অঘটনের সপ্তাহ।

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ১১ ই ডিসেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20231211_144413.JPG

Footmob অ‍্যাপস থেকে স্কিনশর্ট নেওয়া।


বর্তমানে বিশ্বে সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল। আর এই ফুটবল কে জনপ্রিয় করে তুলতে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে ক্লাব ফুটবল। ইউরোপীয়ান বিভিন্ন দেশের লীগ গুলোতে যেন আলাদা একটা রোমাঞ্চ রয়েছে আলাদা একটা উওেজনা রয়েছে। আমি বরাবরই ফুটবল প্রেমি। এখন বাড়িতে রয়েছি সেরকম কোন কাজ নেই। আর এই সপ্তাহে শরীর টা ভালো যাচ্ছে না। যাইহোক শনিবার এবং রবিবারের বড় দলগুলার ম‍্যাচ দেখার চেষ্টা করেছিলাম। যদিও সবগুলো দেখতে পারিনি। তবে সবমিলিয়ে যদি রিভিউ দিতে হয় তাহলে বলব ইউরোপীয়ান ক্লাব ফুটবলে এই সপ্তাহ টা ছিল অঘটনের। সাধারণত প্রতি সিজেনে এইরকম কয়েকটা ম‍্যাচ ডে কয়েকটা সপ্তাহ যায় যেটাকে অঘটন বলা হয়ে থাকে। প্রথমেই শুরু করি বুন্দেসলীগা নিয়ে। যেটা জার্মানির লীগ নিন্দুকেরা আবার কৃষক লীগও বলে থাকে।


IMG_20231211_144332.JPG


বুন্দেসলীগায় একটানা লীগ জিতে আসছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ অবশ‍্য একেবারে তারকা বহুল দল। কিন্তু এই সপ্তাহে তারা নিজেরা হেরে একা অঘটন এর জন্ম দিয়েছে। পয়েন্ট টেবিলে ৭ নাম্বারে থাকা দল ফ্রাঙ্কফুর্টের কাছে খেয়েছে পুরো এক হালি এক গোল। মানে পুরো পাঁচ গোল। ফ্রাঙ্কফুর্ট তাদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ কে পরাজিত করেছে পুরো ৫-১ গোলে। শেষ কবে বায়ার্ন কে এইভাবে নাকানি চুবানি খেতে দেখেছি সেটা আমার খেয়াল নেই। এবার আসি লা লীগায়। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে একটা যুদ্ধ চলছে মোটামুটি জিরোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। আজকে এ টপে তো কালকে অন‍্যজন টপে। এইরকম একটা পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের সঙ্গে পয়েন্ট হারিয়েছে। না যদিও ম‍্যাচটা হারেনি কিন্তু ম‍্যাচটা ১-১ গোলে ড্র হয়েছে। যেটা মাদ্রিদ বস কার্লো আনচেলওি চাইনি।


IMG_20231211_144359.JPG

IMG_20231211_144346.JPG

IMG_20231211_144301.JPG


তবে মাদ্রিদ ফ‍্যান হিসেবে আমি স্বস্তিতে আছি। কারণ গত রাতে মাদ্রিদ এর রাইভাল বার্সেলোনা রীতিমতো হেরে বসেছে। বার্সেলোনার অবস্থা লীগে একটু নাজুক বলতে হয়। গত রাতে জিরোনার সঙ্গে ম‍্যাচ ছিল। ম‍্যাচে রীতিমতো জিরোনার কাছে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। তার উপর ম‍্যাচটা ছিল বার্সার হোম ম‍্যাচ। এই জয়ে জিরোনা টেবিল টপার হয়ে গিয়েছে। কিন্তু বার্সেলোনা হারায় বেশ ভালো লাগছে হা হা। এবার আসি ইংলিশ প্রিমিয়ার লীগে। ইংলিশ প্রিমিয়ার লীগ কে সবচাইতে জনপ্রিয় লীগ বলা হয় এখন। চেলসি বেশ কয়েক সিজেন ধরেই রয়েছে ব‍্যাকফুটে। এবার তো উচল নেই। এই সিজেন টাও খুব একটা ভালো যাচ্ছে না তাদের। এর উপর এই সপ্তাহে এভারটন এর কাছে পুরো ২-০ গোলে হেরে বসেছে চেলসি। এক সিজেন যায় অন্য সিজেন আসে কোচ যায় কোচ আসে কিন্তু চেলসির অবস্থা যেন অপরিবর্তনীয়।

তবে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লীগে সবচাইতে বড় অঘটন ছিল বোনমাউথ এর সঙ্গে ম‍্যান ইউ এর হার। নভেম্বর মাসে ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা ম‍্যানেজার হয়েছে ম‍্যান ইউ এর এরিক টেন হ‍্যাগ। কিন্তু তারপরও চাকরি হারানোর ভয়ে আছেন তিনি। কারণ লীগ এবং উচল কোন জায়গাই ভালো অবস্থানে নেই তার দল। এর উপর এই সপ্তাহে নিজেদের হোম ম‍্যাচে বোর্নমাউথ এর কাছে পুরো ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম‍্যান ইউ। ম‍্যাচ টা দেখতে গিয়ে একপর্যায়ে আমার বিরক্তি চলে আসে। এতো বাজে খেলা বলার বাইরে। অন‍্যদিকে অ‍্যাস্টন ভিলার কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছে আর্সেনাল। যদিও আর্সেনালের চেষ্টার কমতি ছিল না কিন্তু এমিতে গিয়ে মানে এমি মার্টিনেজে গিয়ে আটকে গেলে। ইংলিশ প্রিমিয়ার লীগের টপ রয়েছে গত সিজেনে উচল খেলতে না পারা ইয়োর্গেন ক্লপ এর লিভারপুল।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40