ক্রিয়েটিভ রাইটিংঃ- মৌ মাছির কামড় 🤕

in আমার বাংলা ব্লগ3 months ago

আজ - বৃহস্পতিবার

১০ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জুলাই ১১, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটি পোস্ট করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে একটা বাস্তবিক ঘটনা শেয়ার করব যেটা আমার সাথে ঘটেছিল। আমার দেখা যেই মৌমাছিগুলো রয়েছে সবগুলো প্রায় বিষধর, আসলে এর মূল বিষটা থাকে হচ্ছে মৌমাছির হুলে আর এই হুল যখন সে ফুটিয়ে দেয় তখন অসম্ভব রকমের জ্বালা যন্ত্রণা শুরু হয়। আসলে মৌমাছি বা ভিমরুল যেটাই হোক না কেন তার আত্মরক্ষার জন্য এই অশ্র ব্যবহার করে থাকে । কিন্তু অনেক সময় দেখা যায় ভুলবশত সে হুট করে একজনকে হুল ফুটিয়ে দিয়েছে আর এমন একটা ঘটনা বিকেল বেলায় আমার সাথে হয়েছিল। অনেকদিন পর বাইরে থেকে আজকে বাড়িতে আসলাম তাই ভাবলাম যে শখের বাইকটা নিয়ে একটু ট্যুর দেওয়া যাক। তাই আমার একটা আঙ্কেল রয়েছে তার নাম হচ্ছে রাসেল ও প্রায় আমাদের বয়সি ওকে বললাম চল আঙ্কেল আজকে দুজনে মিলে একটু ঘুরে ফিরে আসি।

honey-bee-8320764_1280.webp

source

যেমন কথা তেমন কাজ। দুজনে মিলে আমাদের এলাকার কিছু বিশেষ ,বিশেষ জায়গায় ঘুরতে গেলাম কিন্তু গত এক সপ্তাহ আগে ওর একটা ইনজুরি হয়েছে পায়ের আঙ্গুলে। ও ফুটবল খেলা খেলতে গিয়ে হঠাৎ করে একজন ওর সঙ্গে এক্সিডেন্ট করে ফেলে আসলে ওই ছেলেটি বুট পড়েছিল আর রাসেল খালি পেয়েছিল এবার ফুটবল নেওয়া দেওয়া করতে গিয়ে হুট করে উনার জুতার সঙ্গে রাসেলের পা লেগে যাই যার কারণে তার সাথে সাথে রাসেলের পায়ের নখ ক্ষতিগ্রস্ত হয় । মোটামুটি ভালই ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ তখনই নাকি কেটে গিয়েছিল পরবর্তীতে সে ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করে আমাকে ছবি তুলে পাঠিয়েছিল দেখে আমি যদিও আফসোস করেছিলাম আর বলেছিলাম যে সাবধানে থাকতে কিন্তু যেহেতু ইনজুরি হয়েছে তাই একটু সময় লাগবে এটি সারতে। কালকে আমাকে বলল যে ইমন আজকে আমার পায়ের মধ্যে যেন একটু বেশি ব্যথা করছে চলতো ডাক্তারের কাছে গিয়ে কিছু ব্যথার ওষুধ কিনে আনি তা না হলে হয়তো এটি বেশি হতে পারে।

bee-7413333_1280.jpg

source

তারপর আমি ওকে বাইকের পিছনে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে । আমাদের এলাকায় একটা নামকরা ডাক্টর হয়েছে তার নাম হচ্ছে বাক্কা ডাক্টর তো হয়তোবা কোন কাজের জন্য উনি দেখলাম আজকে বাড়িতে নেই তাই আমি ওকে বললাম ঠিক আছে সমস্যা নেই চল অন্য কোন দোকান থেকে ওষুধ ক্রয় করে আনি । আজকে ওষুধ খাওয়াই লাগবে না হলে হয়তোবা তোর একটু বেশি কষ্ট হয়ে যাবে। তারপরে ওকে নিয়ে জোর করে চলে গেলাম এবং ওখানে গিয়ে বাইক ব্রেক করতে হুট করে একটা মৌমাছি কি ভিমরুল এটা আমি ঠিক দেখতে পারিনি কিন্তু এটা বুঝতে পারলাম কিছু একটা উড়ে এসে আমার হাতের উপরে হুল ফুটিয়ে দিল । মোটামুটি দুই জায়গায় হুল ফুটিয়েছে তারপরে হুট করে উধাও হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আমার হাতটা ফুলে গেল । রাসেল বুঝতে পেরে বলল যে থাক আজকে আর ওষুধ কেনা লাগবে না চল তাড়াতাড়ি বাড়িতে যাই। তারপরে আমিও আর কোন কথা না বাড়িয়ে চলে আসলাম বাড়িতে।

bee-3930374_1280.jpg

source

আসলে এর আগে একবার এক্সিডেন্ট হয়েছিল এই কথাটা হয়তোবা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই ক্ষতটা এখনো ঠিক মতো সেড়ে উঠতে পারেনি এবং পরবর্তীতে আবার এই যে মৌমাছির কামড় সব মিলিয়ে বেশ অস্বস্তি ফিল করছিলাম । তাই বাড়িতে এসে সোজা বিছানায় শুয়ে পড়লাম। ‌ গতকাল এই বিষের কারণে গায়ে জ্বর চলে এসেছিল তাই আর বেশি সময় একটা এখানে দিতে পারিনি ,কিন্তু এখন একটু ভালো লাগছে তাই এই পোস্টটা করতে বসলাম। এমন একটা অভিজ্ঞতা আমার ছোটবেলা হয়েছিল যে প্রথম আমাকে মৌমাছিতে তাড়া করছিল তখন আমি একটা প্রাইভেট স্কুলে পড়তাম। এবার স্কুল ছুটি দেওয়ার পরে আমি বাড়ি আসছি তখন কিছু ছেলে মেয়ে মৌমাছির বাসায় ঢিল মেরেছিল যার কারণে মৌমাছি গুলো ক্ষেপে গিয়েছিল। আমি এ বিষয়ে একেবারে অবগত ছিলাম না।

bee-4913122_1280.jpg

source

এর ফলে আমি যেই ওই মৌমাছির বাসার নিচ দিয়ে যাচ্ছিলাম তখন হয়তোবা মৌমাছি আমাকে শত্রু ভেবেছিল এবং প্রায় এক ঝাক মৌমাছি 🐝 আমাকে তাড়া করেছিল। আমি ভেবে উঠতে পারছিলাম না যে কি করব আর কি না করব। সোজা দৌড় দিয়েছিলাম যতই দৌড় দেই কোন লাভ হয় না মৌমাছির ঝাঁক যেন পিছু ছাড়ে না শেষ পর্যন্ত কয়েকটি বাড়ির ভিতরে ঘুরপাক খেতে, খেতে হয়তোবা আমার দিশে ওরা হারিয়ে ফেলেছিল এবং পরবর্তীতে চলে গিয়েছিল। ‌ সেদিনও আমি নির্দোষ ছিলাম তবুও মৌমাছির কামড় খেতে হয়েছিল আজকেও সেই একই বিষয় । আমি জানিনা কোথা থেকে কি হলো হুট করে এসে হুল ফুটিয়ে দিয়ে গেল। যাই হোক আমার নসিবে ছিল এটা আমি মেনে নিচ্ছি আপনারা এসব মৌমাছি থেকে সাবধানতা অবলম্বন করতে পারেন কারণ এগুলোর বিষাক্ত হুল খুব যন্ত্রণাদায়ক। যাইহোক সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে যতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

ব্লগার@emonv
ডিভাইসInfinix note 11 pro
শ্রেণী ‌ক্রিয়েটিভ রাইটিং

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

দুঃখজনক ভাবে আপনার সাথে বার বার কোন না কোন দূর্ঘটনা ঘটছে জেনে খারাপ লাগলো ভাইয়া।এবার আপনাকে বোলতা বা মৌ মাছি কামড়ে দিয়েছে আসলে অন্যকেউ হয়তো কোন অন্যায় করেছে মৌমাছির সাথে তাই মানুষ দেখলেই কামড়ে দিচ্ছে সে।আপানার জ্বর চলে এসেছে তারমানে বিষ ভয়ংকর ছিলো।সাবধানে থাকবেন ভাইয়া।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য এতো অসুস্থতার মাঝেও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61434.10
ETH 2474.37
USDT 1.00
SBD 2.64