অনাকাঙ্ক্ষিত কিছু উপহার পাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনাকাঙ্ক্ষিত কিছু উপহার পাওয়ার মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000037651.jpg

হঠাৎ করে যদি কেউ আপনাকে অনেকগুলো উপহার দেয় তাহলে আপনার কাছে কেমন লাগবে। অবশ্যই ভালো লাগবে। উপহার পেতে কার না ভালো লাগে সেরকমই আজকে একটা ঘটনা ঘটেছিল। আসলে অনাকাঙ্ক্ষিত কিছু উপহার পেয়েছি যেটা আসলে কল্পনার বাইরে ছিল যে এরকম কিছু হবে। হঠাৎ করে দুপুরবেল আমার হাজবেন্ড এসে দেখি অনেকগুলো উপহার নিয়ে এসেছে। তার একটা কোচিং সেন্টার রয়েছে সেখানে তিনি কলেজে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং বিভিন্ন বিষয়ের প্রাইভেট পরিয়ে থাকে। তার স্টুডেন্টরা আমার এবং আমার বাবুর জন্য এবং আমার হাজবেন্ডের জন্য কিছু গিফট দিয়েছে।

1000037655.jpg

1000037661.jpg

তাদের থেকে এরকম কিছু আশা করিনি। ছোট ছোট মানুষরা অনেক বড় কিছু করেছ। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে আর সেটা যদি মনের মত হয় তাহলে তো কোন কথাই নেই অনেক ভালো লাগে। তারা মূলত এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। কয়েকদিন পরে তাদের পরীক্ষা তো তাদের একটা বিদায় অনুষ্ঠান করেছে। যেহেতু তারা পরীক্ষা দিয়ে চলে যাবে। তো তাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকে তাদেরকে একটু স্পেশাল দিন উপহার দিল তারাও যে আমাদেরকে এভাবে সারপ্রাইজ দিবে সেটা আসলে বুঝতে পারিনি।তারা সবাই মিলে একসাথে টাকা তুলে এই সব জিনিসপত্রগুলো কিনেছে। কারণ তারা স্টুডেন্ট মানুষ তাদের একজনকে কোন কিছুই করা সম্ভব নয়। সেজন্য সবাই মিলে টাকা উঠিয়ে তাদের প্রিয় শিক্ষককে শিক্ষকের বউ বাচ্চাকে এগুলা উপহার দিল।

1000037657.jpg

1000037659.jpg

বেশ কিছুদিন আগে বাবু হয়েছিল তারা বাবুকে দেখার জন্য যদিও চেয়েছিল কিন্তু সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। আর বাবু হওয়ার পর বাবুকে ভালবেসে তারা গিফট দেওয়ার ইচ্ছে পোষণ করেছিল তখন আমার হাজব্যান্ড তাদেরকে মানা করেছিল। কিন্তু এই উপলক্ষে তার আবার বাবুকে গিফট দিয়ে দিল। বাবুর জন্য কয়েকটা জামা কাপড় দিল। আমাকে একটা ব্যাগ গিফট করল। আমি কালকে আমার মাকে বলছিলাম যে একটা ব্যাগ কিনব বড় দেখে আমার সব ব্যাগ ছোট ছোট। বাবু হয়েছে এখন আর সেই ছোট ব্যাগগুলো ব্যবহার করা যাবে না কারণ যে কোন জায়গায় যাওয়ার সময় বাবুর ডায়পার কাঁথা সবকিছুই নিয়ে যেতে হবে। সেরকমই আমার প্রয়োজন মত একটা ব্যাগ দেখলাম গিফট করে দিল।

1000037669.jpg

1000037653.jpg

আর আমার হাজবেন্ডকে তারা একটা পাঞ্জাবি আর ঘড়ি গিফট করল করলো। যেগুলো খুবই সুন্দর ছিল আর তাদের প্রিয় কোচিং সেন্টারের জন্য একটা দেওয়াল ঘড়ি দিল। ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল সেখানে ঘড়িটা লাগানো হয়েছিল দেখতে বেশ সুন্দর লাগছিল। আসলে হঠাৎ করে কোন কিছু পেলে খুব ভালো লাগে। যদিও তারা ছোট মানুষ তাদের থেকে এই সব কিছু আশা করা হয়নি। আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনি আজকে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত উপহার পেলে যে কেউ ভীষণ খুশি হয়ে যাবে‌। যেহেতু তারা ছোট মানুষ তাই তাদের পক্ষে একা এতো কিছু দেওয়া সম্ভব হতো না। তাই তারা সবাই মিলে টাকা উঠিয়ে তাদের প্রিয় শিক্ষক ও তার পরিবারকে সুন্দর গিফট উপর দিয়েছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

গিফট পেতে সবার ই খুব ভালো লাগে। আর আপনি অনাকাঙ্ক্ষিত কিছু উপহার পেলেন। এটা তো আরো বেশী আনন্দের।আর গিফটগুলো যদি প্রয়োজনের সাথে মিলে যায় তবে ভালো লাগাটা আরো দিগুণ হয়ে যায়। আপনার হাসবেন্ডের স্টুডেন্টরা বিদায়ের অনুষ্ঠানের দিন প্রিয় শিক্ষকের জন্য চমৎকার কিছু উপহার করলেন।আপনাদের তিনজনকেই গিফট করলেন।অনেক ভালো লাগলো অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে উপহার পেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এরকম ভাবে হঠাৎ করে যদি কেউ উপহার দেয় তাহলে তো আরো ভালোই লাগবে। আপনাদের তিনজনের জন্যই তারা এতগুলো গিফট দিয়েছে দেখে খুব ভালো লেগেছে। বাবু তাহলে অনেকগুলো গিফট পেয়ে গেলো। আর আপনিও আপনার প্রয়োজনীয় একটা ব্যাগ পেয়েছেন দেখে ভালো লেগেছে। ভাইয়ার পাঞ্জাবি এবং ঘড়িটাও অনেক সুন্দর। আর অনেক সুন্দর একটা দেয়াল ঘড়িও দেখছি দিয়েছে। এত সুন্দর করে মুহূর্তটা শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে।

 2 months ago 

অনাকাঙ্ক্ষিত ভাবে এতগুলো উপহার পেয়ে তো দেখছি আপনি অনেক বেশি খুশি। ভাইয়ার স্টুডেন্টদের কাছ থেকে তিনজনেই এত ভালো উপহার পেয়েছেন দেখে খুব ভালো লাগতেছে। তাদের দেওয়া প্রত্যেকটা উপহার কিন্তু অনেক সুন্দর। তারা সবাই একসাথে হয়ে আপনাদেরকে উপহার দিয়েছে, এটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। আপনাকে যে উপহারটা দিয়েছে এটা কিন্তু আপনার অনেক বেশি কাজে আসবে। কোথাও গেলে বাবুর জিনিসপত্র গুলো এটার মধ্যে সুন্দরভাবেই রেখে দিতে পারবেন।

 2 months ago 

পরীক্ষার আগে শিক্ষকদের উপহার দেওয়া মোটামুটি চলমান রয়েছে শিক্ষার্থীদের মাঝে। আমরাও দিয়েছি। উপহার গুলো খুবই সুন্দর ছিল। দেখে ভালো লাগল আপু। দারুণ এককথায়। এইরকম অনাকাঙ্খিত উপহার খুশি অনেক গুণে বাড়িয়ে দেয় কিন্তু।

 2 months ago 

সত্যিই আপু ছোট ছোট মানুষেরা অনেক বড় ধরনের কাজ করে ফেলেছে স্যারকে গিফট করে শুধু কি স্যার স্যারের বউ বাচ্চা সহ গিফট করে ফেলেছে দেখছি। সত্যিই গিফট পেতে সবারই খুব ভালো লাগে আর তা যদি সারপ্রাইজ গিফট হয় তাহলে তো আর কথাই নেই মনটা আনন্দে একদম ভরে যায়। গিফট গুলো সব অনেক সুন্দর হয়েছে। ভাইয়ার ছাত্র-ছাত্রীর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ পোষ্ট টি ভাগ করে নিয়ে আমাদেরকেও জানানোর সুযোগ করে দেয়ার জন্য গিফট সম্পর্কে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.030
BTC 60602.44
ETH 2617.13
USDT 1.00
SBD 2.61