জীবনে না পাওয়াতে যতটা বিনয়ী থাকতে হয়, পাওয়াতে তার চেয়েও বেশি।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
""জীবনে না পাওয়াতে যতটা বিনয়ী থাকতে হয়, পাওয়াতে তার চেয়েও বেশি""। কথাটা তাদের বুঝতে সুবিধা হবে গতকাল যারা আইপিএল এর ফাইনাল ম্যাচ শেষ পযর্ন্ত দেখেছেন। একটু বিস্তারিত বলি। পাহাড় সমান রান তাড়া করতে নামে এম এস ধোনির চেন্নাই। এক পর্যায়ে ম্যাচ টা যেন হেরেই গেছিল চেন্নাই। শেষ দুই বলে লাগে ১০ রান। ঐ সময়ে রবীন্দ্র জাদেজার অসাধারণ দুই শর্ট। একটা ওভার বাউন্ডারি এবং একটা বাউন্ডারি। চেন্নাই আইপিএল এর ১৪ তম আসরের ফাইনাল টা জিতে নিয়েছে। মাঠের মধ্যে খেলোয়ার টিম ম্যানেজমেন্ট সবাই দৌড়ে গিয়েছে উৎযাপন করছে। কিন্তু মাঠের বাইরে বেঞ্চে নিরব হয়ে বসে আছে মাহেন্দ্র সিং ধোনি। তার মধ্যে যেন জয়ের কোনো আনন্দ নেই। সত্যিই তিনি পেয়ে যেন বিনয়ী হয়ে রয়েছেন। ঐরকম অবস্থায়ও যে উৎযাপন না করেও বিনয়ী থাকা যায় সেটা ধোনি শিখিয়ে দিয়ে গেল। ধোনি কোনো একজন সাধারণ খেলোয়ার না। ক্রিকেটের বরপুএ সে। আমি মাহেন্দ্র সিং ধোনির অনেক বড় একজন ফ্যান। ধোনি আমাকেই একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল কাল জীবনে না পাওয়াতে যতটা বিনয়ী থাকতে হয়, পাওয়াতে তার চেয়েও বেশি বিনয়ী থাকতে হয়।
রাঁচির ছোট একটা শহর থেকে উঠে আসেন মাহেন্দ্র সিং ধোনি। কিন্তু অন্য ক্রিকেটার দের মতো তিনি জাতীয় দলের বয়সভিত্তিক কোনো দলে খেলেন নি। একপর্যায়ে তো ক্রিকেট ছেড়ে ট্রেনের টিকিট চেকার এর চাকরিও নিয়েছিলেন। কিন্তু ভাগ্যে যার লেখা আছে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হওয়া সে কী ঐসব করতে পারে। ধোনিও পারেন নি। আবার ফিরে এসেছেন ক্রিকেটে। অনেক ভালো পারফরম্যান্স করেও আসতে পারছিলেন না জাতীয় দলে। অনেকেই বলত ধোনির শর্ট নির্ভরযোগ্য না উইকেটকিপিং টেকনিক ভালো না। কিন্তু সেই মাহেন্দ্র সিং ধোনিই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা একজন অধিনায়ক। ক্রিকেটের সব ট্রফি তিনি ভারতকে জিতিয়েছেন। ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল। এই তো আইপিএল এর উদ্ভোধনি অনুষ্ঠানে স্বয়ং অরিজিৎ সিং ধোনিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। যাকে দেখার জন্য স্টেডিয়াম হলুদ জার্সিতে ভরে যায়। যার দিকে ক্যামেরা ধরলে পুরো স্টেডিয়াম গর্জন দিয়ে উঠে তিনিই তো মাহেন্দ্র সিং ধোনি।
ধোনির বয়স এখন ৪১। এই বয়সে কেউ ক্রিকেট খেলছে তাও আইপিএল এর মতো ফ্রাঞ্চাইজি লীগে সেটা অবিশ্বাস্য। তবে মানুষ টা যখন ধোনি আপনাকে বিশ্বাস করতেই হবে। এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। আর হয়তো হলুদ জার্সিতে উইকেট এর পেছনে দেখা যাবে না মাহেন্দ্র সিং ধোনিকে। গতকাল সুবমান গিল কে করা দ্রুততম স্ট্যাম্পিং টা প্রমাণ করে ধোনি এখনো অপ্রতিরোধ্য। শুধু ভারত কেন পুরো ক্রিকেট বিশ্বে এখনো ধোনির বিকল্প কোনো উইকেট রক্ষক নেই। শেষটা হয়তো এর চেয়ে আর ভালো হতে পারে না আমার মতে। মাঠের মধ্যে যত ভিন্ন পরিস্থিতি আসতে দেখেন না কেন। ধোনি কখনো উওেজিত হয় না। কোনো খেলোয়ারের উপর নিজের মেজাজ দেখাই না। যেটা সহজেই অন্য অধিনায়ক রা করে। এজন্যই তিনি অন্যদের থেকে আলাদা এজন্যই তাকে বলা হয় ক্যাপ্টেন কুল।
২০১৫ সাল থেকে ক্রিকেট টা ভালোভাবে অনুসরণ করি। এবং তখন থেকেই আমি আইপিএলে চেন্নাই সুপার কিং সাপোর্ট করি। আপনারা বলতে পারেন আমি বাঙালি আমার উচিত ছিল কলকাতা নাইট রাইডার্স সাপোর্ট করা। কিন্তু আমি চেন্নাই সুপার কিং সাপোর্ট করি শুধুমাত্র ধোনির জন্য। মানুষ টা যেভাবে চেন্নাইকে নেতৃত্বে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে। অনেক কঠিন ম্যাচেও ভেঙে পড়েন নাই লড়ে গেছেন শেষ পযর্ন্ত। তার ফলাফল আইপিএলের মোট ১৪ আসরের দশটাতে চেন্নাই ফাইনাল খেলেছে এবং পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটার অনেক আসবে। আসবে রোহিত, কোহলি, অন্যদের বিকল্প কিন্তু ধোনির বিকল্প কখনোই আসবে না। যে মানুষটা ভারত কে টি টুয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন ট্রফি সব জিতিয়েছে সে তো আলাদা হবেই। এবং আরেকটা ব্যাপার আছে। ধোনি যদি কখনো রিভিউ নিয়ে থাকে তাহলে ধরে নিবেন সেটা আউট হা হা। মাহেন্দ্র সিং ধোনি কিংবদন্তি ক্রিকেটার কে আজীবন মনে রাখবে পুরো ক্রিকেট বিশ্ব। আর ধোনির বিকল্প সম্ভব না।।।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.