জেনারেল রাইটিংঃ পুরো পরিশ্রমটাই বৃথা গেল
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,৫ মে ২০২৪
আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এইতো কয়েকদিন আগের কথা আমার স্বামীর বাড়ির পক্ষ থেকে চাচাতো ভাই বাড়ি তৈরি করার জন্য ছুটিতে এসেছেন। যেহেতু সে বাড়ি তৈরি করার জন্য ছুটিতে এসেছে তাই সকলে তার বাড়ি তৈরি করার জন্য একটা জমি নির্ধারণ করে দিলেন। আর সেই অনুযায়ী চাচাতো ভাই বাড়ি তৈরি করার জন্য সকল প্রস্তুতি শুরু করে দিল। সবকিছু ঠিকই চলছিল হঠাৎ করে দেখা দিল মহাবিপদ। বাড়ি তৈরি করার জন্য মাটি কাটা গাড়ি দিয়ে মাটি খনন করতে শুরু করে দিয়েছিল। যেহেতু পূর্বে এটা একটা পুকুর ছিল তাই খননের পরিমাণটা একটু বেশি করতে হবে এটা সকলেই চিন্তা করেছিল।
যেহেতু সকলে আগে থেকেই ভেবেছিল যে একটু বেশি পরিমাণে মাটি খনন করতে হবে ঘর তৈরি করার জন্য তাই ভালোভাবেই ক্ষরণের প্রক্রিয়া চলছে তো। সকাল থেকে খননের কাজ চলছিল আর সেটা প্রায় ৫-৬ ঘন্টার উপরে হয়ে গিয়েছিল। আমি যখন যাই তখন সেখানে দেখতে পেলাম জায়গাটা আবারও একটা পুকুরের মতো হয়ে গিয়েছে।
আর এরপরেই শুরু হলো বিপদের সেই মুহূর্তটা। আমরা সকলে লক্ষ্য করতে থাকলাম যে উপরে রাখা মাটি গুলোর ওজনের কারণে পাশে রাখা মাটি ভেঙ্গে পড়তে শুরু করল। তাই এরপরে অনেক কষ্টে আবারও সেই উপরের রাখা মাটিগুলো সরাতে শুরু করল। সবকিছু সরিয়ে ও ফেলল কিন্তু তারপরও শেষ রক্ষাটা হলো না।
এরপরে প্রচুর মাটি খনন করতে থাকলে কিন্তু নিচে যে সমতল জায়গা থাকার কথা তার কোন কুল কিনারা করতে পারল না। এক পর্যায়ে সকলে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্তে উপনীত হলো এখানে কোন ভাবেই বাড়ি তৈরি করা যাবে না।
কি আর করা যাবে অনেক খরচ হওয়া সত্বেও সেখানে পুনরায় আগের মত মাটি ভরাট করে দিতে হলো। সব মিলিয়ে পুরো পরিশ্রমটাই যেন বৃথা হয়ে গেল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই খারাপ লাগতেছে। পুরো পরিশ্রমটাই বৃথা। পুরো পোস্ট করে বুঝলাম যে আপনার স্বামীর বাড়ির পক্ষে চাচাতো ভাই বাড়ি করার জন্য এই জমি নির্ধারণ করেছিল কিন্তু তিনি মাটি খনন করার পর দেখতে পারতেছে সমতল কিছুই আসতেছে না। অতঃপর আবারও ভরাট করে দেওয়া হলো।আশা করবো আবারো সুন্দর জায়গা নির্ধারণ করে কাজে সুন্দরভাবে নামতে পারে ।
সুন্দর একটি জায়গা নির্ধারণ করা হয়ে গেছে ভাইয়া সেখানে এবার ওনারা ঘর করছেন।
আসলে আগেই আজেমের বোঝা উচিত ছিল এই বিষয়ে যেহেতু হাবিব ভাই ঘর করতে যেয়ে ঘর করেনি নতুন পুকুর বোঝানোর মাটি বলে। আর সে এসে ঘর করতে গিয়ে আজ ধরা খেলো। মাঝখানে ক্ষতি হলে অনেক টাকা। তবে দোয়া করি যেন খুব শীঘ্রই তার এই ক্ষতি পুষিয়ে যায় যেকোন ভাবে। আর এ পোস্ট পড়ে আসলে অনেকেই এ বিষয়ে সজাগ হতে পারবে এবং এমন ক্ষতির হাত থেকে এড়িয়ে চলতে পারবে আশা করি। সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
আজিম ভাইয়া ভেবেছিল হয়তোবা খুব তাড়াতাড়ি সমতল মাটি পেয়ে যাবে কেননা এর আগেও নাকি অনেকবার মাটি দেওয়া হয়েছে। তাই তারা ঘর তৈরি কাজ শুরু করে কিন্তু পরবর্তীতে আর সমতল জায়গা না পাওয়ার কারণে আবারও ভরাট করে দেয়।
আপু আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো। আবার এক দিক দিয়ে অনেক ভালো ও লেগেছে কারণ অল্পতেই বেচারা রেহায় পেয়েছে।যাইহোক কোন কাজে ব্যর্থ হলে কষ্ট লাগা স্বাভাবিক। তবে যেকোন কাজে শুধু সফলতা আসবে এমন ভাবাটা ঠিক নয়।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
ঠিকই বলছেন আপু অল্প তেই বেঁচে গেল কেনো না যদি ঘর করার পরে কোনরকম অসুবিধা হতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত ।
আসলেই খুবই খারাপ একটা কাজ হয়েছে। প্রথমে আমরা যে জায়গাটিতে ঘর করার জন্য নির্ধারণ করেছিলেন সেখানে যদি করতে পারতো তাহলে অনেক ভালো হতো। ঘর তো করতে পারলই না উল্টা অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল।
আশা করছি এবার যে জায়গাটিতে ঘর করার সিদ্ধান্ত নিয়েছে এখানে বেশ ভালো হবে।
বাড়ির কাছে এমন একটা ক্ষতি হতে দেখে খুবই খারাপ লাগলো আমার। আসলে এতো মাটি খনন করার পর যদি এমন কথা শোনা যায় কার না খারাপ লাগে। তারা বেশ কিছুদিন কষ্ট করল বাগান নষ্ট করে। এরপর ঘর উঠানো যাবে না এই জায়গায়। কত বছর যেখানে ভালো রকম ঘর হবে না সেটা কেউ জানে না। সত্যি বিষয়টা খুবই দুঃখজনক।
সত্যি আপু অনেকগুলো সবজি বাগান নষ্ট করলো। তারপরে যদি ঘর করতে পারতো তাহলে আর কারো মনে কোন কষ্ট থাকত না। ওখানে কি কি সুন্দর সুন্দর সবজি চাষ করা হয়েছিল আপু আমার তো সব থেকে বেশি মায়া লাগছে কলা গাছগুলোর জন্য অনেক বড় বড় কলা ধরেছিল
সিদ্ধান্ত সঠিকভাবে না নিয়ে কোন কাজে হাত দেয়ার ঠিক না। আগে সব দিক থেকে বিবেক বিবেচনা করে কাজ করতে হয়। যেহেতু সবাই আগে থেকে জানতো জায়গাটা পুকুর ছিল সেহেতু চিন্তা ভাবনা করে কাজ শুরু করা উচিত ছিল।
ওখানে অনেকবার মাটি দেওয়া হয়েছিল তাই সবাই ভেবেছিল হয়তোবা খুব সহজেই সমতল জায়গা পেয়ে যাবে।
অনেকক্ষণ ধরে খনন করার পরেও নিচে সমতল মাটি পাওয়া না যাওয়ার কারণে সমস্ত পরিশ্রম বৃথা গেল জানতে পারলাম আপনার লেখার মাধ্যমে। আসলে এই অবস্থায় সেখানে ঘর না করাই উচিত না হলে দেখা যাবে পরে অন্য কোনো বিপদ হয়ে যাবে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সেখানে আর ঘর করিনি তো ভাইয়া এরপর অন্য একটা জায়গা সিলেক্ট করেছে।
সত্যি পুরা পরিশ্রম টাকা পয়সা সবই বৃথা গেলো।আসলে বাড়ি করার জায়গা মজমুত না হলে বাড়ি করলে সমস্যা হয়ে দাঁড়াতে পারে এমনও হতে পারে যে বাড়ি ধসে পড়লো কোন এক ছোট ভূ-কম্পনের কারণে। ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।
বাড়ি করার জায়গা মজবুত না হলে বাড়ি ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়ার অনেক ভয় থাকে আপু। ধন্যবাদ আপু।