রদ্রিগো ম‍্যাজিকে ম‍্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ!!

in আমার বাংলা ব্লগ2 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ১ লা এপ্রিল , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000543201.jpg

LaLiga এর অফিশিয়াল ইউটিউব চ‍্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


আন্তর্জাতিক বিরতির পর আবার শুর হয়েছে ক্লাব ফুটবল। ক্লাব ফুটবল নিয়মিত দেখা হয়। বিশেষ করে আমার পছন্দের দল রিয়াল মাদ্রিদের কোন ম‍্যাচ আমি বাদ দেয় না। গতকাল রিয়াল মাদ্রিদের লীগ ম‍্যাচ ছিল অ‍্যাতলেটিকো বিলাবাও এর সাথে। এই মৌসুমে বেশ ভালো খেলছে দলটা। এর আগে তো বার্সেলোনাকে পুরো এক হালি দিয়েছিল দলটা। এটা লীগের ৩০ তম ম‍্যাচ ছিল দুই দলের। রিয়াল মাদ্রিদ লীগ টেবিলের শীর্ষে এবং অ‍্যাতলেটিকো বিলাবাও অবস্থান করছে চতুর্থ স্থানে। যদিও আমি জানতাম ম‍্যাচটা মোটেই সহজ হবে। ম‍্যাচ টা ছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব‍্যুতে। তবে আগের ম‍্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম‍্যাচে ছিলেন না রিয়াল মাদ্রিদের প্রধান খেলোয়ার ভিনিসিয়াস জুনিয়র। তবে দীর্ঘ আট মাস পর এসিএল ইঞ্জুরি থেকে রিকভার করে স্কোয়ার্ডে ফিরেছেন এডার মিলিটাও।


1000543202.jpg

1000543205.jpg

1000543208.jpg

1000543210.jpg


অন‍্যদিকে বিলাবাও তাদের প্রধান তরুণ খেলোয়ার নিকো উইলিয়ামস কেউ পাইনি। তবে মাদ্রিদ একাদশে ভিনিসিয়াস না থাকার প্রভাব টা বুঝতে দেয়নি তার স্বদেশী রদ্রিগো। এই ম‍্যাচে কার্লো ৪-২-২-২ ফর্মেশনে মাঠে নামায় তার দলকে। যেখানে রদ্রিগো খেলেছে ভিনিসিয়াস এর লেফট উইঙ্গার পজিশনে। অন‍্যদিকে অ‍্যাতলেটিক বিলাবাও এর ফর্মেশন ছিল ৪-২-৩-১। ম‍্যাচটা শুরু হয়। ম‍্যাচের প্রথম থেকেই মাদ্রিদ বল দখলে নিয়ে খেলার চেষ্টা করছিল। একেবারে ম‍্যাচের শুরুতেই ৮ মিনিটে দিয়াজ এর বাড়িয়ে দেওয়া বলে ডিবক্সের বাইরে থেকে কয়েকজনকে ড্রিবলিং করে অসাধারণ একটা গোল করে রদ্রিগো। অসাধারণ দৃষ্টিনন্দন একটা গোল ছিল। এটা এই সিজেনের সুন্দর একটা গোল ছিল। যাইহোক ম‍্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।


1000543224.jpg

1000543225.jpg

1000543223.jpg

1000543227.jpg


এইদিন রিয়াল মাদ্রিদ যেন অন‍ন‍্য ছিল। বার বার আক্রমণে গেলেও গোল টা পাচ্ছিল না। অন‍্যদিকে মাদ্রিদ ডিফেন্ডারদের কে পরাস্ত করে বল নিয়ে ভেতরেও খুব একটা যেতে পারছিল না প্রতিপক্ষ। তবে লেফট উইং এ রদ্রিগো বল পেলেই অসাধারণ দক্ষতায় বল নিয়ে চলে আসছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। এইদিন প্রতিপক্ষ কোনভাবেই রদ্রিগো কে আটকাতে পারছিল না। এককথায় ও যেন মনস্টার হয়ে আসে। কিন্তু প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই প্রথমে বেশ কিছু আক্রমণ করে অ‍্যতলেটিক বিলাবাও। কিন্তু কোন গোল হয়নি। শেষ পযর্ন্ত মাদ্রিদ গোলকিপার লুনিন সেভ দিয়েছে। এরই মধ্যে প্রতিপক্ষ খেলোয়ার ডিবক্সের মধ্যে একবার বেলিংহাম এবং একবার রদ্রিগো কে ফাউল করলেও রেফারি পেনাল্টি দেন নাই। এটা নিয়ে মাদ্রিদ বস কার্লো বেশ উওেজিত ছিল।


1000543233.jpg

1000543235.jpg

1000543236.jpg

1000543238.jpg


এরপর মাচের ৭৩ মিনিটে বেলিংহাম এর অ‍্যাসিস্টে আরেকটা দারুণ গোল করে রদ্রিগো। এটা ডি বক্সের ভেতর থেকে করলেও বেশ দৃষ্টিনন্দন একটা গোল ছিল। ফলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল আসেনি। ম‍্যাচ শেষের কিছুক্ষণ আগে মিলিটাও মাঠে নামে। আশা করা যায় পরের ম‍্যাচ থেকে কার্লো তাকে প্রথম থেকেই একাদশে রাখবে। সর্বোচ্চ ৯ ম‍্যাচ রেটিং নিয়ে ম‍্যাচ সেরা হয় রদ্রিগো। এই নিয়ে ৩০ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রিয়াল মাদ্রিদ। রিয়ালের পরে আছে তাদের চির প্রতিপক্ষ বার্সেলোনা। তবে সমান ৩০ ম‍্যাচ খেলে তারা মাদ্রিদ থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। লীগে ম‍্যাচ বাকি রয়েছে আর ৮ টা। আশা করা যায় সব ঠিক থাকলে এবার লীগটা পাচ্ছে রিয়াল মাদ্রিদ।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আগামী দিনের জন্য বিশ্বের ফুটবল প্রিয় মানুষের নিকট একটি আকর্ষণীয় নাম হতে যাচ্ছে রদ্রিগো। রদ্রিগোর খেলার ধরন দিন দিন আরও বেশি উন্নত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে রদ্রিগো যেমন দক্ষতার সাথে গোল করতে সক্ষম আছে ঠিক তেমনি তার দলও জয়লাভ করছে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ঠিক ভাই রদ্রিগোর খেলার ধরণ দিনে দিনে উন্নতি হচ্ছে। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 months ago (edited)

ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি এরা লা লিগা ছেড়ে যাওয়ার পরে আর তেমন খেলা দেখা হয় না। ২০০৯ থেকে ২০১৮ সালের ওই সময় প্রচুর খেলা দেখেছি। আপনি আজকে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো ক্লাবের খেলাটি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। বর্তমান সময়ে ব্রাজিলের রদ্রিগো বেশ ভালো উদীয়মান ভালো একজন প্লেয়ার। যদিও খেলাটি আমি দেখিনি তবে আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম দলের হয়ে দুটি গোল তিনি করেছেন। তারা এই জয়ে টেবিল পয়েন্টের শীর্ষে ধরে রাখল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ আপনাকে ভাই

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66697.56
ETH 3490.05
USDT 1.00
SBD 3.17