4500 -3x =3800
=> -x = -700
=> x = 700

So, Cycle is 700 & Rickshaw is 800

বাংলাতে লেখা চেষ্টা করবেন। আপনাকেই অনুসরণ করবে সবাই। আপনি অ্যাডমিন।
curate কইরেন। শুধু উত্তর দিন। ম্যাথ মুছেদিন।

 3 years ago (edited)

equation বাংলায় লেখা যায় না , আর ম্যাথ মুছে দেব কেন ? প্রসেস টাই তো main

আর শুধুমাত্র কিউরেটর হওয়ার জন্য তো বাংলা কমিউনিটি খুলিনি । সবার স্বাধীন মত প্রকাশের অধিকার আছে এখানে । সে আমি অ্যাডমিন হই বা মেম্বার হই ।

আর আমার প্রথম কমেন্টটা বাংলাতেই করেছিলাম । দ্বিতীয়টি শুধু process শো করার জন্য , যেটা unnecessarily বাংলায় লেখার কোনো মানেই হয় না ।

কেউ কপি করে উত্তর দিবে।তাই ভাই

হা প্রসেসটাই আসল। আমি সহমত।

 3 years ago 

এটা খুবই সিম্পল ধাঁধা । সবাই উত্তর দিয়ে দেবে । আরো কঠিন কিছু আনুন ।

কঠিন দিতে চাইছিলাম। সহজ দিয়ে আগ্রহী করা ছিল উদ্দেশ্য।

কঠিন ধাধা টা চেষ্টা করলেন না?
@rme

 3 years ago 

বলা হয়েছে, সর্বমোট ১৫০০টি সাইকেল ও রিক্সা আছে এবং মোট চাকার পরিমাণ ৪৮০০।

আমরা জানি, রিক্সার মাত্র ৩টি চাকা থাকে, তাহলে আমরা শুধুমাত্র যদি ১৫০০টা রিক্সা চিন্তা করি, সেক্ষেত্রে মাত্র ১৫০০*৩=৪৫০০চাকা হয়।

আবার একটা সাইকেলের ২টি চাকা থাকে, তাহলে আমরা শুধুমাত্র যদি ১৫০০টা সাইকেল চিন্তা করি, সেক্ষেত্রে মাত্র, ১৫০০*২=৩০০০ চাকা হয়।

এখানে রিক্সার অধিক সংখ্যক চাকা থাকা সত্ত্বেও ৪৮০০টি চাকা পূরণ হচ্ছে না।
তাই আমরা বলতে পারি, আপনার প্রশ্নটি ভুল হয়েছে।

বুঝেন নাই এখন ও। একটু ভাবেন। ভাই upvote করে reward বাড়ান আর আবার একটু ভাবেন। পারবেন।

*৩৮০০

This riddle can't have any answer as even when you count there are 1500 Rickshaws, there can't be more than 1500×3=4500 wheels.

Or is it a trick riddle?

 3 years ago (edited)

বুঝতে পারেন নি হয়ত এখনো। কঠিন কিছু না। ভাবলে পারবেন।

@abuahmad এইটা বাংলা লেখার community. ঠিক করে নিন।

 3 years ago 

ভাই অনেক ভাবে এই অংকটি করার চেষ্টা করলাম। কিন্তু আমার মনে হয় অংকের মধ্যে কোথাও ভুল আছে

 3 years ago (edited)

*৩৮০০। ভাষা ধরতে মনে হয় একটু সমস্যা হচছে।

 3 years ago (edited)

জি ভাই। আমি আগেই বলেছিলাম কিছু ভুল ছিলো। যাই হোক, এখন অনেক সহজ।
রিস্কা= ৮০০ গুন ৩= ২৪০০
সাইকেল= ৭০০ গুন ২= ১৪০০


মোট = ৩৮০০ চাকা।

(প্রমানিত) ম্যাথ টি করে দেখালাম না। শুধু উত্তর দিলাম।

(ধন্যবাদ ভাইয়া। আরো একটি ধাধা আছে community তে। ধাধাতে আগ্রহী লোক পেয়ে কঠিন ধাধা দিলাম

Upvote করোনি তাই reward কম পাবে। আজকের ধাধাটা চেষ্টা করবে এবং upvote করবে।

 3 years ago 

@abuahmad & @gentleman74 এখানে বাংলায় লিখলে ভালো হয়। কারন এই কমিউনিটি শুধূ বাংলার জন্য। অন্য ভাষা ব্যবহার করা নিশিদ্ধ এখানে।

হা। ভাইয়া ঠিক করে দিচ্ছি। ম্যাথটা চেষ্টা করেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57616.20
ETH 3030.92
USDT 1.00
SBD 2.25