জেনারেল রাইটিংঃ সচেতনতাই পারে সমাজকে সুন্দর করতে
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,২২ এপ্রিল ২০২৪
আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। যোগ আধুনিক হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে ও গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক অসচেতন রয়েছে। বিশেষ করে বাল্যবিবাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করার ক্ষেত্রে। যদিও যুগের পরিবর্তন হবার সাথে সাথে স্যানিটেশনে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু মানুষের মধ্য থেকে এখন পর্যন্ত বাল্যবিবাহের বিষয়টা দূর হয়নি। আমাদের দেশে জরিপ করে দেখা গিয়েছে বেশিরভাগ বাল্যবিবাহ গ্রাম অঞ্চল থেকেই হয়ে থাকে। আসলে গ্রাম অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল থাকে এবং তারা চাইলেও মেয়েদেরকে পড়াতে চায় না। আবার এমন টাও দেখা গিয়েছে যে ভালো পাত্র পেয়ে বাবা মায়েরা অল্প বয়সে তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। যদিও বাংলাদেশের সরকার মেয়েদের একটা বয়স নির্ধারণ করেছে তার পরেও বাল্যবিবাহ যেন কোনভাবেই কম করা যাচ্ছে না গ্রাম অঞ্চলগুলোতে। বর্তমান সময়ে বাল্যবিবাহ দেবার ক্ষেত্রে একটা পদ্ধতি গ্রহণ করছে গ্রাম অঞ্চলের মানুষেরা। তারা মেয়েদেরকে রাতের বেলায় বিয়ে দিয়ে দেয় যেন প্রশাসন কোন ধরনের ঝামেলা করতে না পারে।
কিন্তু এই বাল্যবিবাহ এর ফলে যে তার নিজের মেয়ের কত বড় ক্ষতি বাবা-মা নিজেই করে ফেলল সেটা তারা কোনভাবেই বুঝতে চায় না। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সকল মেয়েদেরকে বাল্যবিবাহ দেয়া হয়েছে তারা বেশিরভাগ সময়ই সন্তান জন্ম দিতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। বেশিরভাগ সময় দেখা যায় সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান অথবা মা কেউ মারা যাচ্ছে। কেননা সন্তান জন্ম দেবার মত ক্ষমতা সেই মেয়েটির এখন পর্যন্ত হয়নি আর যখনই এমন অবস্থায় সে সন্তান জন্ম দিতে যাই তখনই সন্তান অথবা সন্তানের মা মৃত্যুর কাছাকাছি চলে যায়।
সে বিষয়টাতে মানুষদেরকে সচেতন করার জন্য বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমিও এমনই একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম। যার প্রধান বিষয় ছিল বাল্যবিবাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা। অনেক বড় বড় অফিসার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং গ্রামের সাধারণ মানুষদেরকে বিষয়গুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিল। যদিও তারা তাদের জায়গা থেকে অনেক ভালোভাবেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এই বিষয়টাতে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে বাড়ির অভিভাবকদেরকে। বাড়ির অভিভাবক যদি সচেতন না হয় তাহলে এই বিষয় দুইটা কোনোভাবেই ঠিক করা সম্ভব হবে না বলে আমার কাছে মনে হয়। এজন্য একমাত্র সচেতনতাই পারে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে। এই বিষয়টিতে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর কথা বলেছেন আপু একমাত্র সচেতনতায় পারে আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলতে। আমাদের দেশে এক সময় অনেক বাল্য বিবাহ প্রচলন ছিল। কিন্তু এখন মানুষ অনেক বোঝা শিখেছে। এখন আর আমাদের সমাজে তেমন বাল্যবিবাহ দেখা যায় না। তারপরও কিছু কিছু জায়গায় বাল্যবিবাহ চোখে পড়ে। আমাদের সকলের উচিত এই বিষয়ের সচেতন হওয়া।
বাল্য বিবাহের কারণে একদিক থেকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আমাদের বসবাসের জায়গা কমে যাচ্ছে। তাই এই বিষয়টা আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। আর আমরা যদি সচেতন হই তাহলে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে কেননা আমরাও তো সমাজের একজন সদস্য।
হ্যাঁ অবশ্যই আপু আপনি একজন সমাজের সদস্য হিসেবে আপনার উপর অনেক দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করা আপনার জন্য অবশ্যই কর্তব্য স্বরূপ।
আমরা যে যত বেশি সাজাগ ও সচেতন হব, ততই আমাদের সুন্দর সমাজ গড়ার ভূমিকা রাখতে পারব। আর মাঝে মধ্যে যদি বাল্যবিবাহ নিয়ে এমন সুন্দর সেমিনারের আয়োজন করা হয় অবশ্যই আমাদের সমাজের মানুষ এই বিষয়ে সজাগ হয়ে উঠবে। তাই মাঝেমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এই সমস্ত বিষয় নিয়ে সেমিনার করে দেখে বেশ ভালো লাগে আমার। খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন দেখে খুশি হলাম।
আমাদের এই অনুষ্ঠানটিও অনেক ধরনের বিষয় নিয়ে ছিল। তবে মূল বিষয় ছিল বাল্যবিবাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিয়ে। আমরা নিজেরা যদি সচেতন হয়ে একটি সমাজকে সচেতন করতে পারি তাহলে আমার মনে হয় এভাবে একটি রাষ্ট্রের অনেক কিছুই পরিবর্তন করা যায়।
গ্রাম অঞ্চলে বাল্যবিবাহের প্রচলন বেশি থাকার প্রধান কারণ হলো সঠিক শিক্ষার অভাব। তবে অর্থনৈতিক দুর্বলতাও একটা কারণ। এছাড়াও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাইহোক, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এটার উপর কাজ করছে, জেনে খুব খুশি হলাম আপু।
আপনি কি বলেছেন ভাইয়া তবে বিভিন্ন সংস্থা এইরকম কাজ করার কারণে অনেক টা বাল্যবিবাহ কমেছে।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে সচেতনতা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ৷ কারণ এখনও আমাদের দেশে বাল্যবিবাহ প্রচলন রয়েছে এবং এই বাল্যবিবাহ প্রতিরোধে অনেক ধরনের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে শুনে খুব ভালো লাগলো৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷