আমার সংগ্রহিত বিভিন্ন দেশের নোট(ইরাক, ইরান, ইন্দোনেশিয়া )।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি। তবে এখন এখন মোটামুটি বেশি ভালো আছি। কারণ প্রতিদিনই আপনাদের সাথে নিজের লেখা শেয়ার করে নেয় আবার আপনাদের লেখা পড়ি সবমিলিয়ে বেশ ভালো লাগে। আপনারা হয়তো জানেন আমার একটা শখ আছে। আমি বিভিন্ন দেশের নোট বা টাকা সংগ্রহ করি। এবং আমার সংগ্রহ করা দেশের নোট থেকে প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু নোট আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এই সপ্তাহেও সেই উদ্দেশ্যে চলে এসেছি। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজ আমি কোনো একটা দেশের না। আজ আমি একসঙ্গে তিনটা দেশের একটা করে নোট এর ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। এরমধ্যে রয়েছে ইরান এর একটা নোট ইরাকের একটা নোট এবং ইন্দোনেশিয়া এর একটা নোট। এখানে তিনটাই মুসলিম দেশ। তবে ইরাক এবং ইরান মধ্যেপ্রাচ্যের মধ্যে হলেও ইন্দোনেশিয়া মধ্যেপ্রাচ্যের ভেতরে কীনা সেটা আমার সঠিক জানা নেই।
আজ আমি এই নোটগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। কীভাবে এগুলো সম্পর্কে আমি জানতে পারি। কীভাবে কখন আমি এগুলো সংগ্রহ করি। এই নোট টা কতটা সুন্দর এই সব বিষয়ে। তো চলুন শুরু করা যাক।
- এটা হলো ইরানের ৫০০০ রিয়ালের একটা নোট। ইরানের মুদ্রার নাম রিয়াল। এই নোট টা বেশ বড়। তবে ইরানের টাকার মান আমাদের টাকার মান থেকে অনেক কম। এই নোটের একপাশে একটা পাএ এবং একটা গোলাকার ধাতুর ছবি দেওয়া রয়েছে। এবং অন্যপাশে একজন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে। এই ব্যক্তি সম্ভবত ইরানের উচ্চপর্যায়ের কোন ব্যক্তিত্ব। সেটা সম্পর্কে আমি সঠিক জানি না। এটা ইরানের কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা একটা নোট। এবং এই নোটের উপর আরবি এবং ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। তবে নোট টা সাধারন কাগজের না। এবং অনেক সুন্দর একটা নোট। এই নোট টা আমার সংগ্রহে আসে ২০২১ সালে।
- এটা হলো ইন্দোনেশিয়ার ২০০০ রুপিয়া এর একটা নোট। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া। হ্যা ভারত সহ পৃথিবীর আরও বেশ কয়েকটা দেশের মুদ্রার নাম এই ধরনের। তবে ইন্দোনেশিয়ার মুদ্রার মান আমাদের টাকার মান থেকে বেশ কম। এই নোট টাও বেশ সুন্দর। এই নোট টার একপাশে একজন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে। এবং অন্যপাশেও একজন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে তবে তার পোষাক গঠন অন্য ধরনের। এই নোট টা ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয়। এবং এটা ২০১৬ সালের একটা নোট। এই নোটে ইংরেজি এবং ইন্দোনেশিয়ার নিজেদের ভাষা ব্যবহার করা হয়েছে। এই নোট টাও বেশ সুন্দর একটা নোট।
- এটা হলো ইরাকের ২৫০ দিনারের একটা নোট। ইরাকের মুদ্রার নাম দিনার। ইরান ইরাক পাশাপাশি দেশ হলেও তাদের মুদ্রার মান এবং নাম ভিন্ন। তবে ইরাকের মুদ্রার মান ইরান এবং ইন্দোনেশিয়া থেকে বেশি। তবে এটা বেশ পুরাতন একটা নোট। এটা মোটামুটি ২০১০ সালের আগের একটা নোট। এই নোটের উপর প্রায় সম্পূর্ণই আরবি ভাষার ব্যবহার করা হয়েছে। এবং একেবারে সামান্য পরিমাণ ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। এই নোট টার একপাশে ঐ ধাতুর ব্যবহার করা হয়েছে এবং অন্যপাশে কিছু স্থাপনা এর ছবি দেওয়া রয়েছে। ইরাকের এই নোট টার উপর কোনো মানুষের ছবি দেওয়া নেই। এই নোট টা ইরাকের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা হয়। এই এই নোট টা আমার সংগ্রহে আসে ২০২১ সালে। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো একদিন আসব এই নোটের পোস্ট নিয়ে।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | সেপ্টেম্বর,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন দেশের নোট সংগ্রহ করাটা একটা নেশার মত। আপনার সংগ্রহশালা থেকে আপনি কিছু আজকে আমাদের মাঝে শেয়ার করলেন। বিশেষ করে ইরাক ইরান এবং ইন্দোনেশিয়ার মুদ্রা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একটা সময় আমারও বিভিন্ন দেশের টাকা সংগ্রহ করার শখ ছিল। পরবর্তীতে সেটা সময়ের অভাবে আর করতে পারিনি।
বেশ কিছুদিন ধরে আপনার এমন পোস্ট লক্ষ্য করে আসছি। তবে এটা কিন্তু একটি নেশা। কোন কিছু সংরক্ষণ করে রাখা একটি জাতীয় জিনিস বিভিন্ন স্থানের তা সংরক্ষণ করা এগুলো কিন্তু বড় টাফ বেপার। যাই হোক তিনটি রাষ্ট্রের টাকার দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো আপনার সংরক্ষণে রয়েছে এটা জেনে কিন্তু অনেক খুশি হয়েছি।
এর আগেও আপনি অনেক বিদেশি নোট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।একদিন টিভিতে খবর ছাপা হয়ে যাবে দেখছি ধন্যবাদ আপনাকে।