You are viewing a single comment's thread from:

RE: আসুন ধাধায় পড়ি(rewarded) @gentleman74

in আমার বাংলা ব্লগ3 years ago

বলা হয়েছে, সর্বমোট ১৫০০টি সাইকেল ও রিক্সা আছে এবং মোট চাকার পরিমাণ ৪৮০০।

আমরা জানি, রিক্সার মাত্র ৩টি চাকা থাকে, তাহলে আমরা শুধুমাত্র যদি ১৫০০টা রিক্সা চিন্তা করি, সেক্ষেত্রে মাত্র ১৫০০*৩=৪৫০০চাকা হয়।

আবার একটা সাইকেলের ২টি চাকা থাকে, তাহলে আমরা শুধুমাত্র যদি ১৫০০টা সাইকেল চিন্তা করি, সেক্ষেত্রে মাত্র, ১৫০০*২=৩০০০ চাকা হয়।

এখানে রিক্সার অধিক সংখ্যক চাকা থাকা সত্ত্বেও ৪৮০০টি চাকা পূরণ হচ্ছে না।
তাই আমরা বলতে পারি, আপনার প্রশ্নটি ভুল হয়েছে।

Sort:  

বুঝেন নাই এখন ও। একটু ভাবেন। ভাই upvote করে reward বাড়ান আর আবার একটু ভাবেন। পারবেন।

*৩৮০০

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62059.45
ETH 2433.83
USDT 1.00
SBD 2.63