You are viewing a single comment's thread from:

RE: আসুন ধাধায় পড়ি(rewarded) @gentleman74

in আমার বাংলা ব্লগ3 years ago

"সব রিক্সাই সাইকেল কিন্তু সব সাইকেলই রিক্সা নয় "... এই ধরনের কোনো একটা প্যাঁচ আছে, কারণ equation 2x + 3(1500-x) = 4800 দিয়ে এটা সল্যুশন করা অসম্ভব , মাইনাস ভ্যালু আসবে । অংকের নিয়মে আসলেই অসম্ভব ১৫০০ কে ৩ দিয়ে গুন্ করলে সর্বোচ্চ ৪৫০০ পাওয়া যায় ।

Sort:  

হা ভাই। আপডেট করেছি। বাংলা কি বোর্ড এখনও অভ্যাসে আসেনি।

 3 years ago 

2x + 3(1500-x) = 3800
=> 2x +4500 -3x =3800
=> -x = -700
=> x = 700

So, Cycle is 700 & Rickshaw is 800

বাংলাতে লেখা চেষ্টা করবেন। আপনাকেই অনুসরণ করবে সবাই। আপনি অ্যাডমিন।
curate কইরেন। শুধু উত্তর দিন। ম্যাথ মুছেদিন।

 3 years ago (edited)

equation বাংলায় লেখা যায় না , আর ম্যাথ মুছে দেব কেন ? প্রসেস টাই তো main

আর শুধুমাত্র কিউরেটর হওয়ার জন্য তো বাংলা কমিউনিটি খুলিনি । সবার স্বাধীন মত প্রকাশের অধিকার আছে এখানে । সে আমি অ্যাডমিন হই বা মেম্বার হই ।

আর আমার প্রথম কমেন্টটা বাংলাতেই করেছিলাম । দ্বিতীয়টি শুধু process শো করার জন্য , যেটা unnecessarily বাংলায় লেখার কোনো মানেই হয় না ।

কেউ কপি করে উত্তর দিবে।তাই ভাই

হা প্রসেসটাই আসল। আমি সহমত।

 3 years ago 

এটা খুবই সিম্পল ধাঁধা । সবাই উত্তর দিয়ে দেবে । আরো কঠিন কিছু আনুন ।

কঠিন দিতে চাইছিলাম। সহজ দিয়ে আগ্রহী করা ছিল উদ্দেশ্য।

কঠিন ধাধা টা চেষ্টা করলেন না?
@rme

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57659.57
ETH 3030.07
USDT 1.00
SBD 2.26