স্বরচিত কবিতা :) শুভ জন্মদিন টিনটিন 🕯️🎂|| Poem :) Happy Birthday Tintin.
🕯️🎂 শুভ জন্মদিন টিনটিন 🕯️🎂 |
---|
শুভ জন্মদিন টিনটিন 🕯️🎂। আজকের দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক সুখের বার্তা নিয়ে। আমরা #amarbanglablog পরিবারের প্রতিটি সদস্য মন ভরে দোয়া করছি, আগামীর দিনগুলো তোমার সুখি এবং সমৃদ্ধশালী হয়ে উঠুক। আমাদের দোয়া এবং শুভকামনা জুড়ে থাকবে তোমার ঘুম ভাঙ্গা প্রতিটি সকাল, খুনসুটির বিকেল আর ঘুমের স্বপ্নপূরি জুড়ে। তোমাকে কি দেবো ভেবে পাইনি তাই কবিতার কয়েকটি লাইন লিখলাম তোমার শুভকামনায়।
আজ তোমার জন্মদিন
আঁধার ঘরে মুক্ত ছড়িয়ে
এসেছিলে তুমি সেদিন।
ছড়িয়েছে আনন্দের বন্যা
মায়ের চোখে আনন্দের দ্যুতি
এনেছো তুমি স্বর্গীয় অনুভুতি।
বুকে জড়িয়ে তৃপ্ত সেদিন।
বড্ড স্বপ্ন তোমায় ঘিরে
বড় মানুষ হবেই একদিন।
আসুক ফিরে এই দিন বারবার,
চোখে মুখে আজ আনন্দ সবার
আমরাও খুলেছি আনন্দের দুয়ার।
ভালোবাসায় আজ জড়িয়ে তুমি।
কভু দুঃখ তোমায় না ছোঁয় যেন
প্রার্থনা করি সদাই দিন মন।
আজ তোমার জন্মদিন
আঁধার ঘরে মুক্ত ছড়িয়ে
এসেছিলে তুমি সেদিন।
টিনটিন সোনার জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট কবিতা লিখা, জানিনা কেমন হলো। তবে মূল বিষয়বস্তু হচ্ছে তাকে মন ভরে দোয়া করা। সে চমৎকার একজন মানুষ বেড়ে উঠুক এই কামনা করছি। দোয়া রইল টিনটিনের জন্য।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ধন্যবাদ ভাই @jasonmunapasee 🤗
সবসময়ই শুভকামনা আপনার জন্য 🥀
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
https://twitter.com/emranhasan1989/status/1574299768687570944?t=WjfidyaAemkPr1AkzNufAg&s=19
প্রথমেই টিনটিন বাবুকে শুভ জন্মদিন 🎂.
টিনটিন বাবুর জন্মদিন 🎂 উপলক্ষে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন বড্ড স্বপ্ন আমাদের টিনটিন বাবুকে ঘিরে
বড় মানুষ হবেই একদিন। দোয়া করি মানুষের মতো মানুষ হয়ে উঠবে ইনশাআল্লাহ 🤲
ধন্যবাদ লিমন চমৎকার মন্তব্যের জন্য।
আমরা সবাই টিনটিনের জন্য দোয়া করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
"@jswit reply-off"
সবাই এত ভালোবাসা দিচ্ছে টিনটিনকে, আহা যদি ও বুঝতে পারত সব কিছু। তবে আজ না বুঝুক বড় হয়ে সব যখন জানবে, দেখবে ও ভীষণ খুশি হবে যে কমিউনিটির আঙ্কেল, আন্টিরা কত ভালোবাসে ওকে। আপনার কবিতা বেশ সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ দিদি।
আজকে না বুঝলে সত্যিই সে একদিন আমাদের ভালোবাসা বুঝবে। সে দিনটার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ ভাই।
সবাই দোয়া করি টিনটিন সোনা মানুষের মতো মানুষ হোক। আমার কবিতা পছন্দ করার জন্য ধন্যবাদ।
Greetings to the birthday celebrant.
অসংখ্য ধন্যবাদ ভাই 🤗
ভালো থাকুন দোয়া রইল 🥀
প্রথমেই টিনটিনকে জন্মদিনের শুভেচ্ছা 🎂। দেখতে দেখতে চার বছরে পদার্পণ আমাদের টিনটিন বাবুর। আপনি টিনটিনের জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া 😍
অনেক ধন্যবাদ ভাই আমার কবিতাটি পছন্দ করার জন্য।
সুস্থ আর সুন্দরভাবে বড় হয়ে উঠুক আমাদের টিনটিন সোনা এই কামনা করছি।