মানিয়ে নেওয়া শিখতে হবে।

in আমার বাংলা ব্লগ7 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ২৪ ই জানুয়ারি, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20240124_135219.JPG


ইদানিং অর্থাৎ বিগত তিন চার বছর বিষয়টি ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে গরমের সময় অতিরিক্ত গরম অনূভূত হচ্ছে এবং শীতের সময় অনূভূত হচ্ছে অতিরিক্ত শীত। গতবছরের কথায় একবার চিন্তা করেন। গরম কালে একেবারে অসহনীয় একটা অবস্থা তৈরি হয়েছিল। ঐ তাপমাত্রায় আমরা বিরক্ত হয়নি এমন কেউ নেই। আবার এই শীতের কথা চিন্তা করেন একবার। শীতের প্রথমদিকে কিন্তু তেমন ঠান্ডা ছিল না। সকালে সেরকম কুয়াশা ছিল না। কিন্তু জানুয়ারির শুরু থেকে একটা প্রভাব বুঝতে পারছেন। এই মাস ধরে পুরোটাই প্রায় আমাদের এলাকায় অসহনীয় একটা ঠান্ডা। শুধু আমাদের এলাকা না ঢাকা সহ পুলো বাংলাদেশের অবস্থা একই। না এর চেয়েও বেশি ঠান্ডা ইউরোপ আমেরিকায় পড়ে থাকে। কিন্তু আমাদের দেশে এই ঠান্ডা সহ‍্য করায় আমাদের দেশের জনগণের জন্য কষ্টকর।

বিশেষ করে আমি তো ঠান্ডা একেবারেই সহ‍্য করতে পারিনা। একটা মজার কথা বলি। এই ধারণা টা প্রকাশ না করলেও আমাদের সবার মাঝেই এই রকম অনূভুতি কিন্তু আছে এটা আমি জানি। যেমন গরমের সময় অতিরিক্ত গরম অনূভূত হলে আমরা তখন বিরক্ত হয়ে একটা কথা বলি বা মনে মনে স্মরণ করি। যে এর চেয়ে তো ঠান্ডা বা শীতকাল অনেক ভালো। এবার বরফে জমে গেলেও বলব শীত ভালো গরমের দরকার নেই। আবার শীতের সময় অতিরিক্ত ঠান্ডা পড়লে আমাদের আমাদের আগের ঐ কথা ঐ সিদ্ধান্ত কিন্তু পাল্টে যায়। তখন আমাদের মনে ধুর এতো ঠান্ডার চেয়ে তো গরমই ভালো ছিল। অন্তত এই কাপাকাপি তো করা লাগত না। পরের বার যত গরমই পড়ুক আর বলব না শীত ভালো হা হা হা। এইরকম কথা বলার প্রবৃওি বা ধারণা আমাদের সবার মধ্যেই আছে। এটা আপনার বা আমার দোষ না। এটা মানুষের জন্মগত একটা স্বভাব।


IMG_20240124_135153.JPG


তবে দিন যত যাচ্ছে আমাদের বেঁচে থাকা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কারণ প্রকৃতি ক্রমেই বিরুপ আকার ধারণ করছে। নিজের স্বাভাবিক গতিবিধি পরিবর্তন করছে। যদিও প্রকৃতির এই পরিবর্তনে আমরা মানুষেরাই সবচাইতে বেশি দায়ী। আমরা মানুষেরা নিজেদের সুবিধার জন্য প্রকৃতিকে ইচ্ছা মতো ব‍্যবহার করি। এই এখন একটা বিষয় দেখবেন একটা নির্দিষ্ট মৌসুমের সবজি হওয়ার পরেও অনেক সবজি সারা বছর পাওয়া যায়। সবজি টা কিন্তু প্রকৃতির উপর শাসন করে বা কৃএিমভাবে প্রকৃতির পরিবেশ পরিবর্তন করে ঐ সবজি টা চাষ করা হয়। সত্য বলতে আমরা অধিকাংশ ঐ সবজি টা অনেক উৎসাহের সঙ্গে ক্রয় করলেও সেই আসল স্বাদ টা আর পাওয়া যায় না। তার উপর এই যে প্রতিনিয়ত আমরা ধ্বংস করছি আমাদের গাছপালা। গাছপালা কেটে ফেলার জন্য যেমন বৃষ্টিপাত কমছে ঠিক একইভাবে তাপমাত্রা বাড়ছে।

এইভাবে উদাহরণ দিতে গেলে শেষ হবে না কিন্তু। প্রকৃতি থেকে শক্তি সংগ্রহ করেই আমরা বেঁচে থাকি। সেই প্রকৃতি কে ব‍্যবহার করার বা শাসন করার একটা নির্দিষ্ট সীমা তো আছে। এবং সেই সীমা আমাদের উচিত মেনে চলা। আমাদের উচিত অতিরিক্ত কিছু না করা। কিন্তু আমরা সব পারি আর আমরা কাউকে ভয় পাই নাকী। আগে বছরে একটা বেশি হলে দুইটা ঘূর্ণিঝড়ের স্বীকার হতো বাংলাদেশ। কিন্তু বিগত কয়েক বছরে ততোধিক ঘূর্ণিঝড়ের স্বীকার বাংলাদেশ। গড়ে প্রতিমাসে একটা করে ভূমিকম্প হয়ে থাকে। তাপমাত্রা বাড়ছে আবার অতিরিক্ত ঠান্ডা অনূভূত হচ্ছে। ক্রমেই এই প্রকৃতি চলে যাচ্ছে আমাদের বিরুদ্বে। আরে সেরকম কিছু না। কিছুদিন ধরে যে ঠান্ডা পড়ছে সেটাই আমি একেবারে জড়োসরো। সেজন্যই এসব বললাম। না হলে আমি কী এসব বলতাম। ঠিকই আবার ভুলে যাব। আবার করতে থাকব প্রকৃতি কে শাসন। পৃথিবী মানুষের বাস অযোগ্য হওয়া পযর্ন্ত মানবজাতি ধ্বংস হওয়া পযর্ন্ত এভাবেই চলতে থাকবে।



-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়জানুয়ারি ,২০২৪


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

মানিয়ে নেয়া নিয়ে সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আসলে মানিয়ে নেয়া হচ্ছে লাইফস্কিল। যার লাইফস্কিল যত স্ট্রং সে তত সহজেই মানিয়ে নিতে পারে। সেজন্য চেষ্টা থাকতে হবে খাপ খাওয়াতে। একদম ঠিক বলেছেন ভাইয়া, মানুষেরা নিজেদের সুবিধার জন্য প্রকৃতিকে ইচ্ছা মতো ব‍্যবহার করছে। আবহাওয়ার এই বিরুপতার জন্য আমরা মানুষরাই দায়ি। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার দেয়ার জন্য।

 7 months ago 

আপনি অনেক সুন্দর করে মানিয়ে নেওয়া পোস্ট লিখেছেন। বর্তমান সময়ে মানুষ আবহাওয়া এবং পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে। এটি ঠিক বিগত কয়েক বছর যেভাবে ঠান্ডা পড়তেছে এবং গরম পড়তেছে তা মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের জন্য। তবে অনেকে বলে এরকম ঠান্ডা নাকি ইউরোপে পড়ে। তবে এটি ঠিক মানুষ কৃত্রিম উপায়ে এখন অনেক ধরনের সবজি চাষ করে। এগুলো খেতে কোন স্বাদ নেই। আসলে দিন যতই যাচ্ছে ততই আমাদের জীবন হুমকির মধ্যে পড়তেছে। ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনি ঠিক করেছেন ভাই, পরিবেশ এবং পরিস্থিতি সাথে আমাদেরকে সব সময় মানিয়ে চলতে হবে। যে কোনো প্রস্তুতিতে নিজেকে মানিয়ে নেওয়া শিখতে হবে। নিজেকে মানিয়ে নিতে পারলে জীবন সফলতা অর্জন করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।

 6 months ago 

মানিয়ে নেওয়া নিয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন৷ আসলে আমাদের এই জীবনে একটি বিষয়ের উপর অবস্থান করে কখনো বসে থাকা ঠিক নয়৷ আমাদেরকে সব সময় পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে৷ আর যদি আমরা তা করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সফল হতে পারব৷ আমরা মানুষরা এই প্রকৃতিকে যেভাবে ব্যবহার করছি তা কোনমতেই ঠিক নয়। আমাদের কারনে আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে এবং এরকম বিরুপ আবহাওয়া আমাদের জন্যই হয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60841.72
ETH 2603.92
USDT 1.00
SBD 2.56