আমরা কেন পারছি না।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ২৪ ই আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


moon-2048727_1280.jpg

Source


গতকাল পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদে এবং প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ পাশে অবতরণ করে ভারতের চন্দ্রযান -৩। ভারতের প্রধানমন্ত্রী সহ সকল সাধারণ জনগণ সেটা দেখেছে। এবং তাদের জন্য সেটা ছিল অনেক গর্বের একটা বলে বিষয়। ১৪ জুলাই যাএা শুরু করে চন্দ্রযানটি। এবং গতকাল সফলভাবে অবতরণ করে। এবং এই অবতরণ মোটেও সহজ ছিল না। একটু ভুল করলেই ধ্বংস হয়ে যেত চন্দ্রযান টি। এরপর চন্দ্রযানটি চাঁদের পৃষ্ট থেকে নিত‍্যনতুন ফুটেজ, ছবি এগুলো পাঠাবে যেগুলো ISRO(Indian speace research Organization ) এর গবেষণার কাজে লাগবে। বেরিয়ে আসবে আরও নতুন নতুন তথ‍্য যেগুলো আমরা এখনো অবগত না। বিভিন্ন স‍্যোসাল মিডিয়ায় দেখলাম মাএ ৬০৫ কোটি টাকা প্রয়োজন হয়েছে এই প্রজেক্ট টার জন্য। ভারত করে দেখাতে পারলে বাংলাদেশ কেন পারছে না??

এইরকম প্রশ্ন কী আমাদের মনে একবারও এসেছে। হ‍্যা কাল আমার মনে এসেছে অনেক বার এসেছে। সেজন্য এটা নিয়ে একটু ভেবেছি সামান্য কিছু বোধগম্যও হয়েছে। সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। আচ্ছা প্রথম থেকে শুরু করি ভারতের ISRO এর চেয়ারম্যান শ্রীধারা পানিকর সোমনাথ। যিনি কীনা মেক‍ানিক‍্যাল ইঞ্জিনিয়ার। এবং পরবর্তীতে ১৯৮৫ সালে স্পেস রিচার্স সেন্টারে যোগ দেন। এবং তিনি বেশ কিছু মহাকাশ উৎক্ষেপন প্রজেক্ট এর প্রধান ছিলেন। এইরকম বেশ কিছু সফলতা এবং প্রেজক্টে প্রধান থাকার পর ২০২২ সালে তাকে ISRO এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন‍্যদিকে আমাদের বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান হলেন বিষয়ে মোহাম্মদ আব্দুস সামাদ। এই সামাদ সাহেব কৃষি বিষয়ে স্নাতক এবং ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর। পরবর্তীতে তিনি বিসিএস ক‍্যাডার হিসেবে নিযুক্ত হন। এবং পরবর্তীতে দায়িত্ব পান বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে।


planet-1702788_1280.jpg

source


দেখেছেন দুই দেশের মহাকাশ গবেষণার চেয়ারম্যান এর মধ্যে ঠিক কতটা এবং কোথায় পার্থক্য। একজন রিলেটেড বলে বিষয়ে ডিগ্রীধারী এবং বিভিন্ন প্রজেক্ট পরিচালনার মধ্যে দিয়ে চেয়ারম্যান হয়েছে। অন‍্যদিক অন‍্যজন মানে বাংলাদেশের সামাদ সাহেব বিভিন্ন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মুখস্ত করে বিসিএস ক‍্যাডার হয়ে চেয়ারম্যান হয়েছেন। বিষয়ের তো কোন মিলই নেই। বাংলাদেশের প্রধান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট, রুয়েট, চুয়েট এর প্রতিটা শিক্ষার্থীদের পেছনে সরকারের প্রায় চার বছরে ৮-১০ লক্ষ্য টাকা খরচ হয়। কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার পর বিসিএস দেয় এবং ক‍্যাডার হয়ে প্রশাসনিক সহ অন‍্যান‍্য কাজে যোগদান করে। আর বাকি যারা থাকে তাদের অধিকাংশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ নিয়ে দেশ ত‍্যাগ করে। আর দেশের প্রজেক্ট গুলো করানোর জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা লাগে। না এখানে তাদের কোনো দোষ নেই। কারণ বাংলাদেশে ইঞ্জিনিয়ার এর জীবন এর কোনো নিশ্চয়তা নেই। এইরকম ঘটনা আমরা অনেক দেখেছি। আর দ্বিতীয়ত তাদের পর্যাপ্ত সম্মান এবং মূল‍্যায়ন তারা দেশে পাই না।

নেই কোনো গবেষক নেই কোনো বিজ্ঞানী নেই কোনো আবিষ্কার শুধু আছে গন্ডায় গন্ডায় বিসিএস ক‍্যাডার। এটাই আসল পার্থক্য করে দেয় ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আমাদের বিভিন্ন ক্ষেএে পিছিয়ে থাকা টা। তার উপর আরেকটা বিষয় দেখলাম ভারতের এই চন্দ্রযান-৩ প্রেজক্টে অনেক নারী কাজ করেছে। তাদের ছবি ভেসে বেড়াচ্ছে ইন্টারনেটে । খুবই সাধারণ সাজ পোষাক আমাদের বাড়ির মা চাচীদের মতোই শাড়ি পড়েছে। নেই কোনো আধুনিকতার ছোয়া নেই আধুনিকতার নামে বেহায়াপনা নেই কোনো নারীবাদী আচরণ। অন‍্যদিকে আমাদের দেশের মেয়েরা একটু শিক্ষিত হলেই নিজেদের অনেক কিছু মনে করে। পোষাকে শালীনতা থাকে না। আধুনিকতার নামে বেহায়াপণা করে পোষাকের স্বাধীনতা চাই আরও কত কিছু। এবার দেখেছেন আমাদের দেশের এবং ভারতের ISRO এর ঐ নারীদের মধ্যে আসল পার্থক্য টা কোথায়। খুঁজলে এইরকম অসংখ্য কারণ পাওয়া যাবে। যাইহোক আজ এই পর্যন্তই।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44