কোহলির ইতিহাস গড়ার দিনে ভারতের অসাধারণ জয়।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ৬ ই নভেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


Screenshot_20231106_172326.jpg


গতকাল একটা বিশেষ দিন ছিল ভারত এবং পুরো ক্রিকেট দুনিয়ার জন্য। গতকাল ৫ নভেম্বর ছিল বিরাট কোহলির জন্মদিন। এবং তিনি নিজের জন্মদিনে অসাধারণ এক শতক করে শচিন টেন্ডুলকারের ওয়ানডে তে করা সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন। উনি আর একটা সেঞ্চুরি করলে ওয়ানডে তে শচিনের করা সেঞ্চুরি ছাড়িয়ে যাবেন। সাউথ আফ্রিকা এখন পযর্ন্ত এই বিশ্বকাপে সবচাইতে বেশি রান করা দল। যতগুলো ম‍্যাচে তারা আগে ব‍্যাটিং করেছে সবগুলোতে রান করেছে ৩৫০ এর বেশি। সেজন্য গতকাল ভারত তাদের সেই সুযোগ আর দেয়নি। টসে জিতে ব‍্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারে দেখে খেললেও দ্বিতীয় ওভার থেকে শুরু করে ব‍্যাটিং। বলতে গেলে একেবারে অসাধারণ ব‍্যাটিং এর প্রদর্শন করতে থাকে ভারত। প্রথম দশ ওভারে রোহিত শর্মার ঝড়ো ৪০ রানের ইনিংসে ৯১ রান করে ভারত। যা ভারতের এই বিশ্বকাপে পাওয়ার প্লে তে সর্বোচ্চ।


Screenshot_20231106_172402.jpg

Screenshot_20231106_172336.jpg

Screenshot_20231106_172335.jpg

Screenshot_20231106_172334.jpg

Screenshot_20231106_172332.jpg


কিন্তু রাবাদার বলে বাভুমার কাছে ক‍্যাচ দিয়ে আউট হয়ে যায় রোহিত শর্মা। রোহিত শর্মার আউটের পর মাঠে নামে বার্থডে বয় চিকু মানে বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলি কেউ বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তরুন শুভমান গিল। ২৪ বলে ২৩ করে আউট হয় শুভমান গিল। এরপর মাঠে নেমে অসাধারণ একটা জুটি গড়ে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। দুজনে দেখে খেলছিল এবং অসাধারণ একটা জুটি গড়ে তারা। কিন্তু ৭৭ করে আউট হয়ে যায় আইয়ার। অপরপ্রান্তে দাঁড়িয়ে ঠিকই রান করে যাচ্ছিলেন বিরাট কোহলি। শেষদিকে এসে রাহুল, সূর্য কুমার, কেউই টিকতে পারেনি। তবে জাদেজার অপরাজিত ২৯ রান এবং বিরাট কোহালির অপরাজিত ১০১ রানে দারুণ একটা সংগ্রহ পাই ভারত। সাউথ আফ্রিকা কে ৩২৭ রানের টার্গেট দেয়।


Screenshot_20231106_172511.jpg

Screenshot_20231106_172509.jpg

Screenshot_20231106_172507.jpg

Screenshot_20231106_172502.jpg

Screenshot_20231106_172458.jpg


শেষ ম‍্যাচে ভারত শ্রীলঙ্কা কে মাএ ৫৫ রানে অলআউট করে। এবং আফ্রিকার বেশ ভালো ব‍্যাটিং লাইনআপ। সেজন্যই ভেবেছিলাম ভারতের বোলিং এবং সাউথ আফ্রিকার ব‍্যাটিং এর মধ্যে ভালো ফাইট হবে। কিন্তু সবই ছিল ভুল। ভারতের বোলারদের সামনে যেন একেবারে অসহায় হয়ে যায় সাউথ আফ্রিকার ব‍্যাটার রা। এই বিশ্বকাপে চার শতক করা ডিকক বেশিক্ষণ টিকতে পারেন নি মাঠে। ৫ রান করে সিরাজের বলে বোল্ড আউট হয়ে ফিরে যায়। এরপর একে একে বাভুমা, ডিউশন, মার্করাম সবাই আউট হয়ে যায়। কেউই যেন দাঁড়াতে পারছিল না ভারতের দূর্দান্ত বোলিং লাইন আপ এর সামনে। ভারত তাদের দূর্দান্ত বোলিং এর প্রদর্শন করতে থাকে। পরবর্তীতে রাবাদা এবং জনসন পিচে কিছুক্ষণ টিকে থাকার চেষ্টা করলেও সেটা সফল হয়নি। ভারতের বোলিং তোপে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।


Screenshot_20231106_172532.jpg

Screenshot_20231106_172528.jpg

Screenshot_20231106_172524.jpg

Screenshot_20231106_172522.jpg

Screenshot_20231106_172519.jpg

Screenshot_20231106_172511.jpg


এভাবে যাওয়ার আসার খেলায় একে একে আউট হয়ে যায় আফ্রিকার সব ব‍্যাটসম‍্যান। মাএ ৮৩ রানেই অলআউট হয়ে যায় সাউথ আফ্রিকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করে রবীন্দ্র জাদেজা। এবং মোহাম্মদ শামি ও কুলদীপ ২ টা করে উইকেট নেয়। তবে ম‍্যাচ সেরার পুরষ্কার নিজের করে নেয় শতক করা বিরাট কোহলি। এই নিয়ে ওয়ানডেতে তার শতক সংখ‍্যা ৪৯ টা। এবং ওয়ানডে তে শচিন টেন্ডুলকারের শতক সংখ‍্যাও ৪৯ টা। সবমিলিয়ে দারুণ একটা কৃতিত্ব অর্জন করল বিরাট কোহলি। এবং একটা বিশাল রানে জয়লাভ করে ভারত। এই নিয়ে ভারতের বিশ্বকাপে টানা আট জয়। আট টা ম‍্যাচ খেলে প্রতিটা তেই শতভাগ জয় পাওয়া একমাএ দল ভারত। তাদের বোলিং ব‍্যাটিং একেবারে অসাধারণ। কেউই যেন আটকে রাখতে পারছে না তাদের। আশাকরি এভাবেই ঘরের মাঠে জয় অব‍্যাহত রাখবে ভারত। এবং একযুগ পরে আবার নিজেদের ঘরের মাঠে সেই সোনালী ট্রফি টা নিজেদের করে নিবে।



-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়অক্টোবর ,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কালকের ম্যাচ টার প্রায় পুরোটা খেলাই দেখেছি খুব ভালো লেগেছে ভালো উপভোগ করেছি অনেকদিন পরে এরকম একটি খেলা দেখে।
বিরাট কোহিলি দুর্দান্ত খেলেছে দারুন একটি রেকর্ডের সাক্ষী হয়েছে তার জন্মদিনে এজন্য আসলে তাকে অভিনন্দন জানানো যায়।

 last year 

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন। কোহেলির জন্মদিনে সে অসাধারণ এক শতক করে শচিন টেন্ডুলকারের ওয়ানডে তে করা সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন। আশা করি এই বিশ্বকাপের মধ্যেই সে রেকর্ড ভেঙ্গে যাবে। তার খেলার ধরন সবার থেকে আলাদা। ধন্যবাদ।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি খেলার রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আপনার টাইটেল লেখা দেখে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে বিরাট কোহলি একজন অসাধারণ প্লেয়ার ক্রিকেট যারা বোঝে তারা এটা সবাই বিশ্বাস করবে। প্রথম ৫ ওভার ইন্ডিয়া বেশ দারুন খেলা উপহার দিয়েছিল। রোহিত শর্মা যখন ২৪ বলে ৪০ রান করে আউট হয়ে গেল তখন বিরাট কোহলি মাঠে নামল। বিরাট কোহলির জন্মদিনের দিন সেঞ্চুরি করে ইতিহাস গড়ে দিল। ওয়ানডে ক্রিকেটে ৪৯ তম সেঞ্চুরি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা খেলা রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68552.89
ETH 2454.37
USDT 1.00
SBD 2.36